লঞ্চে অগ্নিকাণ্ডের ১২ দিনেও সন্ধান মেলেনি পাথরঘাটার পপির

গত ২৩ ডিসেম্বর ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ১২ দিন পার হলেও এখনো সন্ধান মেলেনি বরগুনার পাথরঘাটার ফজিলা আক্তার পপির। এতে পপির স্বজনরা উদ্বিগ্ন উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। নিখোঁজ ফজিলা আক্তার পপি (২৫) বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছোট টেংরা গ্রামের আফজাল হোসেনের মেয়ে। স্বজনরা দুর্ঘটনার পর এমভি অভিযান-১০ লঞ্চসহ ঝালকাঠি ও বরগুনা সদর হাসপাতালের মর্গে এবং বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজখবর নিয়েও তার সন্ধান পাননি। পপি গত ২৩ ডিসেম্বর ঢাকা থেকে পাথরঘাটায় অভিযান-১০ লঞ্চে রওনা হন। একমাত্র মেয়ে লামিয়া (১৩)কে বাবার বাড়ি থেকে নিজ কর্মস্থল ঢাকার সাভারের একটি বিদ্যালয়ে ভর্তি করানোর জন্য নিতে আসছিলেন তিনি। পপির বৃদ্ধ বাবা আফজাল হোসেন বলেন, ‘একমাত্র মাইয়াডারে হারাইলাম। এহন ক্যামনে থাকমু। জামাই মাইয়াডারে ৭ বছর আগে তালাক দিয়া যায়। জীবন বাঁচাইতে ঢাকায় গার্মেন্টসে চাকরি করত। মাইয়াডার লাশটা পাইলেও কবরডা দেখতাম।

বুধবার, ০৫ জানুয়ারী ২০২২ , ২১ পৌষ ১৪২৮ ১ জমাদিউস সানি ১৪৪৩

লঞ্চে অগ্নিকাণ্ডের ১২ দিনেও সন্ধান মেলেনি পাথরঘাটার পপির

প্রতিনিধি, পাথরঘাটা (বরগুনা)

গত ২৩ ডিসেম্বর ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ১২ দিন পার হলেও এখনো সন্ধান মেলেনি বরগুনার পাথরঘাটার ফজিলা আক্তার পপির। এতে পপির স্বজনরা উদ্বিগ্ন উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। নিখোঁজ ফজিলা আক্তার পপি (২৫) বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছোট টেংরা গ্রামের আফজাল হোসেনের মেয়ে। স্বজনরা দুর্ঘটনার পর এমভি অভিযান-১০ লঞ্চসহ ঝালকাঠি ও বরগুনা সদর হাসপাতালের মর্গে এবং বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজখবর নিয়েও তার সন্ধান পাননি। পপি গত ২৩ ডিসেম্বর ঢাকা থেকে পাথরঘাটায় অভিযান-১০ লঞ্চে রওনা হন। একমাত্র মেয়ে লামিয়া (১৩)কে বাবার বাড়ি থেকে নিজ কর্মস্থল ঢাকার সাভারের একটি বিদ্যালয়ে ভর্তি করানোর জন্য নিতে আসছিলেন তিনি। পপির বৃদ্ধ বাবা আফজাল হোসেন বলেন, ‘একমাত্র মাইয়াডারে হারাইলাম। এহন ক্যামনে থাকমু। জামাই মাইয়াডারে ৭ বছর আগে তালাক দিয়া যায়। জীবন বাঁচাইতে ঢাকায় গার্মেন্টসে চাকরি করত। মাইয়াডার লাশটা পাইলেও কবরডা দেখতাম।