সংলাপ : বঙ্গভবনে রাষ্ট্রপতির আমন্ত্রণে যাচ্ছে না বিএনপি

আগামী ১২ জানুয়ারি নির্বাচন কমিশন গঠন নিয়ে ‘সংলাপে’ বিএনপিকে বঙ্গভবনে আমন্ত্রন জানিয়েছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তবে রাষ্ট্রপতির এ আমন্ত্রণে বঙ্গবভনে যাচ্ছে না বিএনপি। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র বায় সংবাদকে বলেন, অনেক আগেই আমাদের বক্তব্যে পরিষ্কার করা হয়েছে। আমরা রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনের সংলাপে যাচ্ছি না। এক প্রশ্নর জবাবে তিনি বলেন, দলের মহাসচিব তিন দিন আগেই প্রেস রিলিজ দিয়ে সংলাপের বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন। এদিকে গত সোমবার বিএনপির নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সংলাপে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১২ জানুয়ারি সংলাপে বিএনপি ছাড়াও রাষ্ট্রপতি ন্যাশনাল পিপলস পার্টিকেও একই দিনে আমন্ত্রণ জানিয়েছে বলে বঙ্গভবনের প্রেস উইংয়ের ফেসবুক পেজে বলা হয়েছে। এ পর্যন্ত ৫টি রাজনৈতিক দল-বিএনপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, সিপিবি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল এবং ইসলামী আন্দোলন, বাংলাদেশ রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। এর আগে মঙ্গলবার আরও ৯টি রাজনৈতিক দলকে সংলাপে বসার আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি। বঙ্গভবনের প্রেস উইং জানায়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ পর্যন্ত ২৭টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছেন।

বৃহস্পতিবার, ০৬ জানুয়ারী ২০২২ , ২২ পৌষ ১৪২৮ ২ জমাদিউস সানি ১৪৪৩

সংলাপ : বঙ্গভবনে রাষ্ট্রপতির আমন্ত্রণে যাচ্ছে না বিএনপি

নিজস্ব বার্তা পরিবেশক

আগামী ১২ জানুয়ারি নির্বাচন কমিশন গঠন নিয়ে ‘সংলাপে’ বিএনপিকে বঙ্গভবনে আমন্ত্রন জানিয়েছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তবে রাষ্ট্রপতির এ আমন্ত্রণে বঙ্গবভনে যাচ্ছে না বিএনপি। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র বায় সংবাদকে বলেন, অনেক আগেই আমাদের বক্তব্যে পরিষ্কার করা হয়েছে। আমরা রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনের সংলাপে যাচ্ছি না। এক প্রশ্নর জবাবে তিনি বলেন, দলের মহাসচিব তিন দিন আগেই প্রেস রিলিজ দিয়ে সংলাপের বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন। এদিকে গত সোমবার বিএনপির নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সংলাপে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১২ জানুয়ারি সংলাপে বিএনপি ছাড়াও রাষ্ট্রপতি ন্যাশনাল পিপলস পার্টিকেও একই দিনে আমন্ত্রণ জানিয়েছে বলে বঙ্গভবনের প্রেস উইংয়ের ফেসবুক পেজে বলা হয়েছে। এ পর্যন্ত ৫টি রাজনৈতিক দল-বিএনপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, সিপিবি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল এবং ইসলামী আন্দোলন, বাংলাদেশ রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। এর আগে মঙ্গলবার আরও ৯টি রাজনৈতিক দলকে সংলাপে বসার আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি। বঙ্গভবনের প্রেস উইং জানায়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ পর্যন্ত ২৭টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছেন।