চুনারুঘাটে জামানত হারালেন ১৭ চেয়ারম্যান প্রার্থী

হবিগঞ্জের চুনারুঘাটে ১৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার দীপক কুমার রায় এ তথ্য নিশ্চিত করেন। জামানত বাজেয়াপ্ত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আহম্মদাবাদ ইউনিয়নে বেলায়েত আলী (মোটরসাইকেল), শামছুল আলম (অটোরিক্সা), যুবরাজ ঝরা (চশমা) ও আব্দুল লতিফ (আনারস), চুনারুঘাট সদর ইউনিয়নে আব্দুর রউফ (মোটরসাইকেল) ও ফারুক আহমদ (চশমা), গাজীপুর ইউনিয়নে আমীর আলী (চশমা), দেওরগাছ ইউনিয়নে ইব্রাহীম কবির (আনারস) ও কদ্দুছ আলী (হাতপাখা), মিরাশী ইউনিয়নে আব্দুল মনাফ (ঘোড়া), শানখলা ইউনিয়নে আবুল কালাম (মোটরসাইকেল), রানীগাঁও ইউনিয়নে মোর্শেদ আহমদ (হাতপাখা) ও মোশাহিদুর রহমান (মোটরসাইকেল), পাইকপাড়া ইউনিয়নে শামীম মিয়া (অটোরিক্সা) ও সোহেল মিয়া (আনারস), উবাহাটা ইউনিয়নে ফজলুর রহমান (মোটরসাইকেল) ও রিপন চন্দ্র চন্দ (ঘোড়া)। উপজেলা নির্বাচন কর্মকর্তা দীপক কুমার রায় জানান, চুনারুঘাট উপজেলায় ৭ ইউপিতে চেয়ারম্যান পদে ১৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

শনিবার, ০৮ জানুয়ারী ২০২২ , ২৪ পৌষ ১৪২৮ ৪ জমাদিউস সানি ১৪৪৩

চুনারুঘাটে জামানত হারালেন ১৭ চেয়ারম্যান প্রার্থী

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)

হবিগঞ্জের চুনারুঘাটে ১৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার দীপক কুমার রায় এ তথ্য নিশ্চিত করেন। জামানত বাজেয়াপ্ত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আহম্মদাবাদ ইউনিয়নে বেলায়েত আলী (মোটরসাইকেল), শামছুল আলম (অটোরিক্সা), যুবরাজ ঝরা (চশমা) ও আব্দুল লতিফ (আনারস), চুনারুঘাট সদর ইউনিয়নে আব্দুর রউফ (মোটরসাইকেল) ও ফারুক আহমদ (চশমা), গাজীপুর ইউনিয়নে আমীর আলী (চশমা), দেওরগাছ ইউনিয়নে ইব্রাহীম কবির (আনারস) ও কদ্দুছ আলী (হাতপাখা), মিরাশী ইউনিয়নে আব্দুল মনাফ (ঘোড়া), শানখলা ইউনিয়নে আবুল কালাম (মোটরসাইকেল), রানীগাঁও ইউনিয়নে মোর্শেদ আহমদ (হাতপাখা) ও মোশাহিদুর রহমান (মোটরসাইকেল), পাইকপাড়া ইউনিয়নে শামীম মিয়া (অটোরিক্সা) ও সোহেল মিয়া (আনারস), উবাহাটা ইউনিয়নে ফজলুর রহমান (মোটরসাইকেল) ও রিপন চন্দ্র চন্দ (ঘোড়া)। উপজেলা নির্বাচন কর্মকর্তা দীপক কুমার রায় জানান, চুনারুঘাট উপজেলায় ৭ ইউপিতে চেয়ারম্যান পদে ১৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।