মাওয়া ঘুরতে গিয়ে আর ফেরা হলো না শাকিলের

বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন

একটি ইন্টারনেট সরবারহকারী প্রতিষ্ঠানে চাকরি করেন শাকিল (১৯)। প্রতিদিনের মতো অফিস শেষ করে গত বৃহস্পতিবার রাতে বাসায় ফেরেন। এরপর বন্ধু কাজী জাহিদকে নিয়ে নিজের মোটরসাইকেলে মাওয়া ঘুরতে যান। ঘুরা শেষে গতকাল ভোরে বাসায় ফিরছিলেন। কিন্তু আর ফেরা হয়নি শাকিলের। পথিমধ্যে জুরাইন রেলগেট সংলগ্ন ফ্লাইওভার ব্রিজের ওপর বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ হারান মোটরসাইকেল চালাতে থাকা শাকিল। এ ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন শাকিলের বন্ধু জাহিদ।

নিহত শাকিল হোসেন শান্তর চাচা মো. জালাল জানান, তাদের বাড়ি পটুয়াখালীর রাঙাবালি উপজেলার চরমনতাজ গ্রামে। শাকিলের বাবার নাম হাবিব ফরাজি। দুই ভাইবোনের মধ্যে ছোট ছিল সে। কোনাপাড়ায় সৃজন অনলাইন ডট কম নামে একটি ইন্টারনেট সরবারহকারী প্রতিষ্ঠানে চাকরি করত। কোনাপাড়া চিশতিয়া রোডে পরিবার নিয়ে থাকত। জালাল জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কাজ থেকে বাসায় ফিরে শাকিল। তখন আবার হুট করে বাসার বাইরে যায়। পরে গতকাল সকালে শুনতে পান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে সে।

শ্যামপুর থানার এসআই মো. নুরুজ্জামান জানান, শাকিলেল বন্ধু জাহিদ কারখানার কর্মচারী। বৃহস্পতিবার রাতে তারা দুজন মোটরসাইকেল নিয়ে মাওয়া ঘাটে গিয়েছিল ঘুরতে। ভোরবেলায় সেখান থেকে ফেরার সময় জুরাইন রেলগেট সংলগ্ন ফ্লাইওভার ব্রিজের ওপর একটি বালুর ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা দুইজনই গুরুতর আহত হন। খবর পেয়ে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসআই আরও জানান, ময়নাতদন্তের জন্য শাকিলের মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। আর জাহিদ চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।

এদিকে ডেমড়া আমুলিয়া এলাকায় তেলের লড়ির ধাক্কায় হুমায়ুন (৩৪) নামে এক পাঠাও চালক নিহত হয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাদের দুজনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে একজনকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তিনি আরও জানান, মৃত ব্যক্তির কাছ থেকে জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। তার নাম হুমায়ুন (৩৪), বাবার নাম আলতাফ হোসেন। রাজধানীর শ্যামপুর মীরহজিরবাগ এলাকার বাসন্দিা। আহত শফিউর রহমান হৃদয়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শফিউর রহমান হৃদয় জানান, তার বাসা ডেমড়া স্টাফ কোয়ার্টার এলাকায়। রাতে রামপুরা থেকে পাঠাওযোগে ডেমড়ার বাসায় ফিরছিলেন পথে দুর্ঘটনার শিকার হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সিএনজিচালক সোহেল রানা জানান, রাতে ডেমড়া আমুলিয়া এলাকায় তেলের লড়ির নিচে ঢুকে ছিল মোটরসাইকেল। পাশেই দুইজনকে আহত অবস্থায় দেখতে পেয়ে সিএনজিযোগে হাসপাতালে নিয়ে আসি।

টাঙ্গাইলে দুটি পৃথক দুর্ঘটনায় নিহত ৫

নিজস্ব বার্তা পরিবেশক, টাঙ্গাইল

টাঙ্গাইলের মধুপুরে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৫ জন। গতকাল সকাল ৭টার দিকে মধুপুর-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার কাইতকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলোÑ শেরপুর জেলার শ্রীবরদী এলাকার মিনার ইসলামের ছেলে রাসেল ইসলাম (২১), জামালপুরের দেওয়ানগঞ্জ এলাকার শারমিন (৩০) ও তার মেয়ে সোহাগী (৩)। এ বিষয়ে মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হেমায়েল কবির ও মধুপুর থানার ওসি তারিক কামাল জানান, গতকাল সকাল ৭টার দিকে মধুপুর-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার কাইতকাই এলাকায় মধুপুর থেকে ছেড়ে আসা জামালপুরগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মধুপুরগামী পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ ২ জন নিহত হয়।

আহত হয় ৬ জন। পরে আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে এক নারী মারা যান। বর্তমানে আহত ৫ জনের চিকিৎসা চলছে হাসপাতালে। আহতরা হলোÑ সিরাজগঞ্জের জান্নাত সরকার (১৮), কামরুল ইসলাম (১৯), দিনাজপুরের রাহেনা (৩০), টাঙ্গাইলের রহিম মিয়া (৩৫), গাজীপুরের আবু জাফর (৪০)। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলো জব্দ করে থানায় আনা হয়েছে।

মির্জাপুর টাঙ্গাইল প্রতিনিধি জানান,

টাঙ্গাইলের মির্জাপুরে বাস ও ওষুধ সরবরাহকারী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। গতকাল বেলা বারোটার দিকে গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কের বাঁশতৈল তেলিপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছেন।

নিহতরা হলেনÑ কাভার্ডভ্যানের চালক চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নগরকান্দি গ্রামের সোলেমান প্রধানের ছেলে সুরুজ মিয়া (৩০) ও হেলপার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার লস্করহাট গ্রামের শাজাহান ইসলামের ছেলে মো. গোলাম রব্বানী (৩০)।

জানা গেছে, যাত্রীবাহী একটি বাস (ঢাকা-মেট্রো-জ-০৫-০০১১) সখিপুর থেকে গোড়াই আসছিল। বিপরীত দিক থেকে সখিপুরগামী এসিআই ফার্মাসিটিক্যাল কোম্পানির একটি কাভার্ডভ্যান (ঢাকা-মেট্রো-ন-১৯-৩০২৯) সড়কের বাঁশতৈল তেলিপাড়া এলাকায় পৌঁছালে ওই বাস ও কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানই পাশের খাদে পড়ে গেলে কভার্ডভ্যানের চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় বাসের ১০ জন যাত্রী আহত হয়। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরর করা হবে বলে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেলিম রেজা জানিয়েছেন।

শনিবার, ০৮ জানুয়ারী ২০২২ , ২৪ পৌষ ১৪২৮ ৪ জমাদিউস সানি ১৪৪৩

মাওয়া ঘুরতে গিয়ে আর ফেরা হলো না শাকিলের

বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন

image

দুর্ঘটনাকবলিত দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি

একটি ইন্টারনেট সরবারহকারী প্রতিষ্ঠানে চাকরি করেন শাকিল (১৯)। প্রতিদিনের মতো অফিস শেষ করে গত বৃহস্পতিবার রাতে বাসায় ফেরেন। এরপর বন্ধু কাজী জাহিদকে নিয়ে নিজের মোটরসাইকেলে মাওয়া ঘুরতে যান। ঘুরা শেষে গতকাল ভোরে বাসায় ফিরছিলেন। কিন্তু আর ফেরা হয়নি শাকিলের। পথিমধ্যে জুরাইন রেলগেট সংলগ্ন ফ্লাইওভার ব্রিজের ওপর বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ হারান মোটরসাইকেল চালাতে থাকা শাকিল। এ ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন শাকিলের বন্ধু জাহিদ।

নিহত শাকিল হোসেন শান্তর চাচা মো. জালাল জানান, তাদের বাড়ি পটুয়াখালীর রাঙাবালি উপজেলার চরমনতাজ গ্রামে। শাকিলের বাবার নাম হাবিব ফরাজি। দুই ভাইবোনের মধ্যে ছোট ছিল সে। কোনাপাড়ায় সৃজন অনলাইন ডট কম নামে একটি ইন্টারনেট সরবারহকারী প্রতিষ্ঠানে চাকরি করত। কোনাপাড়া চিশতিয়া রোডে পরিবার নিয়ে থাকত। জালাল জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কাজ থেকে বাসায় ফিরে শাকিল। তখন আবার হুট করে বাসার বাইরে যায়। পরে গতকাল সকালে শুনতে পান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে সে।

শ্যামপুর থানার এসআই মো. নুরুজ্জামান জানান, শাকিলেল বন্ধু জাহিদ কারখানার কর্মচারী। বৃহস্পতিবার রাতে তারা দুজন মোটরসাইকেল নিয়ে মাওয়া ঘাটে গিয়েছিল ঘুরতে। ভোরবেলায় সেখান থেকে ফেরার সময় জুরাইন রেলগেট সংলগ্ন ফ্লাইওভার ব্রিজের ওপর একটি বালুর ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা দুইজনই গুরুতর আহত হন। খবর পেয়ে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসআই আরও জানান, ময়নাতদন্তের জন্য শাকিলের মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। আর জাহিদ চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।

এদিকে ডেমড়া আমুলিয়া এলাকায় তেলের লড়ির ধাক্কায় হুমায়ুন (৩৪) নামে এক পাঠাও চালক নিহত হয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাদের দুজনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে একজনকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তিনি আরও জানান, মৃত ব্যক্তির কাছ থেকে জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। তার নাম হুমায়ুন (৩৪), বাবার নাম আলতাফ হোসেন। রাজধানীর শ্যামপুর মীরহজিরবাগ এলাকার বাসন্দিা। আহত শফিউর রহমান হৃদয়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শফিউর রহমান হৃদয় জানান, তার বাসা ডেমড়া স্টাফ কোয়ার্টার এলাকায়। রাতে রামপুরা থেকে পাঠাওযোগে ডেমড়ার বাসায় ফিরছিলেন পথে দুর্ঘটনার শিকার হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সিএনজিচালক সোহেল রানা জানান, রাতে ডেমড়া আমুলিয়া এলাকায় তেলের লড়ির নিচে ঢুকে ছিল মোটরসাইকেল। পাশেই দুইজনকে আহত অবস্থায় দেখতে পেয়ে সিএনজিযোগে হাসপাতালে নিয়ে আসি।

টাঙ্গাইলে দুটি পৃথক দুর্ঘটনায় নিহত ৫

নিজস্ব বার্তা পরিবেশক, টাঙ্গাইল

টাঙ্গাইলের মধুপুরে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৫ জন। গতকাল সকাল ৭টার দিকে মধুপুর-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার কাইতকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলোÑ শেরপুর জেলার শ্রীবরদী এলাকার মিনার ইসলামের ছেলে রাসেল ইসলাম (২১), জামালপুরের দেওয়ানগঞ্জ এলাকার শারমিন (৩০) ও তার মেয়ে সোহাগী (৩)। এ বিষয়ে মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হেমায়েল কবির ও মধুপুর থানার ওসি তারিক কামাল জানান, গতকাল সকাল ৭টার দিকে মধুপুর-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার কাইতকাই এলাকায় মধুপুর থেকে ছেড়ে আসা জামালপুরগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মধুপুরগামী পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ ২ জন নিহত হয়।

আহত হয় ৬ জন। পরে আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে এক নারী মারা যান। বর্তমানে আহত ৫ জনের চিকিৎসা চলছে হাসপাতালে। আহতরা হলোÑ সিরাজগঞ্জের জান্নাত সরকার (১৮), কামরুল ইসলাম (১৯), দিনাজপুরের রাহেনা (৩০), টাঙ্গাইলের রহিম মিয়া (৩৫), গাজীপুরের আবু জাফর (৪০)। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলো জব্দ করে থানায় আনা হয়েছে।

মির্জাপুর টাঙ্গাইল প্রতিনিধি জানান,

টাঙ্গাইলের মির্জাপুরে বাস ও ওষুধ সরবরাহকারী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। গতকাল বেলা বারোটার দিকে গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কের বাঁশতৈল তেলিপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছেন।

নিহতরা হলেনÑ কাভার্ডভ্যানের চালক চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নগরকান্দি গ্রামের সোলেমান প্রধানের ছেলে সুরুজ মিয়া (৩০) ও হেলপার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার লস্করহাট গ্রামের শাজাহান ইসলামের ছেলে মো. গোলাম রব্বানী (৩০)।

জানা গেছে, যাত্রীবাহী একটি বাস (ঢাকা-মেট্রো-জ-০৫-০০১১) সখিপুর থেকে গোড়াই আসছিল। বিপরীত দিক থেকে সখিপুরগামী এসিআই ফার্মাসিটিক্যাল কোম্পানির একটি কাভার্ডভ্যান (ঢাকা-মেট্রো-ন-১৯-৩০২৯) সড়কের বাঁশতৈল তেলিপাড়া এলাকায় পৌঁছালে ওই বাস ও কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানই পাশের খাদে পড়ে গেলে কভার্ডভ্যানের চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় বাসের ১০ জন যাত্রী আহত হয়। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরর করা হবে বলে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেলিম রেজা জানিয়েছেন।