কবিতার উদ্যানে সরব ‘একান্নবর্তী’

লিটল ম্যাগাজিন চর্চার ইতিহাস পুরনো। ইহা এমনই এক প্রতিভাষা যা মানুষের চিন্তাকে বদলে দেয়। মানুষকে বিকল্প করে ভাবতে শেখায়। প্রচলিতকে ধাক্কা না দিলে নতুন কিছু সৃষ্টি করা সম্ভব নয়। তাই বরাবর লিটল ম্যাগাজিনের অবস্থান হয় প্রচলিত ধারণা বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্বাধীন মত প্রকাশ বা শিল্পকে শিল্পমূল্যে তুলে ধরার যে প্রয়াস লেখকমনে লালিত হয়, তাকে ধারণ করে একমাত্র লিটল ম্যাগাজিন বা অবাণিজ্যিক পত্রিকা। লিটল ম্যাগাজিন কখনো আপোস করে না। বাণিজ্য করে না। কিন্তু বাণিজ্যিক পত্রিকা শিল্পের চেয়ে গুরুত্ব দেয় বাণিজ্যকে।

কবি ও কথাসাহিত্যিক শেলী সেনগুপ্তা সম্পাদিত “একান্নবর্তী” তেমনি একটি লিটল ম্যাগাজিন। যার চতুর্থ সংখ্যা এটি।

পত্রিকাটির একটি বিশেষত্ব হলো- এটি সদা কবিতা ও কবিতাকেন্দ্রিক আলোচনায় লিপিবদ্ধ থাকতে চায়। এবং প্রকাশিত চারটি সংখ্যাই এ চরিত্র ধারণ করেছে।

বিশেষ করে দশকভিত্তিক কবিদের কবিতা নিয়ে কাজ করে যাচ্ছে ‘একান্নবর্তী’। মূলত দশককেন্দ্রিক কবিতা ও তার ওপর ভিন্ন দশকের ভিন্ন ভিন্ন আলোচনা নিয়ে প্রকাশিত হচ্ছে প্রতিটি সংখ্যা।

এতে পাঠকের সুবিধা হচ্ছে ঘুরেফিরে তারা প্রত্যেক কবির কবিতার আস্বাদ নিতে পারছেন। এবং কবিতার আলোচনা থেকে তিনি নিজের ভাবনা ও পাঠ মূল্যায়নও মিলিয়ে নিতে পারছেন।

এ সংখ্যায় মুদ্রিত হয়েছে ষাট, সত্তর, আশি, নব্বই ও শূন্য বা প্রথম দশকের কবিতা।

আসলে কবি সত্যিকার অর্থে কোনো সাধারণ মানুষ নন। তিনি মহান ও মহত্ত্ব তার চারিত্র্য। তিনি মানবিক ও সূক্ষ্ম সংবেদনশীল। সমাজের, রাষ্ট্রের সবচেয়ে মহার্ঘ সম্পদ। কবিকে মূল্যায়ন করা কোনো সহজ কাজ নয়। কবিকে বুঝতে পারা তো আরো দুরূহ ব্যাপার। তাই তার কবিতাও বোঝার জিনিস নয়। কখনো কবিতা পাঠকের কাছে ধরা দেয় আবার কখনো আড়ালে লুকিয়ে থাকে। কিন্তু সে দায় কবির নয়। কবি যা রচনা করেন তা কেবল পাঠককে নাড়িয়ে দেবার মধ্যে বা একটি ধাক্কা মারার মধ্যে নিহিতার্থ থাকে।

সম্পাদক শেলী সেনগুপ্ত বলেন, “জীবনের রাইরেও রয়েছে আরেক জীবন, যেখানে মৃত্যু কুশলী শিল্পীর মতো নানান বাহানায় মানুষকে ডাকছে। এই ডাক কি উপেক্ষা করা যায়? এই ডাক অনেকেই এড়িয়ে যেতে চাইলেও একজন কবি সর্বসত্তানিমগ্ন হয়ে কেবল শুনতেই পান না, তিনি রচনা করেন মৃত্যুকে নৈবেদ্য দিতে কিছু অমর পঙ্ক্তি।”

যে সম্পাদকীয় ভাবনায় এমন বোধের তাড়না থাকে, তার কবি ও কবিতাপ্রীতিকে সামান্যে মূল্যায়ন করা যায় না।

প্রতিটি সংখ্যায়ই নির্বাচিত কবিদের কবিতা মুদ্রিত হয়। এ সংখ্যাতেও তাই হয়েছে।

এ সংখ্যায় প্রথম দশকের কবিদের তালিকায় লিখেছেন- আদিত্য নজরুল, আফরোজা সোমা, কুশল ভৌমিক, পিয়াস মজিদ, ফেরদৌস মাহমুদ ও শেলী সেনগুপ্তা। প্রত্যেকের গুচ্ছ কবিতা মুদ্রিত হওয়ায় প্রত্যেকের কাব্যস্বর আবিষ্কার করা আর কষ্টসাধ্য থাকে না। এ দশকের কবিতা নিয়ে আলোচনা লিখেছেন- হিমাংশু পাল।

নব্বইয়ের দশকের কবিতা নিয়ে প্রবন্ধ লিখেছেন শিবলী মোকতাদির। বিশ শতকের নব্বইয়ের দশকের নির্বাচিত কবিদের তালিকায় আছেন- ওবায়েদ আকাশ, রহমান হেনরী, মাসুদার রহমান, মাহবুব আজীজ, শাহনাজ মুন্নী, সমর চক্রবর্তী, হেনরী স্বপন।

আশির দশকের কবিদের তালিকায় আছেন- খালেদ হামিদী, বদরুর হায়দাল, মোহাম্মদ হোসাইন, রাশেদ রউফ, রেজাউদ্দিন স্টালিন, শ্যামল দত্ত, সুব্রত অগাস্টিন গোমেজ। আশির দশকের কবিতার উপর আলোচনা লিখেছেন বিচিত্রা সেন।

সত্তরের দশকের নির্বাচিত কবিদের কবিতার আলোচনা লিখেছেন কুশল ভৌমিক। কবিতা লিখেছেন- আবিদ আনোয়ার, আসাদ মান্নান, কামাল চৌধুরী, জরিনা আখতার, নাসির আহমেদ, ফারুক মাহমুদ, সোহরাব পাশা।

মুদ্রিত হয়েছে ষাটের দশকের নির্বাচিত কবিতা, আলোচনা করেছেন রুদ্র মোস্তফা। কবিতা মুদ্রিত হয়েছে- আবুল হাসান, জাহিদুল হক, মাকিদ হায়দার, মহাদেব সাহা, মাহবুব সাদিক ও হাবীবুল্লাহ সিরাজীর।

একান্নবর্তী। সম্পাদক: শেলী সেনগুপ্তা। ২য় বর্ষ। ৪র্থ সংখ্যা। নভেম্বর ২০২১।

-সংবাদ সাময়িকী প্রতিবেদক

বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২ , ০৬ মাঘ ১৪২৮ ১৬ জমাদিউস সানি ১৪৪৩

কবিতার উদ্যানে সরব ‘একান্নবর্তী’

image

লিটল ম্যাগাজিন চর্চার ইতিহাস পুরনো। ইহা এমনই এক প্রতিভাষা যা মানুষের চিন্তাকে বদলে দেয়। মানুষকে বিকল্প করে ভাবতে শেখায়। প্রচলিতকে ধাক্কা না দিলে নতুন কিছু সৃষ্টি করা সম্ভব নয়। তাই বরাবর লিটল ম্যাগাজিনের অবস্থান হয় প্রচলিত ধারণা বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্বাধীন মত প্রকাশ বা শিল্পকে শিল্পমূল্যে তুলে ধরার যে প্রয়াস লেখকমনে লালিত হয়, তাকে ধারণ করে একমাত্র লিটল ম্যাগাজিন বা অবাণিজ্যিক পত্রিকা। লিটল ম্যাগাজিন কখনো আপোস করে না। বাণিজ্য করে না। কিন্তু বাণিজ্যিক পত্রিকা শিল্পের চেয়ে গুরুত্ব দেয় বাণিজ্যকে।

কবি ও কথাসাহিত্যিক শেলী সেনগুপ্তা সম্পাদিত “একান্নবর্তী” তেমনি একটি লিটল ম্যাগাজিন। যার চতুর্থ সংখ্যা এটি।

পত্রিকাটির একটি বিশেষত্ব হলো- এটি সদা কবিতা ও কবিতাকেন্দ্রিক আলোচনায় লিপিবদ্ধ থাকতে চায়। এবং প্রকাশিত চারটি সংখ্যাই এ চরিত্র ধারণ করেছে।

বিশেষ করে দশকভিত্তিক কবিদের কবিতা নিয়ে কাজ করে যাচ্ছে ‘একান্নবর্তী’। মূলত দশককেন্দ্রিক কবিতা ও তার ওপর ভিন্ন দশকের ভিন্ন ভিন্ন আলোচনা নিয়ে প্রকাশিত হচ্ছে প্রতিটি সংখ্যা।

এতে পাঠকের সুবিধা হচ্ছে ঘুরেফিরে তারা প্রত্যেক কবির কবিতার আস্বাদ নিতে পারছেন। এবং কবিতার আলোচনা থেকে তিনি নিজের ভাবনা ও পাঠ মূল্যায়নও মিলিয়ে নিতে পারছেন।

এ সংখ্যায় মুদ্রিত হয়েছে ষাট, সত্তর, আশি, নব্বই ও শূন্য বা প্রথম দশকের কবিতা।

আসলে কবি সত্যিকার অর্থে কোনো সাধারণ মানুষ নন। তিনি মহান ও মহত্ত্ব তার চারিত্র্য। তিনি মানবিক ও সূক্ষ্ম সংবেদনশীল। সমাজের, রাষ্ট্রের সবচেয়ে মহার্ঘ সম্পদ। কবিকে মূল্যায়ন করা কোনো সহজ কাজ নয়। কবিকে বুঝতে পারা তো আরো দুরূহ ব্যাপার। তাই তার কবিতাও বোঝার জিনিস নয়। কখনো কবিতা পাঠকের কাছে ধরা দেয় আবার কখনো আড়ালে লুকিয়ে থাকে। কিন্তু সে দায় কবির নয়। কবি যা রচনা করেন তা কেবল পাঠককে নাড়িয়ে দেবার মধ্যে বা একটি ধাক্কা মারার মধ্যে নিহিতার্থ থাকে।

সম্পাদক শেলী সেনগুপ্ত বলেন, “জীবনের রাইরেও রয়েছে আরেক জীবন, যেখানে মৃত্যু কুশলী শিল্পীর মতো নানান বাহানায় মানুষকে ডাকছে। এই ডাক কি উপেক্ষা করা যায়? এই ডাক অনেকেই এড়িয়ে যেতে চাইলেও একজন কবি সর্বসত্তানিমগ্ন হয়ে কেবল শুনতেই পান না, তিনি রচনা করেন মৃত্যুকে নৈবেদ্য দিতে কিছু অমর পঙ্ক্তি।”

যে সম্পাদকীয় ভাবনায় এমন বোধের তাড়না থাকে, তার কবি ও কবিতাপ্রীতিকে সামান্যে মূল্যায়ন করা যায় না।

প্রতিটি সংখ্যায়ই নির্বাচিত কবিদের কবিতা মুদ্রিত হয়। এ সংখ্যাতেও তাই হয়েছে।

এ সংখ্যায় প্রথম দশকের কবিদের তালিকায় লিখেছেন- আদিত্য নজরুল, আফরোজা সোমা, কুশল ভৌমিক, পিয়াস মজিদ, ফেরদৌস মাহমুদ ও শেলী সেনগুপ্তা। প্রত্যেকের গুচ্ছ কবিতা মুদ্রিত হওয়ায় প্রত্যেকের কাব্যস্বর আবিষ্কার করা আর কষ্টসাধ্য থাকে না। এ দশকের কবিতা নিয়ে আলোচনা লিখেছেন- হিমাংশু পাল।

নব্বইয়ের দশকের কবিতা নিয়ে প্রবন্ধ লিখেছেন শিবলী মোকতাদির। বিশ শতকের নব্বইয়ের দশকের নির্বাচিত কবিদের তালিকায় আছেন- ওবায়েদ আকাশ, রহমান হেনরী, মাসুদার রহমান, মাহবুব আজীজ, শাহনাজ মুন্নী, সমর চক্রবর্তী, হেনরী স্বপন।

আশির দশকের কবিদের তালিকায় আছেন- খালেদ হামিদী, বদরুর হায়দাল, মোহাম্মদ হোসাইন, রাশেদ রউফ, রেজাউদ্দিন স্টালিন, শ্যামল দত্ত, সুব্রত অগাস্টিন গোমেজ। আশির দশকের কবিতার উপর আলোচনা লিখেছেন বিচিত্রা সেন।

সত্তরের দশকের নির্বাচিত কবিদের কবিতার আলোচনা লিখেছেন কুশল ভৌমিক। কবিতা লিখেছেন- আবিদ আনোয়ার, আসাদ মান্নান, কামাল চৌধুরী, জরিনা আখতার, নাসির আহমেদ, ফারুক মাহমুদ, সোহরাব পাশা।

মুদ্রিত হয়েছে ষাটের দশকের নির্বাচিত কবিতা, আলোচনা করেছেন রুদ্র মোস্তফা। কবিতা মুদ্রিত হয়েছে- আবুল হাসান, জাহিদুল হক, মাকিদ হায়দার, মহাদেব সাহা, মাহবুব সাদিক ও হাবীবুল্লাহ সিরাজীর।

একান্নবর্তী। সম্পাদক: শেলী সেনগুপ্তা। ২য় বর্ষ। ৪র্থ সংখ্যা। নভেম্বর ২০২১।

-সংবাদ সাময়িকী প্রতিবেদক