নরসিংদী ও ধামরাইয়ে ইটভাটায় জরিমানা

নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় গতকাল নরসিংদী পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফয়জুন্নেছা আক্তার ও সহকারী পরিচালক মো. শরিফুল হক পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করেন। উক্ত অভিযানে পরিবেশগত ছাড়পত্রবিহীন ইটভাটা পরিচালনার দায়ে রায়পুরা উপজেলার জাহাঙ্গীরনগর, তুলাতুলীতে অবস্থিত ‘মেসার্স বিসমিল্লাহ ব্রিকস’ ও লালপুর, বড়ইতলা, চরসুবুদ্ধিতে অবস্থিত ‘মেসার্স এস বি সি ব্রিকস ফিল্ড’ দুইটিকে ৫,৫০,০০০/- (পাঁচ লাখ পঞ্চাশ হাজার) টাকা পরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং এক্সকেভেটর দিয়ে ইট ভাটার কিলন ভেঙে দেয়া হয় ও পানি দিয়ে কাঁচা ইট নষ্ট করা হয়। এছাড়া পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এর নোটিশের প্রেক্ষিতে রায়পুরা উপজেলার বড়ইতলা, চরসুবদ্ধিতে অবস্থিত ‘এলাইড ব্রিক ফিল্ড’ নামক ইট ভাটার ইট পোড়ানোর কার্যক্রম বন্ধ থাকায় পানি দিয়ে শুধুমাত্র কাঁচা ইট নষ্ট করা হয়। অভিযানের সময় নরসিংদী জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এ সময় কর্মকর্তাগণ বলেন, পরিবেশ দূষণকারী অবৈধ ইট ভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ধামরাইয়ে ইটভাটায় ৫৮ লাখ টাকা জরিমানা

নিজস্ব বার্তা পরিবেশক জানান, পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত ঢাকার ধামরাইয়ে ৯টি ইটভাটায় অভিযান চালিয়েছে। এর মধ্যে ৬টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়াসহ ৯ ভাটা মালিককে ৫৮ লাখ টাকা জরিমানা করেছে। মের্সাস হালিমা ব্রিকসের মালিক অভিযানের সময় পালিয়ে যাওয়ায় তার ভাটাটি সম্পূর্ণ ভেঙে দেয়। গতকাল পরিবেশ অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। দপ্তরের উপ-পরিচালক জহিরুল তালুকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানান, গতকাল সন্ধ্যা পর্যন্ত ধামরাইয়ের জলসিন, কান্দাপাড়া, ডাউটিয়া ও কালামপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জহিরুল ইসলাম তালুকদার, সহকারী পরিচালক মোসাব্বির হোসেন মোহাম্মদ রাজিব, পরিদর্শক ফাতেমাতুজ জোহরাসহ অনেকে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন না মেনে আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ইটভাটা স্থাপন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়ন না করায় এবং আবাদি জমির মাটি কাটার অনুমতি না থাকার অভিযোগে জলসিন এলাকার পিউর ব্রিকস, মা ব্রিকস, মা-স্টার ব্রিকস, কান্দাপাড়া জয়বাংলা ব্রিকসকে সাড়ে ৯ লাখ টাকা করে ৩৮ লাখ, ডাউটিয়া এলাকার এসএমবি-১ ব্রিকসকে ২ লাখ, এসএমবি-২ ব্রিকসকে ৬ লাখ, সান ব্রিকসকে ৬ লাখ ও কালামপুর বিবিসি ব্রিকসকে ৬ লাখ টাকা করে মোট ৯টি ভাটা মালিককে ৫৮ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে অবৈধ ৬টি ইটভাটা এসকাভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়ে সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জহিরুল ইসলাম তালুকদার জানান, ৬টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়াসহ ৯ ভাটা মালিককে ৫৮ লাখ টাকা জরিমানা করা হয় এবং হালিমা ব্রিকস নামে একটি ভাটার মালিক অভিযানের সময় পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হবে। এছাড়া ধামরাইয়ের প্রায় শতাধিক অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

image

নরসিংদী : গতকাল পরিবেশ দূষণ বিরোধী অভিযানে অবৈধ ইটভাটার দায়ে জরিমানা করা হয়-সংবাদ

আরও খবর
যশোর শিক্ষাবোর্ডের ৭ কোটি টাকা উদ্ধারের উদ্যোগ নেই
কবিতায় প্রতিবাদের ভাষায় মানুষ উদ্বুদ্ধ হয়, তা আর কিছুতেই হয় না : প্রধানমন্ত্রী
দক্ষ জনবল না থাকায় জাতীয় পরিচয়পত্রে ভুল হচ্ছে : আইনমন্ত্রী
চার বছরে ২২৮ এনজিওর নিবন্ধন বাতিল
তারা প্রতারণায়ও বহুরূপী
ঢাকা বিশ্বের সবচেয়ে বেশি দূষিত শহর : তাপস
পটিয়ায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গৃহবধূ ধৃর্ষণের অভিযোগ
চাঁদপুর বিশ্ববিদ্যালয় ‘দুুর্নীতির সঙ্গে আমার পরিবার জড়িত নয়’-দীপু মনি
সিমেন্ট কোম্পানির পরামর্শে আত্মগোপনে যান ট্রাকচালক জসিম
সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে : আইভী
সরগরম জাতীয় রাজনীতি চলছে পট পরিবর্তনের খেলা

শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২ , ১৪ মাঘ ১৪২৮, ২৪ জমাদিউস সানি ১৪৪৩

নরসিংদী ও ধামরাইয়ে ইটভাটায় জরিমানা

প্রতিনিধি, নরসিংদি

image

নরসিংদী : গতকাল পরিবেশ দূষণ বিরোধী অভিযানে অবৈধ ইটভাটার দায়ে জরিমানা করা হয়-সংবাদ

নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় গতকাল নরসিংদী পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফয়জুন্নেছা আক্তার ও সহকারী পরিচালক মো. শরিফুল হক পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করেন। উক্ত অভিযানে পরিবেশগত ছাড়পত্রবিহীন ইটভাটা পরিচালনার দায়ে রায়পুরা উপজেলার জাহাঙ্গীরনগর, তুলাতুলীতে অবস্থিত ‘মেসার্স বিসমিল্লাহ ব্রিকস’ ও লালপুর, বড়ইতলা, চরসুবুদ্ধিতে অবস্থিত ‘মেসার্স এস বি সি ব্রিকস ফিল্ড’ দুইটিকে ৫,৫০,০০০/- (পাঁচ লাখ পঞ্চাশ হাজার) টাকা পরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং এক্সকেভেটর দিয়ে ইট ভাটার কিলন ভেঙে দেয়া হয় ও পানি দিয়ে কাঁচা ইট নষ্ট করা হয়। এছাড়া পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এর নোটিশের প্রেক্ষিতে রায়পুরা উপজেলার বড়ইতলা, চরসুবদ্ধিতে অবস্থিত ‘এলাইড ব্রিক ফিল্ড’ নামক ইট ভাটার ইট পোড়ানোর কার্যক্রম বন্ধ থাকায় পানি দিয়ে শুধুমাত্র কাঁচা ইট নষ্ট করা হয়। অভিযানের সময় নরসিংদী জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এ সময় কর্মকর্তাগণ বলেন, পরিবেশ দূষণকারী অবৈধ ইট ভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ধামরাইয়ে ইটভাটায় ৫৮ লাখ টাকা জরিমানা

নিজস্ব বার্তা পরিবেশক জানান, পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত ঢাকার ধামরাইয়ে ৯টি ইটভাটায় অভিযান চালিয়েছে। এর মধ্যে ৬টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়াসহ ৯ ভাটা মালিককে ৫৮ লাখ টাকা জরিমানা করেছে। মের্সাস হালিমা ব্রিকসের মালিক অভিযানের সময় পালিয়ে যাওয়ায় তার ভাটাটি সম্পূর্ণ ভেঙে দেয়। গতকাল পরিবেশ অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। দপ্তরের উপ-পরিচালক জহিরুল তালুকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানান, গতকাল সন্ধ্যা পর্যন্ত ধামরাইয়ের জলসিন, কান্দাপাড়া, ডাউটিয়া ও কালামপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জহিরুল ইসলাম তালুকদার, সহকারী পরিচালক মোসাব্বির হোসেন মোহাম্মদ রাজিব, পরিদর্শক ফাতেমাতুজ জোহরাসহ অনেকে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন না মেনে আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ইটভাটা স্থাপন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়ন না করায় এবং আবাদি জমির মাটি কাটার অনুমতি না থাকার অভিযোগে জলসিন এলাকার পিউর ব্রিকস, মা ব্রিকস, মা-স্টার ব্রিকস, কান্দাপাড়া জয়বাংলা ব্রিকসকে সাড়ে ৯ লাখ টাকা করে ৩৮ লাখ, ডাউটিয়া এলাকার এসএমবি-১ ব্রিকসকে ২ লাখ, এসএমবি-২ ব্রিকসকে ৬ লাখ, সান ব্রিকসকে ৬ লাখ ও কালামপুর বিবিসি ব্রিকসকে ৬ লাখ টাকা করে মোট ৯টি ভাটা মালিককে ৫৮ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে অবৈধ ৬টি ইটভাটা এসকাভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়ে সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জহিরুল ইসলাম তালুকদার জানান, ৬টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়াসহ ৯ ভাটা মালিককে ৫৮ লাখ টাকা জরিমানা করা হয় এবং হালিমা ব্রিকস নামে একটি ভাটার মালিক অভিযানের সময় পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হবে। এছাড়া ধামরাইয়ের প্রায় শতাধিক অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।