সামান্য বৃষ্টিতেই থৈ থৈ স্কুল মাঠ

নেত্রকোনার পূর্বধলা সদরের উত্তর-পূর্বধলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সামান্য বৃষ্টিতেই পানিতে থৈথৈ করছে। আজ (১১ এপ্রিল) সোমবার সরেজমিনে এ অবস্থা দেখা যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক বাবুল বলেন স্কুলের মূল বিল্ডিং নিচু এবং পানি নিষ্কাশনের জন্য কোন সুবিধা না থাকায় বৃষ্টির পানি বের হওয়ার কোন সুযোগ থাকে না । এ বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি । উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম বলেন বিদ্যালয়টি পুরাতন এবং ভবন নিচু হওয়ায় পানি নিষ্কাশনের কোনো সুযোগ নেই। তবে নতুন ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় কাগজপত্র দেয়া হয়েছে। ভবনের অনুমোদন হলে শ্রেণি কক্ষ সহ সমস্যাগুলি থাকবে না। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম খান বলেন, ভবনটি সড়ক থেকে অনেক নিচু ও বেশ পুরাতন হওয়ায় বিদ্যালয়ের মাঠ থেকে পানি বের হতে পারে না। বিষয়টি ২০ মে ২০২১ জুম মিটিং এর মাধ্যমে শিক্ষা সচিব হাসিবুল আলম মহোদয়কে অবহিত করলে নতুন ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণের নির্দেশ দেন। কিন্তু এখন পর্যন্ত নতুন ভবন নির্মাণের অনুমোদন আসে নাই। নতুন ভবন নির্মাণ হলে এই সমস্যা আর থাকবে না । এখন স্থানীয়ভাবে পাইপ বসিয়ে সাময়িকভাবে পানি নিষ্কাশনের চেষ্টা চলছে। উল্লেখ্য যে বর্তমানে এ বিদ্যালয়ে ২ শত ৭৫ জন শিক্ষার্থী রয়েছে । শিক্ষার্থীর তুলনায় প্রয়োজনীয় শ্রেণিকক্ষ কম রয়েছে।

মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২ , ২৯ চৈত্র ১৪২৮ ১০ রমাদ্বান ১৪৪৩

উত্তর-পূর্বধলা প্রাথমিক বিদ্যালয়

সামান্য বৃষ্টিতেই থৈ থৈ স্কুল মাঠ

প্রতিনিধি, পূর্বধলায় (নেত্রকোনা)

নেত্রকোনার পূর্বধলা সদরের উত্তর-পূর্বধলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সামান্য বৃষ্টিতেই পানিতে থৈথৈ করছে। আজ (১১ এপ্রিল) সোমবার সরেজমিনে এ অবস্থা দেখা যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক বাবুল বলেন স্কুলের মূল বিল্ডিং নিচু এবং পানি নিষ্কাশনের জন্য কোন সুবিধা না থাকায় বৃষ্টির পানি বের হওয়ার কোন সুযোগ থাকে না । এ বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি । উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম বলেন বিদ্যালয়টি পুরাতন এবং ভবন নিচু হওয়ায় পানি নিষ্কাশনের কোনো সুযোগ নেই। তবে নতুন ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় কাগজপত্র দেয়া হয়েছে। ভবনের অনুমোদন হলে শ্রেণি কক্ষ সহ সমস্যাগুলি থাকবে না। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম খান বলেন, ভবনটি সড়ক থেকে অনেক নিচু ও বেশ পুরাতন হওয়ায় বিদ্যালয়ের মাঠ থেকে পানি বের হতে পারে না। বিষয়টি ২০ মে ২০২১ জুম মিটিং এর মাধ্যমে শিক্ষা সচিব হাসিবুল আলম মহোদয়কে অবহিত করলে নতুন ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণের নির্দেশ দেন। কিন্তু এখন পর্যন্ত নতুন ভবন নির্মাণের অনুমোদন আসে নাই। নতুন ভবন নির্মাণ হলে এই সমস্যা আর থাকবে না । এখন স্থানীয়ভাবে পাইপ বসিয়ে সাময়িকভাবে পানি নিষ্কাশনের চেষ্টা চলছে। উল্লেখ্য যে বর্তমানে এ বিদ্যালয়ে ২ শত ৭৫ জন শিক্ষার্থী রয়েছে । শিক্ষার্থীর তুলনায় প্রয়োজনীয় শ্রেণিকক্ষ কম রয়েছে।