বৃষ্টিতে কৃষকের মাঝে স্বস্তি ফিরলেও দুর্ভোগে শহরবাসী

আষাঢ়ে বৃষ্টি না হলেও শ্রাবণে সিরাজগঞ্জে ভারি বর্ষণ শুরু হয়েছে । গত সোমবার দুপুর পর্যন্ত ভারি বর্ষলে শহরবাসী দুর্ভোগে পড়লেও কৃষকদের মাঝে ফিরেছে স্বস্তি । দীর্ঘদিন বৃষ্টি না থাকায় জেলার কৃষকরা আমন চাষ ও পাট জাগ দেয়া নিয়ে দুর্ভোগে পরেিেছল । অনেক কৃষকই সেচ দিয়ে আমন চারা রোপণ করেছে। তবে গত কয়েকদিনের বৃষ্টি কৃষকের মনে স্বস্তি এন দিয়েছে । গত সোমবারের বৃষ্টিতে কৃষি জমিতে পানি জমেছে । এতে যেসব এলাকার কৃষকরা আমন চারা রোপণ করতে পারছিল না তারাও চারা রোপণের কাজে ব্যস্ত হয়ে পরেছে ।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোস্তম আলী জানান এত দিন বৃষ্টি না হওয়ায় জেলার কৃষকরা আমন চারা রোপণ নিয়ে চিন্তায় ছিল । কিন্তু গত হয়েকদিনের বৃষ্টি কৃষকদের চিন্তা দূর হয়েছে । এখন তারা পুরোদমে আমন চানা রোপণে ব্যাস্ত হয়ে পরেছে । তিনি জানান স্থানীয় কৃষিবিভাগ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে ।

অপরদিকে ভারি বর্ষণে সিরাজগঞ্জে শহরের মুজিব সড়ক, এস এস রোড, নিউ ঢাকা রোড, বাহিরগোলা রোডসহ বিভিন্ন এলাকায় জরাবদ্ধতার সৃষ্টি হয় ফলে শহরবাসীকে ভোগান্তিতে পরতে হয় । ভারি বর্ষণে বাধ সাধে মানুষের কর্ম জীবনেও। দীর্ঘ সময় এই বর্ষণ ভাবিয়ে তুলেছে খেটে খাওয়া মানুষদের । এর মধ্যেই শহরে রিক্সা, ভ্যান, সিএনজি চালাচল করেছে ঝুঁকি নিয়ে। জরুরী কাজে বাইরে আসা মানুষদের ভোগান্তির পাশাপাশি গুণতে হয় যানবাহনের দিগুন ভাড়া। বাজার করতে আসা আব্দুল খালেক জানায়,রিক্সা,ভ্যান চালকেরা তাদের ইচ্ছা মতো আদায় করে নিচ্ছে তাদের ভাড়া। সে আরও জানায়,এবছরে সবচেয়ে ভারী বর্ষণ হচ্ছে আজ। এতে বিভিন্ন এলাকার মানুষকে ভোগান্তিতে পরতে হয়। এ অবস্থাকে পৌরসভার অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করেছেন সচেতনমহল ।

বুধবার, ০৩ আগস্ট ২০২২

বৃষ্টিতে কৃষকের মাঝে স্বস্তি ফিরলেও দুর্ভোগে শহরবাসী

জেলা বার্তা পরিবেশক সিরাজগঞ্জ

image

সিরাজগঞ্জ : ভারি বর্ষণের কারণে শহরের প্রধান সড়ক পানির নিচে -সংবাদ

আষাঢ়ে বৃষ্টি না হলেও শ্রাবণে সিরাজগঞ্জে ভারি বর্ষণ শুরু হয়েছে । গত সোমবার দুপুর পর্যন্ত ভারি বর্ষলে শহরবাসী দুর্ভোগে পড়লেও কৃষকদের মাঝে ফিরেছে স্বস্তি । দীর্ঘদিন বৃষ্টি না থাকায় জেলার কৃষকরা আমন চাষ ও পাট জাগ দেয়া নিয়ে দুর্ভোগে পরেিেছল । অনেক কৃষকই সেচ দিয়ে আমন চারা রোপণ করেছে। তবে গত কয়েকদিনের বৃষ্টি কৃষকের মনে স্বস্তি এন দিয়েছে । গত সোমবারের বৃষ্টিতে কৃষি জমিতে পানি জমেছে । এতে যেসব এলাকার কৃষকরা আমন চারা রোপণ করতে পারছিল না তারাও চারা রোপণের কাজে ব্যস্ত হয়ে পরেছে ।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোস্তম আলী জানান এত দিন বৃষ্টি না হওয়ায় জেলার কৃষকরা আমন চারা রোপণ নিয়ে চিন্তায় ছিল । কিন্তু গত হয়েকদিনের বৃষ্টি কৃষকদের চিন্তা দূর হয়েছে । এখন তারা পুরোদমে আমন চানা রোপণে ব্যাস্ত হয়ে পরেছে । তিনি জানান স্থানীয় কৃষিবিভাগ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে ।

অপরদিকে ভারি বর্ষণে সিরাজগঞ্জে শহরের মুজিব সড়ক, এস এস রোড, নিউ ঢাকা রোড, বাহিরগোলা রোডসহ বিভিন্ন এলাকায় জরাবদ্ধতার সৃষ্টি হয় ফলে শহরবাসীকে ভোগান্তিতে পরতে হয় । ভারি বর্ষণে বাধ সাধে মানুষের কর্ম জীবনেও। দীর্ঘ সময় এই বর্ষণ ভাবিয়ে তুলেছে খেটে খাওয়া মানুষদের । এর মধ্যেই শহরে রিক্সা, ভ্যান, সিএনজি চালাচল করেছে ঝুঁকি নিয়ে। জরুরী কাজে বাইরে আসা মানুষদের ভোগান্তির পাশাপাশি গুণতে হয় যানবাহনের দিগুন ভাড়া। বাজার করতে আসা আব্দুল খালেক জানায়,রিক্সা,ভ্যান চালকেরা তাদের ইচ্ছা মতো আদায় করে নিচ্ছে তাদের ভাড়া। সে আরও জানায়,এবছরে সবচেয়ে ভারী বর্ষণ হচ্ছে আজ। এতে বিভিন্ন এলাকার মানুষকে ভোগান্তিতে পরতে হয়। এ অবস্থাকে পৌরসভার অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করেছেন সচেতনমহল ।