ডেঙ্গু : আক্রান্ত ৫০ হাজার ছাড়ালো, মৃত্যু ২১৬ জন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭৬৭ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৪৬৪ জন ও ঢাকার বাইরে ৩০৩ জন ভর্তি হয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে এখনও ভর্তি আছে ২ হাজার ৭২৯ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫০ হাজার ৭৫৯ জন।

অন্যদিকে গতকাল ডেঙ্গুজ্বরে আক্রান্ত আরও ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এতে মোট মৃত্যুর সংখ্যা হলো ২১৬ জন।

মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত ডা. মো. জাহিদুল ইসলাম জানান, আক্রান্তদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৫ জন, মিটফোর্ড হাসপাতালে ১০৩ জন, ঢাকা শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৬৬ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫৮ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৯২ জন, কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে ৬৩ জন ভর্তি হয়েছে।

ঢাকার বাইরে চট্টগ্রামে ৯৮ জন, কক্সবাজারে ৪০ জন, ফরিদপুরে ৩০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৭২ জন ভর্তি আছে।

মাসিক তথ্যে জানা গেছে, চলতি মাসের গতকাল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৭৩৫ জন। আর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৭৫ জন। এর আগে অক্টোবর মাসে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৯৩২ জন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৮৬ জন।

বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ , ০২ অগ্রহায়ণ ১৪২৯, ২১ রবিউস সানি ১৪৪৪

ডেঙ্গু : আক্রান্ত ৫০ হাজার ছাড়ালো, মৃত্যু ২১৬ জন

নিজস্ব বার্তা পরিবেশক

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭৬৭ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৪৬৪ জন ও ঢাকার বাইরে ৩০৩ জন ভর্তি হয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে এখনও ভর্তি আছে ২ হাজার ৭২৯ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫০ হাজার ৭৫৯ জন।

অন্যদিকে গতকাল ডেঙ্গুজ্বরে আক্রান্ত আরও ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এতে মোট মৃত্যুর সংখ্যা হলো ২১৬ জন।

মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত ডা. মো. জাহিদুল ইসলাম জানান, আক্রান্তদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৫ জন, মিটফোর্ড হাসপাতালে ১০৩ জন, ঢাকা শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৬৬ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫৮ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৯২ জন, কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে ৬৩ জন ভর্তি হয়েছে।

ঢাকার বাইরে চট্টগ্রামে ৯৮ জন, কক্সবাজারে ৪০ জন, ফরিদপুরে ৩০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৭২ জন ভর্তি আছে।

মাসিক তথ্যে জানা গেছে, চলতি মাসের গতকাল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৭৩৫ জন। আর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৭৫ জন। এর আগে অক্টোবর মাসে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৯৩২ জন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৮৬ জন।