জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষ

শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের জেলা পর্যায়ের প্রতিযোগিতা গতকাল শেষ হয়েছে।

শেষ দিনে টাঙ্গাইলে অনুষ্ঠিত ঢাকা বিভাগের অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে টাঙ্গাইলের সিয়াম ও টাঙ্গাইলের মীম আক্তার, ২০০ মিটার স্প্রিন্টে গোপালগঞ্জের তাইনুল আলম মোল্লা ও টাঙ্গাইলের মীম আক্তার, ৪০০ মিটার দৌড়ে গোপালগঞ্জের তাইনুল আলম মোল্লা ও টাঙ্গাইলের মীম আক্তার, ৮০০ মিটার দৌড়ে কিশোরগঞ্জের মাসুম মিয়া ও টাঙ্গাইলের বৃষ্টি আক্তার প্রথম হয়েছেন। ১৫০০ মিটার দৌড়ে গোপালগঞ্জের শাখাওয়াত ও গোপালগঞ্জের জুলেখা খানম, হাই জাম্পে গোপালগঞ্জের রহিম মোল্লা ও শরিয়তপুরের তানিয়া আক্তার, লং জাম্পে টাঙ্গাইলের তাজুল ইসলাম ও টাঙ্গাইলের শাহিদা আক্তার, শটপুটে কিশোরগঞ্জের রিফাত ভূঁইয়া ও টাঙ্গাইলের সামিয়া আক্তার প্রথম হয়েছেন।

বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান।

ঢাকায় শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত কারাতে ইভেন্টে একক কাতায় টাঙ্গাইলের তাসফিকুর রহমান, কুমি -৪৫ কেজি শ্রেণীতে নরসিংদীর ইসা আহমেদ, -৫০ কেজিতে নারায়ণগঞ্জের রায়ান খান,

-৫৫ কেজিতে গাজীপুরের হাবিবুর রহমান প্রথম, -৬০ কেজিতে মুন্সিগঞ্জের জুনায়েদ, -৬৭ কেজিতে গাজীপুরের আরাফাত, -৭৫ কেজিতে মুন্সিগঞ্জের ইয়াসিন, +৭৫ কেজিতে গাজীপুরের ইয়াসিন ইসলাম প্রথম হয়েছেন। তরুণী বিভাগে ফরিদপুরের সারাফ আনজুম, মুন্সিগঞ্জের ইভা আক্তার, টাঙ্গাইলের নুসরাত জাহান, ফরিদপুরের রিয়া, গাজীপুরের মণি আক্তার, নরসিংদীর নাসরিন আক্তার, নারায়ণগঞ্জের জান্নাতুল জারা উৎস গাজীপুরের রিতু নিজ নিজ বিভাগে প্রথম হন। খুলনা বিভাগে অ্যাথলেটিকস ইভেন্টের ১০০ মিটার দৌড়ে খুলনার ইমন হোসেন ও যশোরের ময়না, ২০০ মিটারে খুলনার ইমন হোসেন ও যশোরের আজমি, ৪০০ মিটারে খুলনার বোরহান উদ্দিন ও যশোরের আজমি, ৮০০ মিটারে নড়াইলের সিয়াম হোসেন ও নড়াইলের শায়লা খানম, ১৫০০ মিটারে নড়াইলের সিয়াম হোসেন ও নুপুর কর্মকার, শটপুটে খুলনার সামিউল ইসলাম ও ঝিনাইদহের জয়ীতা, হাই জাম্পে যশোরের ময়না খানম প্রথম হয়েছেন।

সকালে খুলনা জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।

গত ২-১০ জানুয়ারি অনুষ্ঠিত আন্তঃউপজেলা পর্যায়ে উন্নীত তরুণ ও তরুণীরা জেলা পর্বে অংশ নেন। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব।

মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩ , ০৯ মাঘ ১৪২৯, ২৯ জমাদিউল সানি ১৪৪৪

জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষ

ক্রীড়া বার্তা পরিবেশক

image

ঢাকা

শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের জেলা পর্যায়ের প্রতিযোগিতা গতকাল শেষ হয়েছে।

শেষ দিনে টাঙ্গাইলে অনুষ্ঠিত ঢাকা বিভাগের অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে টাঙ্গাইলের সিয়াম ও টাঙ্গাইলের মীম আক্তার, ২০০ মিটার স্প্রিন্টে গোপালগঞ্জের তাইনুল আলম মোল্লা ও টাঙ্গাইলের মীম আক্তার, ৪০০ মিটার দৌড়ে গোপালগঞ্জের তাইনুল আলম মোল্লা ও টাঙ্গাইলের মীম আক্তার, ৮০০ মিটার দৌড়ে কিশোরগঞ্জের মাসুম মিয়া ও টাঙ্গাইলের বৃষ্টি আক্তার প্রথম হয়েছেন। ১৫০০ মিটার দৌড়ে গোপালগঞ্জের শাখাওয়াত ও গোপালগঞ্জের জুলেখা খানম, হাই জাম্পে গোপালগঞ্জের রহিম মোল্লা ও শরিয়তপুরের তানিয়া আক্তার, লং জাম্পে টাঙ্গাইলের তাজুল ইসলাম ও টাঙ্গাইলের শাহিদা আক্তার, শটপুটে কিশোরগঞ্জের রিফাত ভূঁইয়া ও টাঙ্গাইলের সামিয়া আক্তার প্রথম হয়েছেন।

বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান।

ঢাকায় শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত কারাতে ইভেন্টে একক কাতায় টাঙ্গাইলের তাসফিকুর রহমান, কুমি -৪৫ কেজি শ্রেণীতে নরসিংদীর ইসা আহমেদ, -৫০ কেজিতে নারায়ণগঞ্জের রায়ান খান,

-৫৫ কেজিতে গাজীপুরের হাবিবুর রহমান প্রথম, -৬০ কেজিতে মুন্সিগঞ্জের জুনায়েদ, -৬৭ কেজিতে গাজীপুরের আরাফাত, -৭৫ কেজিতে মুন্সিগঞ্জের ইয়াসিন, +৭৫ কেজিতে গাজীপুরের ইয়াসিন ইসলাম প্রথম হয়েছেন। তরুণী বিভাগে ফরিদপুরের সারাফ আনজুম, মুন্সিগঞ্জের ইভা আক্তার, টাঙ্গাইলের নুসরাত জাহান, ফরিদপুরের রিয়া, গাজীপুরের মণি আক্তার, নরসিংদীর নাসরিন আক্তার, নারায়ণগঞ্জের জান্নাতুল জারা উৎস গাজীপুরের রিতু নিজ নিজ বিভাগে প্রথম হন। খুলনা বিভাগে অ্যাথলেটিকস ইভেন্টের ১০০ মিটার দৌড়ে খুলনার ইমন হোসেন ও যশোরের ময়না, ২০০ মিটারে খুলনার ইমন হোসেন ও যশোরের আজমি, ৪০০ মিটারে খুলনার বোরহান উদ্দিন ও যশোরের আজমি, ৮০০ মিটারে নড়াইলের সিয়াম হোসেন ও নড়াইলের শায়লা খানম, ১৫০০ মিটারে নড়াইলের সিয়াম হোসেন ও নুপুর কর্মকার, শটপুটে খুলনার সামিউল ইসলাম ও ঝিনাইদহের জয়ীতা, হাই জাম্পে যশোরের ময়না খানম প্রথম হয়েছেন।

সকালে খুলনা জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।

গত ২-১০ জানুয়ারি অনুষ্ঠিত আন্তঃউপজেলা পর্যায়ে উন্নীত তরুণ ও তরুণীরা জেলা পর্বে অংশ নেন। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব।