মুজিববর্ষ উদযাপনে পৃথিবীর মানুষ জানতে পেরেছে পররাষ্ট্রমন্ত্রী

বিশ্বব্যাপী ‘মুজিববর্ষ’ উৎযাপনের ফলে পৃথিবীর মানুষ বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে জানতে পারবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২০ এর ‘উদ্ভাবক ও উদ্যোক্তা : ভবিষ্যৎ বাংলাদেশের চালিকাশক্তি’ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নেয়ার পর দেশের অর্থনৈতিক কাঠামোর ব্যাপক পরিবর্তন হয়েছে। আর সেই পরিবর্তন বা আমাদের সরকারের অর্জনগুলো মুজিববর্ষে বিশ্ববাসীর কাছে তুলে ধরব। এতে আমাদের ব্র্যান্ডিং হবে।

বাংলাদেশের অর্থনীতি আর দরিদ্র নয় মন্তব্য করে মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো লিডার পেয়ে সত্যিই আমরা ভাগ্যবান তিনি যে কোন বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেন। তার এই দুরদর্শিতার কারণে এখন আমাদের অর্থনীতি আর দরিদ্র নয়।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী তার কর্মপরিকল্পনা তথা কূটনৈতিক অর্থনীতির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, আমি দায়িত্ব নেয়ার পর ইকোনমিক ডিপ্লোম্যাসি ও পাবলিক ডিপ্লোম্যাসিতে এক্সপোর্ট, বিনিয়োগ, জনশক্তি তৈরিতে জোর দিয়েছি। স্কিল ডেভেলপমেন্ট করতে পারলে বদলে যাবে অর্থনীতি।

মোমেন বলেন, আমরা দূতাবাস অ্যাপস তৈরি করেছি। সেই অ্যাপসের মাধ্যমে ৩৪ ধরনের সেবা পাবেন প্রবাসীরা।

আরও খবর
বৃহত্তর জুমার নামাজ আদায়
কমছে পিয়াজের দাম
বঙ্গবন্ধুর জীবনাদর্শে শিশুদের উজ্জীবিত করতে হবে স্পিকার
বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ ভারতীয় সহকারী হাইকমিশনার
নির্বাচন-পূজা বিষয়টি ইসির অধীনে স্বরাষ্ট্রমন্ত্রী
স্মৃতির আয়নায় বিউটি বোর্ডিং
সাহিত্য ও সংস্কৃতির দুই বাংলার ১৬ গুণী ব্যক্তিকে সম্মাননা দেয়া হবে
নাটক নৃত্য ও ঐতিহ্যবাহী পালাগান আজ
বগুড়ায় জমজমাট পিঠা উৎসব
এশিয়ান টিভির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
তারিখ পরিবর্তন না করলে ভোট বর্জন করবে হিন্দু মহাজোট
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি বোর্ড পুনর্গঠন
চিকিৎসা সেবার নামে চলছে চরম অনিয়ম
গণমাধ্যমে লিখেছিল ভেবেছি অতিরঞ্জিত নিহতের স্বামী
কক্সবাজার শহরের সড়কে পচা দুর্গন্ধ পানি

শনিবার, ১৮ জানুয়ারী ২০২০ , ৪ মাঘ ১৪২৬, ২০ জমাদিউল আউয়াল ১৪৪১

মুজিববর্ষ উদযাপনে পৃথিবীর মানুষ জানতে পেরেছে পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক বার্তা পরিবেশক

বিশ্বব্যাপী ‘মুজিববর্ষ’ উৎযাপনের ফলে পৃথিবীর মানুষ বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে জানতে পারবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২০ এর ‘উদ্ভাবক ও উদ্যোক্তা : ভবিষ্যৎ বাংলাদেশের চালিকাশক্তি’ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নেয়ার পর দেশের অর্থনৈতিক কাঠামোর ব্যাপক পরিবর্তন হয়েছে। আর সেই পরিবর্তন বা আমাদের সরকারের অর্জনগুলো মুজিববর্ষে বিশ্ববাসীর কাছে তুলে ধরব। এতে আমাদের ব্র্যান্ডিং হবে।

বাংলাদেশের অর্থনীতি আর দরিদ্র নয় মন্তব্য করে মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো লিডার পেয়ে সত্যিই আমরা ভাগ্যবান তিনি যে কোন বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেন। তার এই দুরদর্শিতার কারণে এখন আমাদের অর্থনীতি আর দরিদ্র নয়।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী তার কর্মপরিকল্পনা তথা কূটনৈতিক অর্থনীতির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, আমি দায়িত্ব নেয়ার পর ইকোনমিক ডিপ্লোম্যাসি ও পাবলিক ডিপ্লোম্যাসিতে এক্সপোর্ট, বিনিয়োগ, জনশক্তি তৈরিতে জোর দিয়েছি। স্কিল ডেভেলপমেন্ট করতে পারলে বদলে যাবে অর্থনীতি।

মোমেন বলেন, আমরা দূতাবাস অ্যাপস তৈরি করেছি। সেই অ্যাপসের মাধ্যমে ৩৪ ধরনের সেবা পাবেন প্রবাসীরা।