নমুনা পরীক্ষায় বিলম্ব ফলাফলে বাড়ছে করোনা আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাস পরীক্ষায় নমুনা জমা দেয়ার ৭ থেকে ১০ দিন পর আসে ফলাফল। এই সময়ে আক্রান্ত সন্দেহে থাকা লোকজন ফলাফলের অপেক্ষায় না থেকে অবাধে ঘুরে বেড়াচ্ছেন। আর এতে ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এমনটাই ধারণা সবার। ইতোমধ্যে জেলা সদর এবং নবীনগর ও কসবা পৌরসভার ১২টি মহল্লায় লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪শ’। এ অবস্থায় দ্রুত নমুনা পরীক্ষার ফলাফল জানতে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পিসিআর ল্যাব প্রতিষ্ঠার দাবি জোরালো হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে হচ্ছে লেখালেখি। এই দাবিতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের অ্যাডভোকেসি টিমের উদ্যোগে গত রোববার অনুষ্ঠিত হয়েছে ভার্চুয়াল সমাবেশ।

ওইদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সমাবেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কুমিল্লা অঞ্চলের সমন্বয়ক আবুল বাশারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিএম মোমিনুল হক, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক মো. মনির হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা মহিলা দল নেত্রী শামীমা বাছির স্মৃতি, আখাউড়া উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাত পারভীন স্মৃতি, জেলা জাতীয় পার্টির নেতা আবু কাউসার খান, জাতীয় মহিলা পার্টির নেত্রী অ্যাডভোকেট শিখা আক্তার, জেলা ছাত্রদল সভাপতি শেখ হাফিজউল্লাহ, সাবেক ছাত্রলীগ নেতা আনিসুর রহমান রনি, মিনহাজ মামুন, ছাত্রদল নেতা সাঈদ হোসেন সানী, ড্রিম ফর ডিসএবলিটি ফাউন্ডেশন পরিচালক হেদায়েতুল আজিজ মুন্না, শতকুড়ি ফাউন্ডেশন পরিচালক ডা. জান্নাত রায়হানা, সমাজকর্মী আবদুল মুকিত। জেলার সিভিল সার্জন মো. একরামুল্লাহ জানিয়েছেন- তারা পিসিআর ল্যাব প্রতিষ্ঠার জন্যে ১৬ মে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। তাছাড়া এ ব্যাপারে প্রতিদিনই জেলার দায়িত্বপ্রাপ্ত সচিবের সঙ্গে তারা যোগাযোগ রক্ষা করছেন। তিনি বলেন- নমুনা পরীক্ষার ফলাফল যাতে দ্রুত পাওয়া যায় সে ব্যাপারেও আমরা যোগাযোগ করছি, মৌখিক এবং লিখিতভাবে। তিনি বলেন, এখন নমুনা বেড়ে গেছে। অনেকে অপ্রয়োজনে নমুনা দিচ্ছেন। এরপর ঘুরাফেরা করছেন। কারা নমুনা দেবেন সে ব্যাপারে সরকারি নির্দেশনা রয়েছে। আমরা আমাদের ফেসবুক পেজে তা দিয়েছি। উপসর্গ নিয়ে যারা নমুনা দেবেন, তারা নমুনা দেয়ার পর থেকে হোম কোয়ারেন্টিনে থাকবেন।

আরও খবর
ইস্পাত কঠিন ঐক্য ও সচেতনতার প্রাচীর গড়ে আমরা আবার ফিরে পাবো চিরচেনা জগৎ : কাদের
আস্থা রাখুন বাংলাদেশ হার মানবে না : প্রধানমন্ত্রী
একজন বিশ্বস্ত বন্ধুর বিদায়
সিলেটের সাবেক মেয়র কামরানের মৃত্যু
বন্দুকযুদ্ধে ধর্ষক নিহত
সৌদি থেকে ফিরতে আগ্রহীদের আনা হবে পর্যায়ক্রমে
এবারের বাজেট মানবিক বাজেট : সংসদে অর্থমন্ত্রী
যুবলীগের চেষ্টায় বদলে গেল আখাউড়া হাসপাতাল
নকল ওষুধ তৈরির কারখানা : দশ কোটি টাকার ওষুধ জব্দ
টিআইবির অনেক রিপোর্টই একপেশে তথ্যমন্ত্রী
ডাক্তার নেই, এক্সরে মেশিন নষ্ট : করোনা আক্রান্ত ৪৩৯
করোনায় আরও দুই পুলিশ সদস্যের মৃত্যু
একদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অন্যদিকে চলছে দখল প্রতিযোগিতা

মঙ্গলবার, ১৬ জুন ২০২০ , ২ আষাঢ় ১৪২৭, ২৩ শাওয়াল ১৪৪

ব্রাহ্মণবাড়িয়া

নমুনা পরীক্ষায় বিলম্ব ফলাফলে বাড়ছে করোনা আক্রান্ত

জেলা বার্তা পরিবেশক, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাস পরীক্ষায় নমুনা জমা দেয়ার ৭ থেকে ১০ দিন পর আসে ফলাফল। এই সময়ে আক্রান্ত সন্দেহে থাকা লোকজন ফলাফলের অপেক্ষায় না থেকে অবাধে ঘুরে বেড়াচ্ছেন। আর এতে ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এমনটাই ধারণা সবার। ইতোমধ্যে জেলা সদর এবং নবীনগর ও কসবা পৌরসভার ১২টি মহল্লায় লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪শ’। এ অবস্থায় দ্রুত নমুনা পরীক্ষার ফলাফল জানতে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পিসিআর ল্যাব প্রতিষ্ঠার দাবি জোরালো হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে হচ্ছে লেখালেখি। এই দাবিতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের অ্যাডভোকেসি টিমের উদ্যোগে গত রোববার অনুষ্ঠিত হয়েছে ভার্চুয়াল সমাবেশ।

ওইদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সমাবেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কুমিল্লা অঞ্চলের সমন্বয়ক আবুল বাশারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিএম মোমিনুল হক, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক মো. মনির হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা মহিলা দল নেত্রী শামীমা বাছির স্মৃতি, আখাউড়া উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাত পারভীন স্মৃতি, জেলা জাতীয় পার্টির নেতা আবু কাউসার খান, জাতীয় মহিলা পার্টির নেত্রী অ্যাডভোকেট শিখা আক্তার, জেলা ছাত্রদল সভাপতি শেখ হাফিজউল্লাহ, সাবেক ছাত্রলীগ নেতা আনিসুর রহমান রনি, মিনহাজ মামুন, ছাত্রদল নেতা সাঈদ হোসেন সানী, ড্রিম ফর ডিসএবলিটি ফাউন্ডেশন পরিচালক হেদায়েতুল আজিজ মুন্না, শতকুড়ি ফাউন্ডেশন পরিচালক ডা. জান্নাত রায়হানা, সমাজকর্মী আবদুল মুকিত। জেলার সিভিল সার্জন মো. একরামুল্লাহ জানিয়েছেন- তারা পিসিআর ল্যাব প্রতিষ্ঠার জন্যে ১৬ মে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। তাছাড়া এ ব্যাপারে প্রতিদিনই জেলার দায়িত্বপ্রাপ্ত সচিবের সঙ্গে তারা যোগাযোগ রক্ষা করছেন। তিনি বলেন- নমুনা পরীক্ষার ফলাফল যাতে দ্রুত পাওয়া যায় সে ব্যাপারেও আমরা যোগাযোগ করছি, মৌখিক এবং লিখিতভাবে। তিনি বলেন, এখন নমুনা বেড়ে গেছে। অনেকে অপ্রয়োজনে নমুনা দিচ্ছেন। এরপর ঘুরাফেরা করছেন। কারা নমুনা দেবেন সে ব্যাপারে সরকারি নির্দেশনা রয়েছে। আমরা আমাদের ফেসবুক পেজে তা দিয়েছি। উপসর্গ নিয়ে যারা নমুনা দেবেন, তারা নমুনা দেয়ার পর থেকে হোম কোয়ারেন্টিনে থাকবেন।