সারাদেশে লুটপাট-দুর্নীতি বন্ধে ঐক্যের ডাক

গণসংহতি আন্দোলনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের চাষাঢ়ায় বিজয় স্তম্ভে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে প্রাণ হারানো বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা শাখার নেতারা। পরে মিছিল নিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সমন্বয়কারী তরিকুল সুজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর কমিটির আহ্বায়ক পপি রানী সরকার, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সদস্য সচিব মাহমুদ কলি হারুন, বন্দর থানা কমিটির আহ্বায়ক কাওসার হামিদ, যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন। ফতুল্লা থানা কমিটির আহ্বায়ক মশিউর রহমান রিচার্ডের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি শুভ দেব, মহানগর কমিটির আহ্বায়ক ফারহানা মানিক মুনা প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশে দুর্নীতি, লুটপাট, দমন, নিপীড়ন চলছে। আইনশৃঙ্খলা বাহিনী ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকা- চালাচ্ছে। দেশ ও জনজীবন রক্ষায় গণতান্ত্রিক রাষ্ট্র ও সংবিধান প্রতিষ্ঠায় বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানান নেতারা।

তরিকুল সুজন বলেন, সরকারি চাকরিজীবীদের বাইরে বাংলাদেশের কেউ ভালো নেই। বাজারে ৬০ টাকার নিচে কোন সবজি নেই। অন্যদিকে কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। সিন্ডিকেটের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। সাম্প্রতিক সময়ে বিচার বহির্ভূত হত্যাকা- অহরহ ঘটছে। এর কোন বিচার নেই। বিচার তো দূরের কথা নারায়ণগঞ্জে জীবিত স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগে তিনজন মানুষ জেলে। মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে তাদের। রিমান্ডে জিজ্ঞাসাবাদের নামে পুলিশ কীভাবে নির্যাতন চালায় তা মানুষের অজানা নয়। মানুষের জনজীবন ও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। কিন্তু তারা তা করছেন না। কক্সবাজারে ১৪৪ ক্রসফায়ারের মাধ্যমে কোটি টাকা কামিয়েছে পুলিশ। থানাকে অর্থ সংগ্রহের কাজে ব্যবহার করছেন। আইনশৃঙ্খলা বাহিনী র‌্যাবের সদস্যরা কোটি টাকা নিয়ে সাত খুন করে। রাষ্ট্রীয় বাহিনী এখন ভাড়ায় খাটছে।

বিগত সংসদ নির্বাচন প্রক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন, মানুষ এখন ইলেকশন দিনে নাকি রাতে হবে সেটা জানতে চায়। আওয়ামী লীগকে কেউ ক্ষমতায় বসায়নি, তারা জোরপূর্বক ক্ষমতায় রয়ে গেছে। ফলে যারা সরকারে আছেন তারা কেউ জনগণের দায়িত্ব গ্রহণ করছেন না। মানুষ তার ক্ষোভ-অসন্তোষের কথা বলতেও পারছে না। বললেই ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে ব্যর্থ সরকার।

দেশের সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গণসংহতি আন্দোলনের এই নেতা বলেন, অধিকার আদায়ের লক্ষে জনগণ ঐক্যবদ্ধ হলে এই বিচারহীনতা, বিচার বহির্ভূত হত্যাকান্ড, নির্যাতন, লুটপাট রুখে দেওয়া যাবে।

সমাবেশ শেষে সন্ধ্যায় শহরের সাধু পৌলের গীর্জার গলিতে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

আরও খবর
দক্ষিণাঞ্চলের ২১ জেলায় বিদ্যুৎ বিপর্যয়
আ’লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ
করোনায় একদিনে মৃত্যু ৪ আক্রান্ত ৬৭
সাংবাদিক-সাহিত্যিক রাহাত খানের প্রতি শেষ শ্রদ্ধা
হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া আসামি কয়েক ঘণ্টায় আটক
শিক্ষার মানোন্নয়নে সুলতান মোল্লা স্কুলে কাজ করবে গুড নেইবারস
খাগড়াছড়ির মাটিরাঙ্গা তাইন্দংয়ে পর্যটনের নতুন সম্ভাবনা ভগবান টিলা
রাতে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে : নৌমন্ত্রী
সিলেটে ক্রিসেন্ট ব্লাড ব্যাংকের আড়ালে অবৈধ রক্ত ব্যবসা
ছাত্রী যৌন হয়রানির অভিযোগ : বিয়াম স্কুলের ২ শিক্ষক বরখাস্ত তদন্ত কমিটি গঠন
দুর্নীতির দায়ে প্রধান শিক্ষকের বেতন বন্ধ সভাপতি পলাতক আসামি
শামুক ভাঙায় লাভবান চিংড়ি খামারি, ঠকছেন নারীরা

রবিবার, ৩০ আগস্ট ২০২০ , ১০ মহররম ১৪৪২, ১৪ ভাদ্র ১৪২৭

না’গঞ্জে গণসংহতি আন্দোলনের সমাবেশ

সারাদেশে লুটপাট-দুর্নীতি বন্ধে ঐক্যের ডাক

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

গণসংহতি আন্দোলনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের চাষাঢ়ায় বিজয় স্তম্ভে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে প্রাণ হারানো বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা শাখার নেতারা। পরে মিছিল নিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সমন্বয়কারী তরিকুল সুজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর কমিটির আহ্বায়ক পপি রানী সরকার, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সদস্য সচিব মাহমুদ কলি হারুন, বন্দর থানা কমিটির আহ্বায়ক কাওসার হামিদ, যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন। ফতুল্লা থানা কমিটির আহ্বায়ক মশিউর রহমান রিচার্ডের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি শুভ দেব, মহানগর কমিটির আহ্বায়ক ফারহানা মানিক মুনা প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশে দুর্নীতি, লুটপাট, দমন, নিপীড়ন চলছে। আইনশৃঙ্খলা বাহিনী ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকা- চালাচ্ছে। দেশ ও জনজীবন রক্ষায় গণতান্ত্রিক রাষ্ট্র ও সংবিধান প্রতিষ্ঠায় বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানান নেতারা।

তরিকুল সুজন বলেন, সরকারি চাকরিজীবীদের বাইরে বাংলাদেশের কেউ ভালো নেই। বাজারে ৬০ টাকার নিচে কোন সবজি নেই। অন্যদিকে কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। সিন্ডিকেটের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। সাম্প্রতিক সময়ে বিচার বহির্ভূত হত্যাকা- অহরহ ঘটছে। এর কোন বিচার নেই। বিচার তো দূরের কথা নারায়ণগঞ্জে জীবিত স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগে তিনজন মানুষ জেলে। মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে তাদের। রিমান্ডে জিজ্ঞাসাবাদের নামে পুলিশ কীভাবে নির্যাতন চালায় তা মানুষের অজানা নয়। মানুষের জনজীবন ও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। কিন্তু তারা তা করছেন না। কক্সবাজারে ১৪৪ ক্রসফায়ারের মাধ্যমে কোটি টাকা কামিয়েছে পুলিশ। থানাকে অর্থ সংগ্রহের কাজে ব্যবহার করছেন। আইনশৃঙ্খলা বাহিনী র‌্যাবের সদস্যরা কোটি টাকা নিয়ে সাত খুন করে। রাষ্ট্রীয় বাহিনী এখন ভাড়ায় খাটছে।

বিগত সংসদ নির্বাচন প্রক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন, মানুষ এখন ইলেকশন দিনে নাকি রাতে হবে সেটা জানতে চায়। আওয়ামী লীগকে কেউ ক্ষমতায় বসায়নি, তারা জোরপূর্বক ক্ষমতায় রয়ে গেছে। ফলে যারা সরকারে আছেন তারা কেউ জনগণের দায়িত্ব গ্রহণ করছেন না। মানুষ তার ক্ষোভ-অসন্তোষের কথা বলতেও পারছে না। বললেই ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে ব্যর্থ সরকার।

দেশের সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গণসংহতি আন্দোলনের এই নেতা বলেন, অধিকার আদায়ের লক্ষে জনগণ ঐক্যবদ্ধ হলে এই বিচারহীনতা, বিচার বহির্ভূত হত্যাকান্ড, নির্যাতন, লুটপাট রুখে দেওয়া যাবে।

সমাবেশ শেষে সন্ধ্যায় শহরের সাধু পৌলের গীর্জার গলিতে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।