নেত্রকোনায় ট্রলারডুবি : ১০ লাশ উদ্ধার, শিশুই বেশি

নেত্রকোনার কলমাকান্দায় গোমাই নদীতে ট্রলার ডুবে ১০ জনেরে মৃত্যু হয়েছে। গতকাল সকালে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর থেকে একটি যাত্রীবোঝাই ট্রলার ছেড়ে আসে নেত্রকোনার ঠাকুরোকোনার উদ্দেশে। কলমাকান্দার খড়স্রোতা গোমাই নদী দিয়ে বড়খাপন ইউনিয়নের রাজনগর এলাকায় এসে একটি বোলগেটকে ওভারটেক করার সময় দুটির সংঘর্ষে উল্টে গিয়ে ট্রলারটি ডুবে যায়। এতে থাকা প্রায় সব যাত্রীই পানিতে পড়ে যান। তাদের মধ্যে ৫ নারী ও ৫ শিশুর লাশ স্থানীয়রা উদ্ধার করে। তাদের মধ্যে ৭ জন মধ্যনগর এলাকার ২ জন ধর্মপাশা ও একজন নারী নেত্রকোনার মেদনী ইউনিয়নের বাসিন্দা। স্থানীয়দের দাবি আরও দু’জন নিখোঁজ রয়েছে। ট্রলার চালককে আটক করা যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সুনামগঞ্জের মধ্যনগর থেকে কলমাকান্দার ফরহাদ মেম্বারের ট্রলারটি যাত্রী নিয়ে কলমাকান্দার উদ্দেশে ছেড়ে যায় ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রীবোঝাই করে। কোন নিয়ম-কানুন না মেনেই এসব যাত্রী তুলে আবার বোলগেটকে (বালুবাহী বড় স্টিলের ট্রলার) ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে মো. রাকিবুল হাছান (২), লুৎফুর নাহার (২৫), হামিদা (৫০), সুলতানা বেগম (৪০), মোজাহিদুল ইসলাম (৩), লাকী আক্তার (৩০), টুম্পা (৪), জাহিদ মিয়া (২), অনিক (৫), এবং মজিদা বেগম (৫০) এর লাশ উদ্ধার করে। নিখোঁজ দু’জন হচ্ছে- মনিরা আক্তার (৫) ও রতন মিয়া (৩৫)।

পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী জানান, এখনো কাউকে আটক করা হয়নি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এদিকে লাশ দাফনের জন্য নেত্রকোনা জেলা প্রশাসক কাজী আবদুর রহমান ও সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. আবদুল আহাদ যৌথভাবে নিহতদের পরিবারকে নগদ ২০ হাজার করে অর্থ প্রদান করেন।

image

ট্রলারডুবিতে নিহতদের স্বজনের কান্না

আরও খবর
এসআই জাহিদসহ ৩ পুলিশের যাবজ্জীবন
গ্যাস লিকেজ থেকে মসজিদে বিস্ফোরণ
ইউএনও ওয়াহিদার ওপর হামলায় জড়িতদের অবশ্যই শাস্তি হবে প্রধানমন্ত্রী
দেশে করোনায় একদিনে আরও ৪১ জনের মৃত্যু
অনুমতি ছাড়া কোন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা যাবে না
একাদশ শ্রেণীতে ভর্তির সময় ২ দিন বেড়েছে
বিস্ফোরণে হতাহতদের প্রতি পরিবারকে ৫ লাখ করে টাকা দেয়ার নির্দেশ
ব্যাংকগুলোকে সতর্ক থাকার নির্দেশ, লেনদেন বন্ধ নয়
অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের ট্রায়াল বিরতি
সিনহা হত্যা তদন্তকে প্রভাবিত করুক এটা চাই না : স্বরাষ্ট্রমন্ত্রী
শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে বিভ্রান্তি
জাহিদের নির্যাতনে মৃত্যু হয় ঝুট ব্যবসায়ী সুজনের
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৮ জন
নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্প মনোনীত

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ , ২০ মহররম ১৪৪২, ২২ ভাদ্র ১৪২৭

নেত্রকোনায় ট্রলারডুবি : ১০ লাশ উদ্ধার, শিশুই বেশি

প্রতিনিধি, নেত্রকোনা

image

ট্রলারডুবিতে নিহতদের স্বজনের কান্না

নেত্রকোনার কলমাকান্দায় গোমাই নদীতে ট্রলার ডুবে ১০ জনেরে মৃত্যু হয়েছে। গতকাল সকালে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর থেকে একটি যাত্রীবোঝাই ট্রলার ছেড়ে আসে নেত্রকোনার ঠাকুরোকোনার উদ্দেশে। কলমাকান্দার খড়স্রোতা গোমাই নদী দিয়ে বড়খাপন ইউনিয়নের রাজনগর এলাকায় এসে একটি বোলগেটকে ওভারটেক করার সময় দুটির সংঘর্ষে উল্টে গিয়ে ট্রলারটি ডুবে যায়। এতে থাকা প্রায় সব যাত্রীই পানিতে পড়ে যান। তাদের মধ্যে ৫ নারী ও ৫ শিশুর লাশ স্থানীয়রা উদ্ধার করে। তাদের মধ্যে ৭ জন মধ্যনগর এলাকার ২ জন ধর্মপাশা ও একজন নারী নেত্রকোনার মেদনী ইউনিয়নের বাসিন্দা। স্থানীয়দের দাবি আরও দু’জন নিখোঁজ রয়েছে। ট্রলার চালককে আটক করা যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সুনামগঞ্জের মধ্যনগর থেকে কলমাকান্দার ফরহাদ মেম্বারের ট্রলারটি যাত্রী নিয়ে কলমাকান্দার উদ্দেশে ছেড়ে যায় ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রীবোঝাই করে। কোন নিয়ম-কানুন না মেনেই এসব যাত্রী তুলে আবার বোলগেটকে (বালুবাহী বড় স্টিলের ট্রলার) ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে মো. রাকিবুল হাছান (২), লুৎফুর নাহার (২৫), হামিদা (৫০), সুলতানা বেগম (৪০), মোজাহিদুল ইসলাম (৩), লাকী আক্তার (৩০), টুম্পা (৪), জাহিদ মিয়া (২), অনিক (৫), এবং মজিদা বেগম (৫০) এর লাশ উদ্ধার করে। নিখোঁজ দু’জন হচ্ছে- মনিরা আক্তার (৫) ও রতন মিয়া (৩৫)।

পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী জানান, এখনো কাউকে আটক করা হয়নি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এদিকে লাশ দাফনের জন্য নেত্রকোনা জেলা প্রশাসক কাজী আবদুর রহমান ও সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. আবদুল আহাদ যৌথভাবে নিহতদের পরিবারকে নগদ ২০ হাজার করে অর্থ প্রদান করেন।