হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল পাস

জাতীয় সংসদে গতকাল হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল, ২০২০ সংশোধিত আকারে পাস হয়েছে। গতকাল একাদশ জাতীয় সংসদের ৫ম (শেষ) কার্যদিবসে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিলটি পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

বিলের ওপর বিরোধী দলীয় কয়েকজন সদস্য জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে কয়েকটি সংশোধনী গ্রহণ করা হয়। বাকী প্রস্তাবগুলো কন্ঠভোটে নাকচ হয়ে যায়। নতুন প্রযুক্তি উদ্ভাবনে কৃষি, বিজ্ঞান, প্রযুক্তি শিক্ষা সম্প্রসারণে প্রয়োজনীয় বিধান করে এ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে। বিলে এ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, সংশ্লিষ্ট বিষয়ে একাধিক গবেষণা ইনস্টিটিউট স্থাপন, অনুষদ, বিভাগ, উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্টার, ডিনসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, প্রশাসন পরিচালনা, আয়, তহবিল, বাজেট, হিসাবসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়েছে।

আরও খবর
চার দশকে বিশ্বের দুই-তৃতীয়াংশ বণ্যপ্রাণীর প্রাণনাশ
ভাসানচর নয় স্বদেশে ফিরতে চায় রোহিঙ্গারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওয়াহিদুজ্জামান চাকরিচ্যুত
অস্ট্রেলিয়ায় পাচারের ট্রানজিট বেছে নেয়া হয় বাংলাদেশ
বহির্বিভাগে সেবাপ্রাপ্তির অ্যাপয়েন্টমেন্ট অনলাইনে
সাহেদের অস্ত্র মামলার সাক্ষ্যগ্রহণ শুরু
অচলাবস্থার ৮ দিন পর ফেরি চলাচল শুরু হচ্ছে আজ
শিশু-উদ্ধার : দুই অপহরণকারী গ্রেফতার
জঙ্গি সন্দেহে ৪ জন গ্রেফতার
সাবেক এমপি শামছুল হকসহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলা
সাবরিনা-আরিফসহ ৮ জনের বিরুদ্ধে মামলায় আরও দু’জনের সাক্ষ্য
বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ৩
সড়ক দুর্ঘটনায় শিক্ষক পুলিশসহ নিহত ৩

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০ , ২১ মহররম ১৪৪২, ২৩ ভাদ্র ১৪২৭

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল পাস

নিজস্ব বার্তা পরিবেশক |

জাতীয় সংসদে গতকাল হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল, ২০২০ সংশোধিত আকারে পাস হয়েছে। গতকাল একাদশ জাতীয় সংসদের ৫ম (শেষ) কার্যদিবসে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিলটি পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

বিলের ওপর বিরোধী দলীয় কয়েকজন সদস্য জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে কয়েকটি সংশোধনী গ্রহণ করা হয়। বাকী প্রস্তাবগুলো কন্ঠভোটে নাকচ হয়ে যায়। নতুন প্রযুক্তি উদ্ভাবনে কৃষি, বিজ্ঞান, প্রযুক্তি শিক্ষা সম্প্রসারণে প্রয়োজনীয় বিধান করে এ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে। বিলে এ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, সংশ্লিষ্ট বিষয়ে একাধিক গবেষণা ইনস্টিটিউট স্থাপন, অনুষদ, বিভাগ, উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্টার, ডিনসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, প্রশাসন পরিচালনা, আয়, তহবিল, বাজেট, হিসাবসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়েছে।