সমন্বিত প্রচেষ্টায় ডেঙ্গু ও বন্যার চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার ডেঙ্গু প্রতিরোধ এবং বন্যা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এই চ্যালেঞ্জ অনতিক্রম্য নয়। সমন্বিতভাবে চেষ্টার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা হবে এবং বন্যার ক্ষতি কমিয়ে আনা হবে। আওয়ামী লীগ ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামীকাল থেকে তিন দিনব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচি পালন করবে বলেও জানান তিনি। গতকাল রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকম-লীর সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে ওবায়দুল কাদেরের সভাপতিত্বে দলের সম্পাদকম-লীর সভা অনুষ্ঠিত হয়। লন্ডন থেকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিওকল করে সভায় যোগ দিয়ে দলের নেতাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম ও উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়–য়া প্রমুখ।

প্রধানমন্ত্রীর ভিডিওকলের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, লন্ডনে চিকিৎসাধীন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিওকলের মাধ্যমে গতকালের (আজ) সম্পাদকম-লীর সভায় যোগ দিয়েছেন। তিনি প্রায় ২৫ মিনিট দলীয় নেতাদের সঙ্গে সামগ্রিক বিষয়ে আলোচনা করেন। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন থেকে ডেঙ্গু দমনে সার্বক্ষণিকভাবে প্রতিটি বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছেন। সরকার সমন্বিতভাবে ডেঙ্গু দমনে কাজ করে যাচ্ছে। ডেঙ্গু দমনে আওয়ামী লীগের তিন দিনব্যাপী কর্মসূচির বিষয়ে তিনি বলেন, জনসচেতনতা বৃদ্ধিতে আগামী ৩১ জুলাই থেকে সারাদেশে শুরু হতে যাওয়া এই কর্মসূচিতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে এবং লিফলেট বিতরণ করা হবে।

ডেঙ্গু মোকাবিলায় দুই সিটি করপোরেশনে মেয়রের আন্তরিকতার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তারা এখন কাজ করছে। আমাদের প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের মেয়র, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে প্রতিনিয়ত কথা বলছেন। অপর এক প্রশ্নের জবাবে কাদের বলেন, দেশে যেকোন জরুরি বিষয়ে প্রধানমন্ত্রী কথা বলেন, এবারও বলেছেন। এটাই স্বাভাবিক। তার কথা সবাইকে উৎসাহিত করে।

উপজেলা নির্বাচনে বিদ্রোহীদের এবং বিদ্রোহে মদদদাতাদের শোকজ, দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত বলবৎ আছে বলে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বন্যার কারণে আমরা যাচাই-বাছাইয়ের জন্য সময় নিচ্ছি। প্রক্রিয়াটা কোনভাবেই স্থগিত বা বাদ হচ্ছে না। প্রক্রিয়া শেষ হলে আমরা ইমপ্লিমেনটেশনে যাব।

যুগ্মসচিবের গাড়ির জন্য ফেরি আটকে রাখায় এক কিশোরের মৃত্যুর ঘটনায় সরকারের প্রতিক্রিয়া জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন যে যত ক্ষমতাশালী কিংবা প্রভাবশালী হোন না কেন, সে আমাদের দলের হোক বা সরকারের হোক, কেউ অন্যায় করে পার পাবেন না। প্রত্যেকটা বিষয়ে তদন্ত হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে। যদি কেউ অন্যায় করেন, তাকে শাস্তির মুখোমুখি হতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে

আ’লীগের ৩ দিনব্যাপী কর্মসূচি

এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বর প্রতিরোধে সারাদেশে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী এক পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃত্বে দেশের সব জেলা, উপজেলা ও ইউনিয়নে আগামীকাল ৩১ জুলাই এবং ২ ও ৩ আগস্ট বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এই পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হবে। গতকাল দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় ‘পরিষ্কার রাখি চারপাশের পরিবেশ, গড়ে তুলি পরিচ্ছন্ন সমাজ ও ডেঙ্গুগুমুক্ত বাংলাদেশ’ শীর্ষক ৩ দিনব্যাপী এই কর্মসূচি সারাদেশে পালন করা হবে। আওয়ামী লীগের জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃত্বে সারাদেশে একযোগে এই কর্মসূচি পালিত হবে। দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহও এই কর্মসূচিতে অংশ গ্রহণ করবে।

আরও খবর
ভেঙে পড়ছে হাসপাতালের সেবা ব্যবস্থাপনা
মায়ানমারকে ২৫ হাজার রোহিঙ্গার নতুন তালিকা দিল বাংলাদেশ
‘ভুল মশার ওপর পরীক্ষায় ওষুধ কার্যকর হচ্ছে না’
বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামিম কবির আর নেই
বিভিন্ন সংগঠনের শোক
স্কয়ারসহ তিন হাসপাতাল কর্তৃপক্ষকে তলব
মিল্কভিটা দুধ বিপণনে বাধা নেই
পানির দরে দুধ খামারিরা বিপাকে
বাংলাদেশে সবচেয়ে কম মানুষ ডেঙ্গুতে আক্রান্ত
ডেঙ্গুর ওষুধ সরবরাহ নিশ্চিতে পদক্ষেপ
২৪ ঘণ্টায় আরও ১০৯৬ জন আক্রান্ত মৃত্যু ৩ মৃত্যু ৩
বিদেশি গুঁড়োদুধ যেন বাজার দখল করতে না পারে
আসেনি শৃঙ্খলা কমেনি দুর্ঘটনা
দুই আসামির যাবজ্জীবন
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
মামলা হয়নি হেলমেটধারী হামলাকারীদের বিরুদ্ধে

মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯ , ১৫ শ্রাবন ১৪২৫, ২৬ জিলকদ ১৪৪০

ভিডিওকলে শেখ হাসিনার নির্দেশনা

সমন্বিত প্রচেষ্টায় ডেঙ্গু ও বন্যার চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে : কাদের

নিজস্ব বার্তা পরিবেশক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার ডেঙ্গু প্রতিরোধ এবং বন্যা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এই চ্যালেঞ্জ অনতিক্রম্য নয়। সমন্বিতভাবে চেষ্টার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা হবে এবং বন্যার ক্ষতি কমিয়ে আনা হবে। আওয়ামী লীগ ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামীকাল থেকে তিন দিনব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচি পালন করবে বলেও জানান তিনি। গতকাল রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকম-লীর সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে ওবায়দুল কাদেরের সভাপতিত্বে দলের সম্পাদকম-লীর সভা অনুষ্ঠিত হয়। লন্ডন থেকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিওকল করে সভায় যোগ দিয়ে দলের নেতাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম ও উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়–য়া প্রমুখ।

প্রধানমন্ত্রীর ভিডিওকলের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, লন্ডনে চিকিৎসাধীন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিওকলের মাধ্যমে গতকালের (আজ) সম্পাদকম-লীর সভায় যোগ দিয়েছেন। তিনি প্রায় ২৫ মিনিট দলীয় নেতাদের সঙ্গে সামগ্রিক বিষয়ে আলোচনা করেন। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন থেকে ডেঙ্গু দমনে সার্বক্ষণিকভাবে প্রতিটি বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছেন। সরকার সমন্বিতভাবে ডেঙ্গু দমনে কাজ করে যাচ্ছে। ডেঙ্গু দমনে আওয়ামী লীগের তিন দিনব্যাপী কর্মসূচির বিষয়ে তিনি বলেন, জনসচেতনতা বৃদ্ধিতে আগামী ৩১ জুলাই থেকে সারাদেশে শুরু হতে যাওয়া এই কর্মসূচিতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে এবং লিফলেট বিতরণ করা হবে।

ডেঙ্গু মোকাবিলায় দুই সিটি করপোরেশনে মেয়রের আন্তরিকতার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তারা এখন কাজ করছে। আমাদের প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের মেয়র, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে প্রতিনিয়ত কথা বলছেন। অপর এক প্রশ্নের জবাবে কাদের বলেন, দেশে যেকোন জরুরি বিষয়ে প্রধানমন্ত্রী কথা বলেন, এবারও বলেছেন। এটাই স্বাভাবিক। তার কথা সবাইকে উৎসাহিত করে।

উপজেলা নির্বাচনে বিদ্রোহীদের এবং বিদ্রোহে মদদদাতাদের শোকজ, দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত বলবৎ আছে বলে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বন্যার কারণে আমরা যাচাই-বাছাইয়ের জন্য সময় নিচ্ছি। প্রক্রিয়াটা কোনভাবেই স্থগিত বা বাদ হচ্ছে না। প্রক্রিয়া শেষ হলে আমরা ইমপ্লিমেনটেশনে যাব।

যুগ্মসচিবের গাড়ির জন্য ফেরি আটকে রাখায় এক কিশোরের মৃত্যুর ঘটনায় সরকারের প্রতিক্রিয়া জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন যে যত ক্ষমতাশালী কিংবা প্রভাবশালী হোন না কেন, সে আমাদের দলের হোক বা সরকারের হোক, কেউ অন্যায় করে পার পাবেন না। প্রত্যেকটা বিষয়ে তদন্ত হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে। যদি কেউ অন্যায় করেন, তাকে শাস্তির মুখোমুখি হতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে

আ’লীগের ৩ দিনব্যাপী কর্মসূচি

এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বর প্রতিরোধে সারাদেশে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী এক পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃত্বে দেশের সব জেলা, উপজেলা ও ইউনিয়নে আগামীকাল ৩১ জুলাই এবং ২ ও ৩ আগস্ট বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এই পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হবে। গতকাল দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় ‘পরিষ্কার রাখি চারপাশের পরিবেশ, গড়ে তুলি পরিচ্ছন্ন সমাজ ও ডেঙ্গুগুমুক্ত বাংলাদেশ’ শীর্ষক ৩ দিনব্যাপী এই কর্মসূচি সারাদেশে পালন করা হবে। আওয়ামী লীগের জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃত্বে সারাদেশে একযোগে এই কর্মসূচি পালিত হবে। দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহও এই কর্মসূচিতে অংশ গ্রহণ করবে।