আরও দুটি নতুন বিশ্ববিদ্যালয়

নতুন আরও দুটি সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য পৃথক আইনের খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয় দুটি হলো- কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। নতুন দুটি নিয়ে দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫০ এ দাঁড়াল। এর আগে গত ২৩ ডিসেম্বর মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

এছাড়াও একইদিনে মন্ত্রিসভা সামুদ্রিক মৎস্য আইন ২০১৯-এর খসড়া অনুমোদন দিয়েছে। প্রস্তাবিত এ আইন অনুযায়ী বিদেশি মৎস্য নৌযান কর্তৃক মৎস্য আহরণ কার্যক্রম নিয়ন্ত্রণে জেল জরিমানার বিধান রাখা হয়েছে। কেউ যদি এ অপরাধ করেন, তাহলে অনির্ধারিত তিন বছরের কারাদ- বা অনধিক পাঁচ কোটি টাকা অর্থদ- বা উভয়দ- দেয়া হবে।

আরও খবর
প্রধানমন্ত্রীর মর্যাদাপূর্ণ এশিয়ান টাউনস্কেপ জুরিস অ্যাওয়ার্ড গ্রহণ
শিল্পকলায় আজ খেয়ালির মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘কদমতলী আর্মি ক্যাম্প’
ঢাবির চারুকলায় জয়নুল উৎসব ও লোকজ মেলা শেষ হচ্ছে আজ
বেরিয়েছে আকাশ চৌধুরী সম্পাদিত ‘বিজয় চিরন্তন’
আওয়ামী লীগ সমর্থিত নীল দল ১৪টি পদে জয়ী
সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আ’লীগের মনোনয়ন ২৮ জনই নতুন মুখ
সাজার পরিমাণ বাড়িয়ে মৎস্য আহরণ অনুমোদন
ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট হলেন খায়রুল মজিদ মাহমুদ
আলোচিত ঘটনায় গ্যাস বিস্ফোরণ প্রধান দুই নদীর হালচাল
রোহিঙ্গা ক্যাম্পে ২ র‌্যাব সদস্য গুলিবিদ্ধ
নুরের সংগঠন ক্যাম্পাসে বাজেয়াপ্তের ঘোষণা ছাত্রলীগের
ভুয়া ভাউচার বানিয়ে কোটি কোটি টাকার অনিয়ম
প্রেমে সাড়া না পেয়ে বাড়ি থেকে তুলে নিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯ , ১৬ পৌষ ১৪২৬, ৩ জমাদিউল আউয়াল ১৪৪১

আরও দুটি নতুন বিশ্ববিদ্যালয়

নিজস্ব বার্তা পরিবেশক |

নতুন আরও দুটি সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য পৃথক আইনের খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয় দুটি হলো- কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। নতুন দুটি নিয়ে দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫০ এ দাঁড়াল। এর আগে গত ২৩ ডিসেম্বর মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

এছাড়াও একইদিনে মন্ত্রিসভা সামুদ্রিক মৎস্য আইন ২০১৯-এর খসড়া অনুমোদন দিয়েছে। প্রস্তাবিত এ আইন অনুযায়ী বিদেশি মৎস্য নৌযান কর্তৃক মৎস্য আহরণ কার্যক্রম নিয়ন্ত্রণে জেল জরিমানার বিধান রাখা হয়েছে। কেউ যদি এ অপরাধ করেন, তাহলে অনির্ধারিত তিন বছরের কারাদ- বা অনধিক পাঁচ কোটি টাকা অর্থদ- বা উভয়দ- দেয়া হবে।