ঢাবি শিক্ষক সমিতি নির্বাচন

আওয়ামী লীগ সমর্থিত নীল দল ১৪টি পদে জয়ী

একটিতে সাদা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২০ সালের কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৪টি পদে আওয়ামী লীগ সমর্থিত নীল দল বিজয় লাভ করেছে। অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দল একটিমাত্র পদে বিজয়ী হয়েছেন। ১৫টি পদের মধ্যে শুধুমাত্র সহ-সভাপতি পদে হেরেছে নীল দলের প্রার্থী। এ পদে নীল দলের প্রার্থী ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক সাদেকা হালিম। তাকে তিন ভোটে পরাজিত করেন সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা বিশ^বিদ্যালয় ক্লাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. হাসিবুর রশিদ। এর আগে সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোট কাস্ট হয়েছিল ১৪৪৩। গতবারের এত এবারও বামপন্থী শিক্ষকদের গোলাপী দল নির্বাচনে অংশ নেয়নি।

ঘোষিত ফলাফলে দেখা যায়, ৯৩৩ ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো ঢাকা বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন নীল দলের প্রার্থী আর্থ অ্যান্ড অ্যানভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। তার নিকটতম প্রার্থী সাদা দলের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক লায়লা নুর ইসলাম পেয়েছেন ৪৩৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ৭২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক মো. নিজামুল হক ভূঁইয়া। তার নিকটতম প্রার্থী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন মো হাসানুজ্জামান পেয়েছেন ৬৪৩ ভোট।

তবে, সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সহ-সভাপতি পদে। মাত্র তিন ভোটে সাদা দলের প্রার্থী পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমানের কাছে পরাজিত হয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম। তিনি পেয়েছেন ৪৮১ ভোট। লুৎফর রহমানের পেয়েছেন ৪৮৪ ভোট।

এছাড়া, নীল দল থেকে যুগ্ম সম্পাদক পদে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের অধ্যাপক জেড এম পারভেজ সাজ্জাদ ৭৪৯ ভোট এবং কোষাধ্যক্ষ পদে অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের অধ্যাপক মুহাম্মাদ আবদুল মঈন ৯১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে সাদা দল থেকে মনোনীত যুগ্ম সম্পাদক পদে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক মো. মহিউদ্দিন পেয়েছেন ৫৮৮ ভোট আর কোষাধ্যক্ষ পদে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন পেয়েছেন ৪১৫ ভোট।

এছাড়া ১০টি সদস্যপদে নীল দল থেকে মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এরা হলেন-বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও শিক্ষক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম (৮৭১), ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক কে এম সাইফুল ইসলাম খান (৭৬৩), মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক জাকিয়া পারভীন (৮০৪), সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদা (৭০৩), চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন (৭৫৫), অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ (৮১৬), রসায়ন বিভাগের অধ্যাপক মো. আফতাব আলী শেখ (৯৩৭), ইতিহাস বিভাগের অধ্যাপক মো. আমজাদ আলী (৮৩০), অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়া রহমান (৯১০) এবং বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর (৭৭৬)।

নির্বাচনের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. হাসিবুর রশিদ বলেন, উৎসবমুখর পরিবেশে শিক্ষকরা ভোট দিয়েছেন। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। কোন পক্ষই নির্বাচন সংক্রান্ত কোন অভিযোগ করেন নি। দুই পক্ষই নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছে।

image
আরও খবর
প্রধানমন্ত্রীর মর্যাদাপূর্ণ এশিয়ান টাউনস্কেপ জুরিস অ্যাওয়ার্ড গ্রহণ
আরও দুটি নতুন বিশ্ববিদ্যালয়
শিল্পকলায় আজ খেয়ালির মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘কদমতলী আর্মি ক্যাম্প’
ঢাবির চারুকলায় জয়নুল উৎসব ও লোকজ মেলা শেষ হচ্ছে আজ
বেরিয়েছে আকাশ চৌধুরী সম্পাদিত ‘বিজয় চিরন্তন’
সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আ’লীগের মনোনয়ন ২৮ জনই নতুন মুখ
সাজার পরিমাণ বাড়িয়ে মৎস্য আহরণ অনুমোদন
ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট হলেন খায়রুল মজিদ মাহমুদ
আলোচিত ঘটনায় গ্যাস বিস্ফোরণ প্রধান দুই নদীর হালচাল
রোহিঙ্গা ক্যাম্পে ২ র‌্যাব সদস্য গুলিবিদ্ধ
নুরের সংগঠন ক্যাম্পাসে বাজেয়াপ্তের ঘোষণা ছাত্রলীগের
ভুয়া ভাউচার বানিয়ে কোটি কোটি টাকার অনিয়ম
প্রেমে সাড়া না পেয়ে বাড়ি থেকে তুলে নিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯ , ১৬ পৌষ ১৪২৬, ৩ জমাদিউল আউয়াল ১৪৪১

ঢাবি শিক্ষক সমিতি নির্বাচন

আওয়ামী লীগ সমর্থিত নীল দল ১৪টি পদে জয়ী

একটিতে সাদা

প্রতিনিধি, ঢাবি

image

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২০ সালের কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৪টি পদে আওয়ামী লীগ সমর্থিত নীল দল বিজয় লাভ করেছে। অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দল একটিমাত্র পদে বিজয়ী হয়েছেন। ১৫টি পদের মধ্যে শুধুমাত্র সহ-সভাপতি পদে হেরেছে নীল দলের প্রার্থী। এ পদে নীল দলের প্রার্থী ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক সাদেকা হালিম। তাকে তিন ভোটে পরাজিত করেন সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা বিশ^বিদ্যালয় ক্লাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. হাসিবুর রশিদ। এর আগে সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোট কাস্ট হয়েছিল ১৪৪৩। গতবারের এত এবারও বামপন্থী শিক্ষকদের গোলাপী দল নির্বাচনে অংশ নেয়নি।

ঘোষিত ফলাফলে দেখা যায়, ৯৩৩ ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো ঢাকা বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন নীল দলের প্রার্থী আর্থ অ্যান্ড অ্যানভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। তার নিকটতম প্রার্থী সাদা দলের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক লায়লা নুর ইসলাম পেয়েছেন ৪৩৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ৭২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক মো. নিজামুল হক ভূঁইয়া। তার নিকটতম প্রার্থী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন মো হাসানুজ্জামান পেয়েছেন ৬৪৩ ভোট।

তবে, সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সহ-সভাপতি পদে। মাত্র তিন ভোটে সাদা দলের প্রার্থী পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমানের কাছে পরাজিত হয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম। তিনি পেয়েছেন ৪৮১ ভোট। লুৎফর রহমানের পেয়েছেন ৪৮৪ ভোট।

এছাড়া, নীল দল থেকে যুগ্ম সম্পাদক পদে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের অধ্যাপক জেড এম পারভেজ সাজ্জাদ ৭৪৯ ভোট এবং কোষাধ্যক্ষ পদে অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের অধ্যাপক মুহাম্মাদ আবদুল মঈন ৯১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে সাদা দল থেকে মনোনীত যুগ্ম সম্পাদক পদে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক মো. মহিউদ্দিন পেয়েছেন ৫৮৮ ভোট আর কোষাধ্যক্ষ পদে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন পেয়েছেন ৪১৫ ভোট।

এছাড়া ১০টি সদস্যপদে নীল দল থেকে মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এরা হলেন-বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও শিক্ষক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম (৮৭১), ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক কে এম সাইফুল ইসলাম খান (৭৬৩), মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক জাকিয়া পারভীন (৮০৪), সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদা (৭০৩), চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন (৭৫৫), অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ (৮১৬), রসায়ন বিভাগের অধ্যাপক মো. আফতাব আলী শেখ (৯৩৭), ইতিহাস বিভাগের অধ্যাপক মো. আমজাদ আলী (৮৩০), অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়া রহমান (৯১০) এবং বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর (৭৭৬)।

নির্বাচনের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. হাসিবুর রশিদ বলেন, উৎসবমুখর পরিবেশে শিক্ষকরা ভোট দিয়েছেন। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। কোন পক্ষই নির্বাচন সংক্রান্ত কোন অভিযোগ করেন নি। দুই পক্ষই নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছে।