বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে পরিকল্পনা নেয়া হয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর শহর ও গ্রামাঞ্চলে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে নানাবিদ পরিকল্পনা গ্রহণ করেছে। গতকাল জাতীয় সংসদে বিএনপি দলীয় সদস্য মো. হারুনুর রশীদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

মন্ত্রী জানান, স্থানীয় সরকার বিভাগ থেকে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে ২০১৮-১৯ অর্থবছরে ১৯৬টি পৌরসভার অনুকূলে গার্বেজ ট্রাক বিতরণ করা হয়েছে।

বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে মেয়রদের উন্নত প্রশিক্ষণের জন্য দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডে বর্জ্য ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

তিনি জানান, চলতি অর্থবছরে অধিদফতর কর্তৃক ৬টি উন্নয়ন প্রকল্পের আওতায় ৮৯টি পৌরসভায় ও দুটি উপজেলায় ৯১টি বর্জ্য ব্যবস্থাপনা স্থাপনের কাজ চলমান রয়েছে। এছাড়া ১টি কারিগরি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এই কারিগরি প্রকল্পের আওতায় ৬১টি শহরে কঠিন ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা সম্ভাব্যতা যাচাই করা হবে। অধিদফতরের ৬৯টি পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা স্থাপনের লক্ষ্যে ১০টি প্রকল্প প্রস্তাবিত রয়েছে।

আরও খবর
তাপমাত্রা বাড়লেও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে : প্রধানমন্ত্রী
গভীর সমুদ্রবন্দর হবে মাতারবাড়ি
সরস্বতী পূজা আজ
সমন্বিতভাবে করোনাভাইরাস প্রতিরোধের আহ্বান
প্রধানমন্ত্রী অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সংগ্রাম করে যাচ্ছেন
চালের দাম নিয়ন্ত্রণে বিশেষ মনিটরিং টিম
প্রতিবন্ধী ও শিশু ধর্ষণ ঘটনায় ২ জন গ্রেফতার
মেয়র আইভীর আমন্ত্রণে নারায়ণগঞ্জে জাপানের নারোতো সিটি মেয়র
জহির রায়হানের অন্তর্ধান দিবস আজ
কেন্দ্রীয় গ্রন্থাগারে আজ ‘দীপু নাম্বার টু’
হবিগঞ্জে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড আজ
সিটি নির্বাচন যেন প্রহসনে পরিণত না হয় মোশাররফ
এক মাসে ডেঙ্গুতে ১৯৩ জন আক্রান্ত
ভল্ট থেকে তিন কোটি টাকা চুরি করে জুয়া খেলল ব্যাংক কর্মকর্তা
আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি
হত্যা মামলায় মা-মামাসহ ৪ ভাইয়ের কারাদণ্ড

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০ , ১৬ মাঘ ১৪২৬, ৪ জমাদিউস সানি ১৪৪১

বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে পরিকল্পনা নেয়া হয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর শহর ও গ্রামাঞ্চলে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে নানাবিদ পরিকল্পনা গ্রহণ করেছে। গতকাল জাতীয় সংসদে বিএনপি দলীয় সদস্য মো. হারুনুর রশীদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

মন্ত্রী জানান, স্থানীয় সরকার বিভাগ থেকে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে ২০১৮-১৯ অর্থবছরে ১৯৬টি পৌরসভার অনুকূলে গার্বেজ ট্রাক বিতরণ করা হয়েছে।

বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে মেয়রদের উন্নত প্রশিক্ষণের জন্য দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডে বর্জ্য ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

তিনি জানান, চলতি অর্থবছরে অধিদফতর কর্তৃক ৬টি উন্নয়ন প্রকল্পের আওতায় ৮৯টি পৌরসভায় ও দুটি উপজেলায় ৯১টি বর্জ্য ব্যবস্থাপনা স্থাপনের কাজ চলমান রয়েছে। এছাড়া ১টি কারিগরি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এই কারিগরি প্রকল্পের আওতায় ৬১টি শহরে কঠিন ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা সম্ভাব্যতা যাচাই করা হবে। অধিদফতরের ৬৯টি পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা স্থাপনের লক্ষ্যে ১০টি প্রকল্প প্রস্তাবিত রয়েছে।