মেরিন একাডেমিতে শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সংগ্রাম করে যাচ্ছেন

স্বাধীনতার ইতিহাস ও মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে দেশের সম্মান রক্ষা করে কাজ করারর আহ্বান জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আজন্ম স্বপ্নের সবটুকু তিনি বাস্তবায়ন করে যেতে পারেননি। সে ধারাবাহিকতায় তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুখি সমৃদ্ধ তথ্যপ্রযুক্তি নির্ভর সোনার বাংলাদেশ বিনির্মাণে ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের সংগ্রাম করে যাচ্ছেন।

মন্ত্রী গতকাল চট্টগ্রামের আনোয়ারায় মেরিন একাডেমির ৫৪তম ব্যাচ ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মেরিন একাডেমির কমান্ডান্ট ড. ইঞ্জিনিয়ার সাজিদ হোসাইনসহ মেরিন একাডেমির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও সানুগ্রহ নির্দেশনায় দক্ষ জনশক্তি তৈরির জন্য কাজ করে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এটি বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে। শিক্ষামন্ত্রী বলেন, ১৯৬২ সালে মার্কেন্টাইল মেরিন একাডেমি প্রতিষ্ঠিত হলেও ১৯৭১ সালে এ মেরিন একাডেমিকে সরিয়ে নেয়া হয়েছিল পাকিস্তানের করাচিতে। স্বাধীনের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ একাডেমিকে বাংলাদেশ মেরিন একাডেমি নামে পুনরায় প্রতিষ্ঠিত করেছেন। ১৯৭৩ সালে নতুন একটি প্রকল্প গ্রহণ করে এর বিভিন্ন ধরনের সম্প্রসারণ করেন। তিনি বলেন, আজ মেরিন ক্যাডেটদের নেতৃত্ব ও পেশাদারিত্বের জন্য বাংলাদেশের মুখ উজ্জ্বল হয়েছে। তারা দেশে-বিদেশে বিভিন্ন জাহাজে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। ক্যাডেটদের উদ্দেশ্যে ডা. দীপু মনি বলেন, স্বাধীনতার ইতিহাস ও মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে দেশের সম্মান রক্ষা করে কাজ করবে। বিদেশে দেশের দূত হিসেবে দেশ ও জাতির সম্মান উত্তরোত্তর বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ মেরিন একাডেমি আন্তর্জাতিক সমুদ্রগামী জাহাজ পরিচালনায় বিশ্ব মানের মেরিন অফিসার তৈরির জাতীয় প্রতিষ্ঠান। শিপিং এবং মেরিটাইম সেক্টরে এ অঞ্চলে বাংলাদেশ মেরিন একাডেমিকে নলেজ সেন্টার হিসেবে গড়ে তোলা হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে এ প্রতিষ্ঠানকে আরও আধুনিকায়ন করার পরিকল্পনা সরকারের রয়েছে।

image
আরও খবর
তাপমাত্রা বাড়লেও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে : প্রধানমন্ত্রী
বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে পরিকল্পনা নেয়া হয়েছে
গভীর সমুদ্রবন্দর হবে মাতারবাড়ি
সরস্বতী পূজা আজ
সমন্বিতভাবে করোনাভাইরাস প্রতিরোধের আহ্বান
চালের দাম নিয়ন্ত্রণে বিশেষ মনিটরিং টিম
প্রতিবন্ধী ও শিশু ধর্ষণ ঘটনায় ২ জন গ্রেফতার
মেয়র আইভীর আমন্ত্রণে নারায়ণগঞ্জে জাপানের নারোতো সিটি মেয়র
জহির রায়হানের অন্তর্ধান দিবস আজ
কেন্দ্রীয় গ্রন্থাগারে আজ ‘দীপু নাম্বার টু’
হবিগঞ্জে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড আজ
সিটি নির্বাচন যেন প্রহসনে পরিণত না হয় মোশাররফ
এক মাসে ডেঙ্গুতে ১৯৩ জন আক্রান্ত
ভল্ট থেকে তিন কোটি টাকা চুরি করে জুয়া খেলল ব্যাংক কর্মকর্তা
আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি
হত্যা মামলায় মা-মামাসহ ৪ ভাইয়ের কারাদণ্ড

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০ , ১৬ মাঘ ১৪২৬, ৪ জমাদিউস সানি ১৪৪১

মেরিন একাডেমিতে শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সংগ্রাম করে যাচ্ছেন

চট্টগ্রাম ব্যুরো

image

স্বাধীনতার ইতিহাস ও মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে দেশের সম্মান রক্ষা করে কাজ করারর আহ্বান জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আজন্ম স্বপ্নের সবটুকু তিনি বাস্তবায়ন করে যেতে পারেননি। সে ধারাবাহিকতায় তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুখি সমৃদ্ধ তথ্যপ্রযুক্তি নির্ভর সোনার বাংলাদেশ বিনির্মাণে ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের সংগ্রাম করে যাচ্ছেন।

মন্ত্রী গতকাল চট্টগ্রামের আনোয়ারায় মেরিন একাডেমির ৫৪তম ব্যাচ ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মেরিন একাডেমির কমান্ডান্ট ড. ইঞ্জিনিয়ার সাজিদ হোসাইনসহ মেরিন একাডেমির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও সানুগ্রহ নির্দেশনায় দক্ষ জনশক্তি তৈরির জন্য কাজ করে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এটি বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে। শিক্ষামন্ত্রী বলেন, ১৯৬২ সালে মার্কেন্টাইল মেরিন একাডেমি প্রতিষ্ঠিত হলেও ১৯৭১ সালে এ মেরিন একাডেমিকে সরিয়ে নেয়া হয়েছিল পাকিস্তানের করাচিতে। স্বাধীনের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ একাডেমিকে বাংলাদেশ মেরিন একাডেমি নামে পুনরায় প্রতিষ্ঠিত করেছেন। ১৯৭৩ সালে নতুন একটি প্রকল্প গ্রহণ করে এর বিভিন্ন ধরনের সম্প্রসারণ করেন। তিনি বলেন, আজ মেরিন ক্যাডেটদের নেতৃত্ব ও পেশাদারিত্বের জন্য বাংলাদেশের মুখ উজ্জ্বল হয়েছে। তারা দেশে-বিদেশে বিভিন্ন জাহাজে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। ক্যাডেটদের উদ্দেশ্যে ডা. দীপু মনি বলেন, স্বাধীনতার ইতিহাস ও মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে দেশের সম্মান রক্ষা করে কাজ করবে। বিদেশে দেশের দূত হিসেবে দেশ ও জাতির সম্মান উত্তরোত্তর বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ মেরিন একাডেমি আন্তর্জাতিক সমুদ্রগামী জাহাজ পরিচালনায় বিশ্ব মানের মেরিন অফিসার তৈরির জাতীয় প্রতিষ্ঠান। শিপিং এবং মেরিটাইম সেক্টরে এ অঞ্চলে বাংলাদেশ মেরিন একাডেমিকে নলেজ সেন্টার হিসেবে গড়ে তোলা হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে এ প্রতিষ্ঠানকে আরও আধুনিকায়ন করার পরিকল্পনা সরকারের রয়েছে।