আনন্দে মেতেছে সারাদেশ

ক্রিকেট জয়ের আনন্দে ভাসছে সারাদেশ। জুনিয়র টাইগারদের বিশ্বজয়ে দেশব্যাপী বইছে আনন্দের বন্যা। আনন্দ উচ্ছ্বাসে মেতেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কাল সকালে দেশে ফিরবে বিশ্বজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। তাদের অভিনন্দন জানাতে প্রস্তুতি পুরোদেশ। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, টুইটারসহ বিভিন্ন মাধ্যমে বিশ্ব ক্রিকেট জয়ের আনন্দের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন সারাদেশের ক্রিকেটপ্রেমীরা।

দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা সাফল্য অর্জন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। রোববার ভারতীয় যুব দলকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে আকবর আলির নেতৃত্বাধীন দল। গতকাল মন্ত্রিসভার বৈঠকের শুরুতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ে বৈঠকের শুরুতেই বাংলাদেশ দলের পক্ষে শেখ হাসিনাকে ফুল দিয়ে অভিনন্দন জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ সময় প্রধানমন্ত্রী বলেন, মুজিববর্ষের প্রাক্কালে এই বিজয় সমগ্র জাতির জন্য এক বিরাট উপহার। এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।

যুবদের ক্রিকেট বিশ্বকাপ জয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) জয় উৎসবে মেতেছিল শিক্ষার্থী, শিক্ষকরা। ওইদিন দুপুর থেকেই টাইগার ভক্তদের উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে যায় সমগ্র ঢাবির টিএসসি এলাকা। বাংলাদেশের যুবাদের জয়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশ ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন টিএসসি প্রাঙ্গণে। কেউ বাঁশি বাজিয়ে, কেউ বাইকে করে শো-ডাউন দিয়ে অংশগ্রহণ করেন বিজয় উৎসবে। যাতে বাঁধা হয়ে দাঁড়ায়নি কোন বয়স, শ্রেণী কিংবা পেশা।

ঢাবি শিক্ষার্থী রাসেল আহমেদ বলেন, ‘বিশ্বকাপের ফাইনাল জয়ের মাধ্যমে আমাদের যুবারা প্রমাণ করেছে ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশ এখন আর কোন অঘটনের নাম নয়। তারা ভালো ক্রিকেট খেলেই সব বাধা অতিক্রম করতে পারে। আমরা আশা করব জুনিয়রদের মতো আমাদের সিনিয়র টিমও তাদের জয়ের ধারায় ফিরে আসবে।’ ক্রিকেট জয়ে অভিনন্দন জানিয়েছেন শোবিজ তারকারাও। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তারা অভিনন্দন জানান। নায়ক শাকিব খান লিখেছেন, ‘তরুণ টাইগাররা যে কোন স্তরে প্রথম বিশ্বকাপ জিতেছে! এটি দুর্দান্ত, শ্বাসরুদ্ধকর, আশ্চর্যজনক।’

চিত্রনায়িকা বুবলি লিখেছেন, ‘হ্যাঁ, আমরা এখন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২০ চ্যাম্পিয়ন। বাংলাদেশ যুব বাঘকে অনেক অনেক অভিনন্দন।’

চিত্রনায়ক সায়মন সাদিক লিখেছেন, ‘বুজজঈন কিছু? কইছলাম না? আমরা চ্যাম্পিয়ন।’

চ্যাম্পিয়নদের আনন্দের অংশীদার প্রাইম ব্যাংকও

বিশ্বকাপের ফাইনালে জয় পেয়ে চ্যাম্পিয়ন হওয়ায় সারাদেশের মানুষ আনন্দের বন্যায় ভাসছে। কিন্তু বেসরকারি প্রাইম ব্যাংকের আনন্দ যেন একটু বেশিই। সদ্যসমাপ্ত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের আনন্দে অন্যভাবে অংশ নিয়েছে ব্যাংকটি। ব্যাংকটির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত জাতীয় স্কুল ক্রিকেটের চার জন খেলোয়ার অংশ নিয়েছে বিশ্বকাপের ফাইনালে। বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ব্যাংকের কর্মকর্তারা। তারা বলছেন, এমন একটি ইতিহাসের অংশ হয়ে গর্ব অনুভব করছি। একই সঙ্গে অনুপ্রাণিত হয়েছেন তারা। নিজের আনন্দ প্রকাশ করতে গিয়ে প্রাইম ব্যাংকের আদমজী ইপিজেড শাখার অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট রবিউল ইসলাম বলেন, আমরা প্রাইম ব্যাংকের সব কর্মী গর্বিত এই ভেবে যে, বিশ্বজয়ী এ তরুণ ক্রিকেট দলের ৪ সদস্য প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় গত ৪ বছর ধরে অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে ক্রিকেট খেলায় সাফল্য পেয়েছে।

বিশ্বকাপ জয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সরকারের পক্ষ থেকে গণসংবর্ধনা দেয়া হবে বলে গতকাল সাংবাদিকদের জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

১২ ফেব্রুয়ারি সকাল ৮টা ১০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল (র.) বিমানবন্দরে অবতরণ করবে বিশ্ব চ্যাম্পিয়নরা।

আরও খবর
গণপরিবহনে লাগামহীন ভাড়া
বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা এখনও অনিশ্চিত
সড়ক দুর্ঘটনা ৩ দশমিক ৯১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বোনের মৃত্যু শোককে শক্তিতে পরিণত করে বিশ্বকাপ ছিনিয়ে এনেছে আকবর
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় মুজিববর্ষে জাতির জন্য উপহার প্রধানমন্ত্রী
বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের প্লট ও সম্মানি দেয়ার দাবি সংসদে
বিশ্বসেরা আরচার রোমান সানা
আনসার আল ইসলামের ৫ জঙ্গি গ্রেফতার
ফিরতি টিকিট ৫০ শতাংশ করার দাবি
চীন থেকে আর কাউকে আনবে না সরকার
ভোট পুনর্যাচাই ঘুড়ি নয়, ঝুড়ি জিতেছে
চীন থেকে আসা একজনকে রংপুর থেকে কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর
দুই কিশোরী ধর্ষণ
তদন্ত প্রাথমিক পর্যায়েই রয়ে গেছে
কলকাতা বইমেলা ২০২১ বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করা হবে
ক্ষণগণনা : আর ৩৪ দিন
আ-মরি বাংলা ভাষা

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০ , ২৮ মাঘ ১৪২৬, ১৬ জমাদিউল সানি ১৪৪১

বিশ্বকাপ জয়

আনন্দে মেতেছে সারাদেশ

নিজস্ব বার্তা পরিবেশক |

ক্রিকেট জয়ের আনন্দে ভাসছে সারাদেশ। জুনিয়র টাইগারদের বিশ্বজয়ে দেশব্যাপী বইছে আনন্দের বন্যা। আনন্দ উচ্ছ্বাসে মেতেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কাল সকালে দেশে ফিরবে বিশ্বজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। তাদের অভিনন্দন জানাতে প্রস্তুতি পুরোদেশ। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, টুইটারসহ বিভিন্ন মাধ্যমে বিশ্ব ক্রিকেট জয়ের আনন্দের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন সারাদেশের ক্রিকেটপ্রেমীরা।

দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা সাফল্য অর্জন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। রোববার ভারতীয় যুব দলকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে আকবর আলির নেতৃত্বাধীন দল। গতকাল মন্ত্রিসভার বৈঠকের শুরুতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ে বৈঠকের শুরুতেই বাংলাদেশ দলের পক্ষে শেখ হাসিনাকে ফুল দিয়ে অভিনন্দন জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ সময় প্রধানমন্ত্রী বলেন, মুজিববর্ষের প্রাক্কালে এই বিজয় সমগ্র জাতির জন্য এক বিরাট উপহার। এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।

যুবদের ক্রিকেট বিশ্বকাপ জয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) জয় উৎসবে মেতেছিল শিক্ষার্থী, শিক্ষকরা। ওইদিন দুপুর থেকেই টাইগার ভক্তদের উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে যায় সমগ্র ঢাবির টিএসসি এলাকা। বাংলাদেশের যুবাদের জয়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশ ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন টিএসসি প্রাঙ্গণে। কেউ বাঁশি বাজিয়ে, কেউ বাইকে করে শো-ডাউন দিয়ে অংশগ্রহণ করেন বিজয় উৎসবে। যাতে বাঁধা হয়ে দাঁড়ায়নি কোন বয়স, শ্রেণী কিংবা পেশা।

ঢাবি শিক্ষার্থী রাসেল আহমেদ বলেন, ‘বিশ্বকাপের ফাইনাল জয়ের মাধ্যমে আমাদের যুবারা প্রমাণ করেছে ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশ এখন আর কোন অঘটনের নাম নয়। তারা ভালো ক্রিকেট খেলেই সব বাধা অতিক্রম করতে পারে। আমরা আশা করব জুনিয়রদের মতো আমাদের সিনিয়র টিমও তাদের জয়ের ধারায় ফিরে আসবে।’ ক্রিকেট জয়ে অভিনন্দন জানিয়েছেন শোবিজ তারকারাও। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তারা অভিনন্দন জানান। নায়ক শাকিব খান লিখেছেন, ‘তরুণ টাইগাররা যে কোন স্তরে প্রথম বিশ্বকাপ জিতেছে! এটি দুর্দান্ত, শ্বাসরুদ্ধকর, আশ্চর্যজনক।’

চিত্রনায়িকা বুবলি লিখেছেন, ‘হ্যাঁ, আমরা এখন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২০ চ্যাম্পিয়ন। বাংলাদেশ যুব বাঘকে অনেক অনেক অভিনন্দন।’

চিত্রনায়ক সায়মন সাদিক লিখেছেন, ‘বুজজঈন কিছু? কইছলাম না? আমরা চ্যাম্পিয়ন।’

চ্যাম্পিয়নদের আনন্দের অংশীদার প্রাইম ব্যাংকও

বিশ্বকাপের ফাইনালে জয় পেয়ে চ্যাম্পিয়ন হওয়ায় সারাদেশের মানুষ আনন্দের বন্যায় ভাসছে। কিন্তু বেসরকারি প্রাইম ব্যাংকের আনন্দ যেন একটু বেশিই। সদ্যসমাপ্ত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের আনন্দে অন্যভাবে অংশ নিয়েছে ব্যাংকটি। ব্যাংকটির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত জাতীয় স্কুল ক্রিকেটের চার জন খেলোয়ার অংশ নিয়েছে বিশ্বকাপের ফাইনালে। বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ব্যাংকের কর্মকর্তারা। তারা বলছেন, এমন একটি ইতিহাসের অংশ হয়ে গর্ব অনুভব করছি। একই সঙ্গে অনুপ্রাণিত হয়েছেন তারা। নিজের আনন্দ প্রকাশ করতে গিয়ে প্রাইম ব্যাংকের আদমজী ইপিজেড শাখার অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট রবিউল ইসলাম বলেন, আমরা প্রাইম ব্যাংকের সব কর্মী গর্বিত এই ভেবে যে, বিশ্বজয়ী এ তরুণ ক্রিকেট দলের ৪ সদস্য প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় গত ৪ বছর ধরে অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে ক্রিকেট খেলায় সাফল্য পেয়েছে।

বিশ্বকাপ জয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সরকারের পক্ষ থেকে গণসংবর্ধনা দেয়া হবে বলে গতকাল সাংবাদিকদের জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

১২ ফেব্রুয়ারি সকাল ৮টা ১০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল (র.) বিমানবন্দরে অবতরণ করবে বিশ্ব চ্যাম্পিয়নরা।