চীন থেকে আসা একজনকে রংপুর থেকে কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর

চীন থেকে দেশে আসা লালমনিরহাটের কালীগঞ্জের যুবককে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে ভর্তি থেকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে অপর চিকিৎসাধীন শিক্ষার্থীর অবস্থা উন্নতি হচ্ছে। সোমবার দুপুরে হাসপাতালে এক প্রেস ব্রিফিংকালে এসব কথা জানান মেডিকেল বোর্ডের সদস্য ও মুখপাত্র ডা. নারায়ণ চন্দ্র তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলার কালীগঞ্জ এলাকার এক যুবক চীন থেকে দেশে ফিরে বাসায় অবস্থানকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত রোববার রাতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে চিকিৎসাধীন দু’জনকে দেখতে মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. দেবেন্দ্রনাথের নেতৃত্বে ১২ সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল টিম যায়। তারা আধা ঘণ্টাব্যাপী সেখানে অবস্থান করেন এবং চিকিৎসাধীন রোগীদের শারীরিক পরীক্ষা শেষে ১১টার দিকে সেখান থেকে বের হয়ে আসেন। এর পরে দুপুর সোয়া ১২টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগে প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ডা. নারায়ন চন্দ্র জানান রোববার রাতে লালমনিরহাট থেকে আসা রোগীর অবস্থা আশঙ্কাজনক। তার শরীরে জ্বর ও শ্বাসকষ্ট আছে। এছাড়াও সে বেশ কয়েকবার বমি করেছে। তাকে মেডিকেল বোর্ড ঢাকার আইসিডিআর এর পরামর্শক্রমে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। দুপুর দেড়টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানো হয়। অন্যদিকে, শনিবার থেকে চিকিৎসাধীন শিক্ষার্থী তাজদিদের অবস্থার অনেক উন্নতি হয়েছে। তার জ্বর এবং শ্বাসকষ্ট নেই বলে জানান মুখপাত্র ডা. নারায়নচন্দ্র। তার রক্ত ও লালা পরীক্ষার জন্য ঢাকা রোগতত্ত্ব¡ বিভাগে পাঠানো হয়েছিল। সন্ধ্যার মধ্যে প্রতিবেদন পাওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, প্রতিবেদন পেলেই বিস্তারিত জানানো হবে।

আরও খবর
গণপরিবহনে লাগামহীন ভাড়া
বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা এখনও অনিশ্চিত
সড়ক দুর্ঘটনা ৩ দশমিক ৯১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বোনের মৃত্যু শোককে শক্তিতে পরিণত করে বিশ্বকাপ ছিনিয়ে এনেছে আকবর
আনন্দে মেতেছে সারাদেশ
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় মুজিববর্ষে জাতির জন্য উপহার প্রধানমন্ত্রী
বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের প্লট ও সম্মানি দেয়ার দাবি সংসদে
বিশ্বসেরা আরচার রোমান সানা
আনসার আল ইসলামের ৫ জঙ্গি গ্রেফতার
ফিরতি টিকিট ৫০ শতাংশ করার দাবি
চীন থেকে আর কাউকে আনবে না সরকার
ভোট পুনর্যাচাই ঘুড়ি নয়, ঝুড়ি জিতেছে
দুই কিশোরী ধর্ষণ
তদন্ত প্রাথমিক পর্যায়েই রয়ে গেছে
কলকাতা বইমেলা ২০২১ বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করা হবে
ক্ষণগণনা : আর ৩৪ দিন
আ-মরি বাংলা ভাষা

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০ , ২৮ মাঘ ১৪২৬, ১৬ জমাদিউল সানি ১৪৪১

করোনাভাইরাস

চীন থেকে আসা একজনকে রংপুর থেকে কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর

চীন থেকে দেশে আসা লালমনিরহাটের কালীগঞ্জের যুবককে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে ভর্তি থেকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে অপর চিকিৎসাধীন শিক্ষার্থীর অবস্থা উন্নতি হচ্ছে। সোমবার দুপুরে হাসপাতালে এক প্রেস ব্রিফিংকালে এসব কথা জানান মেডিকেল বোর্ডের সদস্য ও মুখপাত্র ডা. নারায়ণ চন্দ্র তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলার কালীগঞ্জ এলাকার এক যুবক চীন থেকে দেশে ফিরে বাসায় অবস্থানকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত রোববার রাতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে চিকিৎসাধীন দু’জনকে দেখতে মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. দেবেন্দ্রনাথের নেতৃত্বে ১২ সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল টিম যায়। তারা আধা ঘণ্টাব্যাপী সেখানে অবস্থান করেন এবং চিকিৎসাধীন রোগীদের শারীরিক পরীক্ষা শেষে ১১টার দিকে সেখান থেকে বের হয়ে আসেন। এর পরে দুপুর সোয়া ১২টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগে প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ডা. নারায়ন চন্দ্র জানান রোববার রাতে লালমনিরহাট থেকে আসা রোগীর অবস্থা আশঙ্কাজনক। তার শরীরে জ্বর ও শ্বাসকষ্ট আছে। এছাড়াও সে বেশ কয়েকবার বমি করেছে। তাকে মেডিকেল বোর্ড ঢাকার আইসিডিআর এর পরামর্শক্রমে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। দুপুর দেড়টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানো হয়। অন্যদিকে, শনিবার থেকে চিকিৎসাধীন শিক্ষার্থী তাজদিদের অবস্থার অনেক উন্নতি হয়েছে। তার জ্বর এবং শ্বাসকষ্ট নেই বলে জানান মুখপাত্র ডা. নারায়নচন্দ্র। তার রক্ত ও লালা পরীক্ষার জন্য ঢাকা রোগতত্ত্ব¡ বিভাগে পাঠানো হয়েছিল। সন্ধ্যার মধ্যে প্রতিবেদন পাওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, প্রতিবেদন পেলেই বিস্তারিত জানানো হবে।