আ-মরি বাংলা ভাষা

৫২’র এই সময়ে যতই দিন যাচ্ছিল ভাষার আন্দোলন ততই গতি পাচ্ছিল। ভাষার অধিকার প্রতিষ্ঠায় সব ত্যাগ স্বীকারে প্রস্তুত হচ্ছিল ছাত্রজনতা। ১৯৫২ সালের এই দিনে পালিত হয় পতাকা দিবস।

১৯৫২ সালে মায়ের ভাষার মর্যাদা রক্ষায় প্রস্তুত হচ্ছিল বাঙালি। প্রকাশ্যে ও গোপনে চলছিল মিটিং-মিছিল সভা-সমাবেশ। সর্বত্রই উচ্চারিত হচ্ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। ৬ ফেব্রুয়ারি মওলানা আবদুল হামিদ খান ভাষানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সভায় ১১ ও ১৩ ফেব্রুয়ারি পতাকা দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সে অনুযায়ী চলে কর্মসূচি সফল করার প্রস্তুতি। ১৯৫২ সালের আজকের দিনে পালিত হয় পতাকা দিবস। এদিন পুরুষের পাশাপাশি নারী কর্মীরা পতাকা বিক্রি করে ভাষা আন্দোলনের জন্য তহবিল গঠনের কাজ করেন। একই সঙ্গে ২১ ফেব্রুয়ারির কর্মসূচি সফল করার জন্য গণসংযোগের কাজ করেন। এভাবে পরিণতির দিকে এগোতে থাকে বাঙালির ভাষা আন্দোলন।

ভাষার মাস উপলক্ষে নতুন করে সাজছে দেশ। একুশের চেতনায় মনকে রাঙাতে কাজ করছে বিভিন্ন সামাজিক সংস্কৃতি সংগঠন। এদিকে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হওয়া অমর একুশে গ্রন্থমেলাও বাংলার জয়গানে মুখরিত। বিভিন্নœ বয়সী মানুষ প্রতিদিনই প্রাণের টানে সেখানে ছুটছেন। বই কিনছেন। উৎসব আড্ডায় মাতছেন। বাঙালির এ মিলনমেলা আরও ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশা আজ সবার।

image
আরও খবর
গণপরিবহনে লাগামহীন ভাড়া
বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা এখনও অনিশ্চিত
সড়ক দুর্ঘটনা ৩ দশমিক ৯১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বোনের মৃত্যু শোককে শক্তিতে পরিণত করে বিশ্বকাপ ছিনিয়ে এনেছে আকবর
আনন্দে মেতেছে সারাদেশ
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় মুজিববর্ষে জাতির জন্য উপহার প্রধানমন্ত্রী
বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের প্লট ও সম্মানি দেয়ার দাবি সংসদে
বিশ্বসেরা আরচার রোমান সানা
আনসার আল ইসলামের ৫ জঙ্গি গ্রেফতার
ফিরতি টিকিট ৫০ শতাংশ করার দাবি
চীন থেকে আর কাউকে আনবে না সরকার
ভোট পুনর্যাচাই ঘুড়ি নয়, ঝুড়ি জিতেছে
চীন থেকে আসা একজনকে রংপুর থেকে কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর
দুই কিশোরী ধর্ষণ
তদন্ত প্রাথমিক পর্যায়েই রয়ে গেছে
কলকাতা বইমেলা ২০২১ বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করা হবে
ক্ষণগণনা : আর ৩৪ দিন

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০ , ২৮ মাঘ ১৪২৬, ১৬ জমাদিউল সানি ১৪৪১

আ-মরি বাংলা ভাষা

নিজস্ব বার্তা পরিবেশক |

image

৫২’র এই সময়ে যতই দিন যাচ্ছিল ভাষার আন্দোলন ততই গতি পাচ্ছিল। ভাষার অধিকার প্রতিষ্ঠায় সব ত্যাগ স্বীকারে প্রস্তুত হচ্ছিল ছাত্রজনতা। ১৯৫২ সালের এই দিনে পালিত হয় পতাকা দিবস।

১৯৫২ সালে মায়ের ভাষার মর্যাদা রক্ষায় প্রস্তুত হচ্ছিল বাঙালি। প্রকাশ্যে ও গোপনে চলছিল মিটিং-মিছিল সভা-সমাবেশ। সর্বত্রই উচ্চারিত হচ্ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। ৬ ফেব্রুয়ারি মওলানা আবদুল হামিদ খান ভাষানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সভায় ১১ ও ১৩ ফেব্রুয়ারি পতাকা দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সে অনুযায়ী চলে কর্মসূচি সফল করার প্রস্তুতি। ১৯৫২ সালের আজকের দিনে পালিত হয় পতাকা দিবস। এদিন পুরুষের পাশাপাশি নারী কর্মীরা পতাকা বিক্রি করে ভাষা আন্দোলনের জন্য তহবিল গঠনের কাজ করেন। একই সঙ্গে ২১ ফেব্রুয়ারির কর্মসূচি সফল করার জন্য গণসংযোগের কাজ করেন। এভাবে পরিণতির দিকে এগোতে থাকে বাঙালির ভাষা আন্দোলন।

ভাষার মাস উপলক্ষে নতুন করে সাজছে দেশ। একুশের চেতনায় মনকে রাঙাতে কাজ করছে বিভিন্ন সামাজিক সংস্কৃতি সংগঠন। এদিকে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হওয়া অমর একুশে গ্রন্থমেলাও বাংলার জয়গানে মুখরিত। বিভিন্নœ বয়সী মানুষ প্রতিদিনই প্রাণের টানে সেখানে ছুটছেন। বই কিনছেন। উৎসব আড্ডায় মাতছেন। বাঙালির এ মিলনমেলা আরও ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশা আজ সবার।