বিশ্বসেরা আরচার রোমান সানা

বিশ্ব আরচারিতে আরও একটি সাফল্য পেলেন রোমান সানা। ব্রেক থ্রু বা বড় সাফল্য অর্জনের ক্যাটাগরিতে সেরা আচার নির্বাচিত হয়েছেন। রোমানের পাশাপাশি বাংলাদেশের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিকও এই ক্যাটাগরিতে সেরা হয়েছেন। বিশ্ব আরচারিতে এমন পুরস্কার পাওয়ার পর রোমান সানা উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘গত বছর আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। সেই পরিশ্রমের ফসল হিসেবে সাফল্য আসছে। বিশ্ব আরচারিতে ব্রেক থ্রু ক্যাটাগরিতে আমার নাম আসায় আমি বেশ খুশি। এই পুরস্কার সামনের দিকে আরও ভালো খেলার অনুপ্রেরণা জোগাবে।’

বছরের সেরা চমক ছিল বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্চ জিতে প্রথমবারের মতো জায়গা করে নেওয়া টোকিও অলিম্পিকে। এবার বিশ্ব আরচারি ফেডারেশন তাদের ওয়েবসাইটে বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্বসেরা নির্বাচনের জন্য একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল। যার অনলাইন ভোটিং শুরু হয়েছে আগেই। এই ভোটিং ও বিশেষজ্ঞদের মাধ্যমে পরে রিকার্ভ ক্যাটাগরিতে অবশ্য সেরা হতে পারেননি রোমান। সেখানে সেরা হয়েছেন যুক্তরাষ্ট্রের ব্যাডি এলিসন। রোববার রাতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বিশ্ব ইনডোর আরচারি চ্যাম্পিয়নশিপ শেষে এই পুরস্কারের নামগুলো ঘোষণা করা হয়। ২০১৯ সালে রোমান সানার পারফরম্যান্স ছিল সাফল্যে উদ্ভাসিত। এশিয়ান আরচারিসহ দক্ষিণ এশিয়ান গেমসে জিতেছেন একের পর এক স্বর্ণ।

সাফল্যে মোড়ানো বছর উপহার দেয়াতেই এই পুরস্কার রোমান সানার। মার্চে ব্যাংককে এশিয়া কাপ আরচারিতে রূপা জয় দিয়ে শুরু। জুনে নেদারল্যান্ডসে বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপে ছিল অভাবনীয় সাফল্য। সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ জিতেছেন। সুবাদে ২০২০ টোকিও অলিম্পিকে সরাসরি অংশগ্রহণের সুযোগ পেয়ে ক্রীড়াঙ্গনকে আলোড়িত করেছেন সবচেয়ে বেশি। সেপ্টেম্বরেও ফিলিপাইনে এশিয়া কাপ র‌্যাংকিং প্রতিযোগিতাতেও এসেছে স্বর্ণ। তারপর কাঠমান্ডু এসএ গেমসে তিনটি ইভেন্টের সবগুলোতে স্বর্ণ জিতেছেন। ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে ১৪টি পদক জিতে পুরো বছরটি সাফল্যে ভরপুর ছিল তার।

image

আরচার রোমান সানা

আরও খবর
গণপরিবহনে লাগামহীন ভাড়া
বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা এখনও অনিশ্চিত
সড়ক দুর্ঘটনা ৩ দশমিক ৯১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বোনের মৃত্যু শোককে শক্তিতে পরিণত করে বিশ্বকাপ ছিনিয়ে এনেছে আকবর
আনন্দে মেতেছে সারাদেশ
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় মুজিববর্ষে জাতির জন্য উপহার প্রধানমন্ত্রী
বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের প্লট ও সম্মানি দেয়ার দাবি সংসদে
আনসার আল ইসলামের ৫ জঙ্গি গ্রেফতার
ফিরতি টিকিট ৫০ শতাংশ করার দাবি
চীন থেকে আর কাউকে আনবে না সরকার
ভোট পুনর্যাচাই ঘুড়ি নয়, ঝুড়ি জিতেছে
চীন থেকে আসা একজনকে রংপুর থেকে কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর
দুই কিশোরী ধর্ষণ
তদন্ত প্রাথমিক পর্যায়েই রয়ে গেছে
কলকাতা বইমেলা ২০২১ বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করা হবে
ক্ষণগণনা : আর ৩৪ দিন
আ-মরি বাংলা ভাষা

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০ , ২৮ মাঘ ১৪২৬, ১৬ জমাদিউল সানি ১৪৪১

বিশ্বসেরা আরচার রোমান সানা

ক্রীড়া বার্তা পরিবেশক

image

আরচার রোমান সানা

বিশ্ব আরচারিতে আরও একটি সাফল্য পেলেন রোমান সানা। ব্রেক থ্রু বা বড় সাফল্য অর্জনের ক্যাটাগরিতে সেরা আচার নির্বাচিত হয়েছেন। রোমানের পাশাপাশি বাংলাদেশের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিকও এই ক্যাটাগরিতে সেরা হয়েছেন। বিশ্ব আরচারিতে এমন পুরস্কার পাওয়ার পর রোমান সানা উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘গত বছর আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। সেই পরিশ্রমের ফসল হিসেবে সাফল্য আসছে। বিশ্ব আরচারিতে ব্রেক থ্রু ক্যাটাগরিতে আমার নাম আসায় আমি বেশ খুশি। এই পুরস্কার সামনের দিকে আরও ভালো খেলার অনুপ্রেরণা জোগাবে।’

বছরের সেরা চমক ছিল বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্চ জিতে প্রথমবারের মতো জায়গা করে নেওয়া টোকিও অলিম্পিকে। এবার বিশ্ব আরচারি ফেডারেশন তাদের ওয়েবসাইটে বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্বসেরা নির্বাচনের জন্য একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল। যার অনলাইন ভোটিং শুরু হয়েছে আগেই। এই ভোটিং ও বিশেষজ্ঞদের মাধ্যমে পরে রিকার্ভ ক্যাটাগরিতে অবশ্য সেরা হতে পারেননি রোমান। সেখানে সেরা হয়েছেন যুক্তরাষ্ট্রের ব্যাডি এলিসন। রোববার রাতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বিশ্ব ইনডোর আরচারি চ্যাম্পিয়নশিপ শেষে এই পুরস্কারের নামগুলো ঘোষণা করা হয়। ২০১৯ সালে রোমান সানার পারফরম্যান্স ছিল সাফল্যে উদ্ভাসিত। এশিয়ান আরচারিসহ দক্ষিণ এশিয়ান গেমসে জিতেছেন একের পর এক স্বর্ণ।

সাফল্যে মোড়ানো বছর উপহার দেয়াতেই এই পুরস্কার রোমান সানার। মার্চে ব্যাংককে এশিয়া কাপ আরচারিতে রূপা জয় দিয়ে শুরু। জুনে নেদারল্যান্ডসে বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপে ছিল অভাবনীয় সাফল্য। সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ জিতেছেন। সুবাদে ২০২০ টোকিও অলিম্পিকে সরাসরি অংশগ্রহণের সুযোগ পেয়ে ক্রীড়াঙ্গনকে আলোড়িত করেছেন সবচেয়ে বেশি। সেপ্টেম্বরেও ফিলিপাইনে এশিয়া কাপ র‌্যাংকিং প্রতিযোগিতাতেও এসেছে স্বর্ণ। তারপর কাঠমান্ডু এসএ গেমসে তিনটি ইভেন্টের সবগুলোতে স্বর্ণ জিতেছেন। ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে ১৪টি পদক জিতে পুরো বছরটি সাফল্যে ভরপুর ছিল তার।