না’গঞ্জ বিদ্যানিকেতন হাইস্কুলের ১৬শ’ শিক্ষার্থীর দু’মাসের বেতন মওকুফ

করোনা পরিস্থিতি বিবেচনায় ১৬০০ শিক্ষার্থীর দুই মাসের বেতন মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে নারায়ণগঞ্জের বিদ্যানিকেতন হাই স্কুলের পরিচালনা পরিষদ। এদিকে বিদ্যানিকেতন ট্রাস্টের নিজস্ব তহবিল থেকে বিদ্যালয়ের শিক্ষকদের তিন মাসের বেতন ও বোনাস প্রদান করা হয়েছে। নারায়ণগঞ্জে এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত বলে মন্তব্য শিক্ষানুরাগী ও সচেতন মহলের।

বিদ্যানিকেতন হাইস্কুলের পরিচালনা পরিষদের সভাপতি ও বিদ্যানিকেতন ট্রাস্টের চেয়ারম্যান এবং দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূন জানান, ২০০৭ সালে নারায়ণগঞ্জের ভূইয়ারবাগ এলাকায় এ স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। এখানকার অধিকাংশ শিক্ষার্থী নিম্ন আয়ের পরিবারের সন্তান। তাদের মেধার বিকাশ করার সুযোগ করে দেয়াই আমাদের উদ্দেশ্য। সেজন্যই কোন শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে যাতে ঝরে না পড়ে সেজন্য সব শিক্ষার্থীদের এপ্রিল এবং মে মাসের বেতন মওকুফ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া গত তিন মাসের (মার্চ, এপ্রিল, মে) শিক্ষকদের বেতন এবং বোনাস বিদ্যানিকেতন ট্রাস্টের তহবিল থেকে প্রদান করা হয়েছে।

বিদ্যানিকতেন ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম বলেন, বিদ্যানিকেতন হাইস্কুলটি বাণিজ্যিক ভিত্তিতে পরিচালনা করা হয় না। সামাজিক দায়বদ্ধতা থেকে পরিচালনা করা হয়ে থাকে।

তিনি জানান, শুধুমাত্র শিক্ষার্থীদের বেতন মওকুফ নয়, এ দুর্যোগকালে বিদ্যালয়ের গরিব এমন চারশ’ শিক্ষার্থীর মধ্যে খাদ্যসামগ্রী সহায়তা এবং ১০ হাজার মানুষের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে প্রদান করা হয়েছে।

বিদ্যানিকেতনের উদ্যোগ নারায়ণগঞ্জের অন্যান্য স্কুলের জন্য অনুকরণীয় হয়ে থাকবে মন্তব্য করে শিশু সংগঠন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, শহরের অন্যান্য স্কুল বিদ্যানিকেতনকে অনুকরণ করার আহ্বান জানাই।

নারায়নগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ বলেন, বর্তমান দুর্যোগকালে বিদ্যানিকেতন কর্তৃপক্ষের মহানুভবতা দৃষ্টান্ত হয়ে থাকবে।

আরও খবর
নিত্যপণ্যের বাজারে বাজেটের প্রভাব পড়েনি
অস্ট্রেলিয়ার কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
রংপুরের হাড়িভাঙ্গা আম শীঘ্রই বাজারে আসছে
সৌদি আরবে আটকেপড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে দূতাবাসের উদ্যোগ
ভার্চুয়াল কোর্টে ৪৮৯ শিশুর জামিন
করোনা কেড়ে নেয় প্রিয়জনকে ছুঁয়ে কান্না করার অধিকারও
মোহাম্মদ নাসিমের জীবন এখন ‘সংকটাপন্ন’
দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি বিশিষ্টজনের
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী করোনা আক্রান্ত
অ্যাডিস মশা নিয়ন্ত্রণে চিরনি অভিযান : সাত দিনে ১০ লাখ টাকা জরিমানা
ব্রিফকেস হান্নান বাহিনীর কাহিনী, স্ত্রী পারভীনেরও রয়েছে নিজস্ব গ্রুপ
কিস্তি পরিশোধের চাপে দিশেহারা উপকূলের মানুষ
করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ২ চিকিৎসকের মৃত্যু
সরকারি হাসপাতালে করোনায় কাবু অর্ধশত নার্স
খাবারের সন্ধানে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল বন্য হাতি

শনিবার, ১৩ জুন ২০২০ , ৩০ জৈষ্ঠ ১৪২৭, ২০ শাওয়াল ১৪৪১

না’গঞ্জ বিদ্যানিকেতন হাইস্কুলের ১৬শ’ শিক্ষার্থীর দু’মাসের বেতন মওকুফ

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

করোনা পরিস্থিতি বিবেচনায় ১৬০০ শিক্ষার্থীর দুই মাসের বেতন মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে নারায়ণগঞ্জের বিদ্যানিকেতন হাই স্কুলের পরিচালনা পরিষদ। এদিকে বিদ্যানিকেতন ট্রাস্টের নিজস্ব তহবিল থেকে বিদ্যালয়ের শিক্ষকদের তিন মাসের বেতন ও বোনাস প্রদান করা হয়েছে। নারায়ণগঞ্জে এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত বলে মন্তব্য শিক্ষানুরাগী ও সচেতন মহলের।

বিদ্যানিকেতন হাইস্কুলের পরিচালনা পরিষদের সভাপতি ও বিদ্যানিকেতন ট্রাস্টের চেয়ারম্যান এবং দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূন জানান, ২০০৭ সালে নারায়ণগঞ্জের ভূইয়ারবাগ এলাকায় এ স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। এখানকার অধিকাংশ শিক্ষার্থী নিম্ন আয়ের পরিবারের সন্তান। তাদের মেধার বিকাশ করার সুযোগ করে দেয়াই আমাদের উদ্দেশ্য। সেজন্যই কোন শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে যাতে ঝরে না পড়ে সেজন্য সব শিক্ষার্থীদের এপ্রিল এবং মে মাসের বেতন মওকুফ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া গত তিন মাসের (মার্চ, এপ্রিল, মে) শিক্ষকদের বেতন এবং বোনাস বিদ্যানিকেতন ট্রাস্টের তহবিল থেকে প্রদান করা হয়েছে।

বিদ্যানিকতেন ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম বলেন, বিদ্যানিকেতন হাইস্কুলটি বাণিজ্যিক ভিত্তিতে পরিচালনা করা হয় না। সামাজিক দায়বদ্ধতা থেকে পরিচালনা করা হয়ে থাকে।

তিনি জানান, শুধুমাত্র শিক্ষার্থীদের বেতন মওকুফ নয়, এ দুর্যোগকালে বিদ্যালয়ের গরিব এমন চারশ’ শিক্ষার্থীর মধ্যে খাদ্যসামগ্রী সহায়তা এবং ১০ হাজার মানুষের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে প্রদান করা হয়েছে।

বিদ্যানিকেতনের উদ্যোগ নারায়ণগঞ্জের অন্যান্য স্কুলের জন্য অনুকরণীয় হয়ে থাকবে মন্তব্য করে শিশু সংগঠন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, শহরের অন্যান্য স্কুল বিদ্যানিকেতনকে অনুকরণ করার আহ্বান জানাই।

নারায়নগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ বলেন, বর্তমান দুর্যোগকালে বিদ্যানিকেতন কর্তৃপক্ষের মহানুভবতা দৃষ্টান্ত হয়ে থাকবে।