করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ২ চিকিৎসকের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ২ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। তারা হলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসান ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার (৪৩)। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ ২ চিকিৎসকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মেডিকেল ভার্সিটির উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া গভীর শোক প্রকাশ করেন। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত ১টা ১৬ মিনিটের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা যান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, প্রায় ১৫ দিন আগে গাজী জহিরুল হাসানের কোভিড-১৯ ধরা পড়ে। অবস্থার অবনতি হলে গত ৫ জুন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অক্সিজেন সেচুরেশন কমে যাচ্ছিল। এ কারণে ঢাকা মেডিকেলের আইসিইউতে নেয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি। তিনি একজন দক্ষ চিকিৎসক ছিলেন। চিকিৎসা শিক্ষায়ও তার অনেক অবদান ছিল। আমাদের অনেক ক্ষতি হয়ে গেল। গাজী জহিরুল ময়মনসিংহ মেডিকেল কলেজের সপ্তদশ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

অন্যদিকে চিকিৎসকদের একাধিক সংগঠন থেকে জানানো হয়, গতকাল সকাল সাড়ে ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এনআইসিভিডির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দেশের করোনা সংক্রমণ শুরুর পর থেকে প্রথম সারির যোদ্ধা হিসেবে করোনায় আক্রান্তদের চিকিৎসা দেয়াসহ বিভিন্ন রোগের চিকিৎসা করতে গিয়ে এ পর্যান্ত ১২ শতাধিক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এদের অধিকাংশ সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। অনেকে আবার বাসায় থেকেও চিকিৎসা নিচ্ছেন। অনেক চিকিৎসক করোনায় আক্রান্তদের সংস্পর্শে থাকায় হোম কোয়ারেন্টিন এবং আইসোলশনে রয়েছেন। সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৩৪ জন চিকিৎসক মারা যাওয়ার তথ্য রয়েছে। অধিকাংশ চিকিৎসক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিএসএমএমইউর শোক

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসানের মৃত্যুতে অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কান্তি বড়ুয়া গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

আরও খবর
নিত্যপণ্যের বাজারে বাজেটের প্রভাব পড়েনি
অস্ট্রেলিয়ার কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
রংপুরের হাড়িভাঙ্গা আম শীঘ্রই বাজারে আসছে
সৌদি আরবে আটকেপড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে দূতাবাসের উদ্যোগ
ভার্চুয়াল কোর্টে ৪৮৯ শিশুর জামিন
করোনা কেড়ে নেয় প্রিয়জনকে ছুঁয়ে কান্না করার অধিকারও
মোহাম্মদ নাসিমের জীবন এখন ‘সংকটাপন্ন’
দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি বিশিষ্টজনের
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী করোনা আক্রান্ত
অ্যাডিস মশা নিয়ন্ত্রণে চিরনি অভিযান : সাত দিনে ১০ লাখ টাকা জরিমানা
ব্রিফকেস হান্নান বাহিনীর কাহিনী, স্ত্রী পারভীনেরও রয়েছে নিজস্ব গ্রুপ
না’গঞ্জ বিদ্যানিকেতন হাইস্কুলের ১৬শ’ শিক্ষার্থীর দু’মাসের বেতন মওকুফ
কিস্তি পরিশোধের চাপে দিশেহারা উপকূলের মানুষ
সরকারি হাসপাতালে করোনায় কাবু অর্ধশত নার্স
খাবারের সন্ধানে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল বন্য হাতি

শনিবার, ১৩ জুন ২০২০ , ৩০ জৈষ্ঠ ১৪২৭, ২০ শাওয়াল ১৪৪১

করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ২ চিকিৎসকের মৃত্যু

নিজস্ব বার্তা পরিবেশক |

করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ২ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। তারা হলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসান ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার (৪৩)। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ ২ চিকিৎসকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মেডিকেল ভার্সিটির উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া গভীর শোক প্রকাশ করেন। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত ১টা ১৬ মিনিটের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা যান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, প্রায় ১৫ দিন আগে গাজী জহিরুল হাসানের কোভিড-১৯ ধরা পড়ে। অবস্থার অবনতি হলে গত ৫ জুন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অক্সিজেন সেচুরেশন কমে যাচ্ছিল। এ কারণে ঢাকা মেডিকেলের আইসিইউতে নেয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি। তিনি একজন দক্ষ চিকিৎসক ছিলেন। চিকিৎসা শিক্ষায়ও তার অনেক অবদান ছিল। আমাদের অনেক ক্ষতি হয়ে গেল। গাজী জহিরুল ময়মনসিংহ মেডিকেল কলেজের সপ্তদশ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

অন্যদিকে চিকিৎসকদের একাধিক সংগঠন থেকে জানানো হয়, গতকাল সকাল সাড়ে ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এনআইসিভিডির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দেশের করোনা সংক্রমণ শুরুর পর থেকে প্রথম সারির যোদ্ধা হিসেবে করোনায় আক্রান্তদের চিকিৎসা দেয়াসহ বিভিন্ন রোগের চিকিৎসা করতে গিয়ে এ পর্যান্ত ১২ শতাধিক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এদের অধিকাংশ সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। অনেকে আবার বাসায় থেকেও চিকিৎসা নিচ্ছেন। অনেক চিকিৎসক করোনায় আক্রান্তদের সংস্পর্শে থাকায় হোম কোয়ারেন্টিন এবং আইসোলশনে রয়েছেন। সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৩৪ জন চিকিৎসক মারা যাওয়ার তথ্য রয়েছে। অধিকাংশ চিকিৎসক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিএসএমএমইউর শোক

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসানের মৃত্যুতে অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কান্তি বড়ুয়া গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।