শেষকৃত্য সম্পন্ন প্রণব মুখার্জির

গতকাল সকালে গান স্যালুটে ভারতের প্রয়াত সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শেষকৃত্য সম্পন্ন হয়। এতে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ও তিন বাহিনীর প্রধানও সকালে প্রয়াত ভারতরতœকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

দিল্লিতে প্রণব মুখার্জির বাসভবন ১০, রাজাজি মার্গে শায়িত রয়েছে প্রয়াত সাবেক রাষ্ট্রপতির মরদেহ। গতকাল সকালে তাকে শেষ শ্রদ্ধা জানাতে একে একে সেখানে উপস্থিত হন রাজনীতির নানা বিশিষ্ট ব্যক্তিত্ব। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদুরিয়া, বায়ুসেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিং শেষ শ্রদ্ধা জানান প্রণব মুখার্জিকে ।

গতকাল বিকেলে কোভিড প্রোটোকল অনুযায়ী, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন প্রণব মুখার্জির। তার প্রয়াণে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সাত দিন দেশের জাতীয় পতাকা অর্ধনমিত থাকছে।

গতকাল সরকারি ছুটি ঘোষণা বাংলায় সোমবার দিল্লির সেনা হাসপাতালে জীবনাবসান হয় সাবেক রাষ্ট্রপতির। গত ৯ আগস্ট বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি। তারপর থেকেই দিল্লির সেনা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। স্নায়ুঘটিত সমস্যা দেখা দেওয়ায় গত ১০ আগস্ট তার মাথায় অস্ত্রোপচার করা হয়। ১৩ আগস্ট থেকে কোমায় ছিলেন তিনি। অস্ত্রোপচারের আগে তার শরীরে COVID-19 সংক্রমণও ধরা পড়ে। মৃত্যুকালে সাবেক রাষ্ট্রপতির বয়স হয়েছিল ৮৪ বছর।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০ , ১২ মহররম ১৪৪২, ১৬ ভাদ্র ১৪২৭

শেষকৃত্য সম্পন্ন প্রণব মুখার্জির

সংবাদ ডেস্ক |

গতকাল সকালে গান স্যালুটে ভারতের প্রয়াত সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শেষকৃত্য সম্পন্ন হয়। এতে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ও তিন বাহিনীর প্রধানও সকালে প্রয়াত ভারতরতœকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

দিল্লিতে প্রণব মুখার্জির বাসভবন ১০, রাজাজি মার্গে শায়িত রয়েছে প্রয়াত সাবেক রাষ্ট্রপতির মরদেহ। গতকাল সকালে তাকে শেষ শ্রদ্ধা জানাতে একে একে সেখানে উপস্থিত হন রাজনীতির নানা বিশিষ্ট ব্যক্তিত্ব। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদুরিয়া, বায়ুসেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিং শেষ শ্রদ্ধা জানান প্রণব মুখার্জিকে ।

গতকাল বিকেলে কোভিড প্রোটোকল অনুযায়ী, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন প্রণব মুখার্জির। তার প্রয়াণে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সাত দিন দেশের জাতীয় পতাকা অর্ধনমিত থাকছে।

গতকাল সরকারি ছুটি ঘোষণা বাংলায় সোমবার দিল্লির সেনা হাসপাতালে জীবনাবসান হয় সাবেক রাষ্ট্রপতির। গত ৯ আগস্ট বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি। তারপর থেকেই দিল্লির সেনা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। স্নায়ুঘটিত সমস্যা দেখা দেওয়ায় গত ১০ আগস্ট তার মাথায় অস্ত্রোপচার করা হয়। ১৩ আগস্ট থেকে কোমায় ছিলেন তিনি। অস্ত্রোপচারের আগে তার শরীরে COVID-19 সংক্রমণও ধরা পড়ে। মৃত্যুকালে সাবেক রাষ্ট্রপতির বয়স হয়েছিল ৮৪ বছর।