৮৭ লাখের বেশি ডোজ টিকা দেয়া শেষ

দেশে করোনাভাইরাসের টিকাদান শুরুর পর ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৯ লাখ ৩৬ হাজার ২৪১ জন। এর মধ্যে পুরুষ ১৯ লাখ দুই হাজার ৪০৫ জন আর নারী টিকা নিয়েছেন ১০ লাখ ৩৩ হাজার ৮৩৬ জন। আর প্রথম ডোজ নিয়েছে ৫৮ লাখ ১৯ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষ ৩৬ লাখ আট হাজার ৭৬৭ জন আর নারী ২২ লাখ ১০ হাজার ৮৮৯ জন। দুই ডোজ মিলিয়ে ৮৭ লাখ ৫৫ হাজার ৮৭৫ লাখ ডোজ ভ্যাকসিন দেয়া শেষ হয়েছে। পাশাপাশি করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন ৭২ লাখ ৪৮ হাজার ৮২৮ জন। এছাড়া টিকা নেয়ার পর সামান্য পার্শ¦প্রতিক্রিয়া হয়েছে মোট ৯৯৮ জনের। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর টিকাদানবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে ১৯তম দিনে গতকাল টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৩০ হাজার ৫৪৭ জন। এর মধ্যে ঢাকা মহানগরে নিয়েছেন ২৭ হাজার ৮০৯ জন। প্রথম ও দ্বিতীয় মিলে টিকা দেয়া হয়েছে ৮৭ লাখ ৫৫ হাজার ৯৫০ ডোজ। বিতরণ করা টিকা বাদ দিলে হাতে মজুদ আছে মাত্র ১৪ লাখ ৪৪ হাজার ৫০ ডোজ।

অন্যদিকে সারাদেশে গণটিকাদান কর্মসূচি শুরুর ৬৮তম দিনে গতকাল প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন ৫৩ জন। যদিও ২৬ এপ্রিল থেকে প্রথম ডোজ টিকা গণহারে দেয়া বন্ধ রয়েছে।

তবে কিছু সেন্টারে প্রভাবশালীদের চাপে প্রথম ডোজ কিছু টিকা বিতরণ চলছে বলে সূত্র বলছে। দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে। দ্বিতীয় ডোজ টিকাদান কর্মসূচি শুরু হয় গত ৮ এপ্রিল থেকে।

সোমবার, ০৩ মে ২০২১ , ২১ বৈশাখ ১৪২৮ ২১ রমজান ১৪৪২

৮৭ লাখের বেশি ডোজ টিকা দেয়া শেষ

নিজস্ব বার্তা পরিবেশক

image

দেশে করোনাভাইরাসের টিকাদান শুরুর পর ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৯ লাখ ৩৬ হাজার ২৪১ জন। এর মধ্যে পুরুষ ১৯ লাখ দুই হাজার ৪০৫ জন আর নারী টিকা নিয়েছেন ১০ লাখ ৩৩ হাজার ৮৩৬ জন। আর প্রথম ডোজ নিয়েছে ৫৮ লাখ ১৯ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষ ৩৬ লাখ আট হাজার ৭৬৭ জন আর নারী ২২ লাখ ১০ হাজার ৮৮৯ জন। দুই ডোজ মিলিয়ে ৮৭ লাখ ৫৫ হাজার ৮৭৫ লাখ ডোজ ভ্যাকসিন দেয়া শেষ হয়েছে। পাশাপাশি করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন ৭২ লাখ ৪৮ হাজার ৮২৮ জন। এছাড়া টিকা নেয়ার পর সামান্য পার্শ¦প্রতিক্রিয়া হয়েছে মোট ৯৯৮ জনের। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর টিকাদানবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে ১৯তম দিনে গতকাল টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৩০ হাজার ৫৪৭ জন। এর মধ্যে ঢাকা মহানগরে নিয়েছেন ২৭ হাজার ৮০৯ জন। প্রথম ও দ্বিতীয় মিলে টিকা দেয়া হয়েছে ৮৭ লাখ ৫৫ হাজার ৯৫০ ডোজ। বিতরণ করা টিকা বাদ দিলে হাতে মজুদ আছে মাত্র ১৪ লাখ ৪৪ হাজার ৫০ ডোজ।

অন্যদিকে সারাদেশে গণটিকাদান কর্মসূচি শুরুর ৬৮তম দিনে গতকাল প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন ৫৩ জন। যদিও ২৬ এপ্রিল থেকে প্রথম ডোজ টিকা গণহারে দেয়া বন্ধ রয়েছে।

তবে কিছু সেন্টারে প্রভাবশালীদের চাপে প্রথম ডোজ কিছু টিকা বিতরণ চলছে বলে সূত্র বলছে। দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে। দ্বিতীয় ডোজ টিকাদান কর্মসূচি শুরু হয় গত ৮ এপ্রিল থেকে।