২৩ দিন পরও খালেদার শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। কিছু জায়গায় উন্নতি হলেও পোস্ট-কোভিডজনিত সমস্যাগুলো এখনও রয়ে গেছে। হাসপাতালে চিকিৎসার ২৩ দিন পার হয়েছে গতকাল। খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের ডায়াবেটিস, আর্থ্রাইটিসের কারণে তার হাত-পা ফুলে যাওয়া এবং ব্যথার যে সমস্যা ছিল সেগুলো এখনও রয়েছে তবে শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। তার হার্টের সমস্যা নিয়ে চিকিৎসকরা এখনও উদ্বিগ্ন বলে জানিয়েছে ঘনিষ্ঠসূত্র।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ২৭ এপ্রিল শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা দেখা দিলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল দুপুর পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত খবর হচ্ছে, বিকেল ৩টায় এভারকেয়ার ও তার চিকিৎসকদের সম্মিলিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করেন।

যথাসময় চিকিৎসক দলের অন্যতম সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, বেগম জিয়ার স্বাস্থ্যের পরিস্থিতি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে অবহিত করবেন।

খালেদা জিয়ার পরিবারের ঘনিষ্ঠ, স্থায়ী কমিটির একজন সদস্য বুধবার দুপুরে সাংবাদিকদের বলেন, ‘ম্যাডামের বিষয়ে আমাদের সেভাবে বলার সুযোগ নেই। তবে, এটা ঠিক, ম্যাডামের অবস্থা হচ্ছে, ‘নো নিউজ ইজ গুড নিউজ’।

দলের একাধিক নেতা জানান, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি নিয়ে এখনও সরকারের সঙ্গে বোঝাপড়া চলছে। তবে, শেষ পর্যন্ত তা কোনদিকে গড়াবে, এখনও অনিশ্চিত।

বৃহস্পতিবার, ২০ মে ২০২১ , ৬ জ্যৈষ্ঠ ১৪২৮ ৭ শাওয়াল ১৪৪২

২৩ দিন পরও খালেদার শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত

নিজস্ব বার্তা পরিবেশক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। কিছু জায়গায় উন্নতি হলেও পোস্ট-কোভিডজনিত সমস্যাগুলো এখনও রয়ে গেছে। হাসপাতালে চিকিৎসার ২৩ দিন পার হয়েছে গতকাল। খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের ডায়াবেটিস, আর্থ্রাইটিসের কারণে তার হাত-পা ফুলে যাওয়া এবং ব্যথার যে সমস্যা ছিল সেগুলো এখনও রয়েছে তবে শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। তার হার্টের সমস্যা নিয়ে চিকিৎসকরা এখনও উদ্বিগ্ন বলে জানিয়েছে ঘনিষ্ঠসূত্র।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ২৭ এপ্রিল শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা দেখা দিলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল দুপুর পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত খবর হচ্ছে, বিকেল ৩টায় এভারকেয়ার ও তার চিকিৎসকদের সম্মিলিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করেন।

যথাসময় চিকিৎসক দলের অন্যতম সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, বেগম জিয়ার স্বাস্থ্যের পরিস্থিতি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে অবহিত করবেন।

খালেদা জিয়ার পরিবারের ঘনিষ্ঠ, স্থায়ী কমিটির একজন সদস্য বুধবার দুপুরে সাংবাদিকদের বলেন, ‘ম্যাডামের বিষয়ে আমাদের সেভাবে বলার সুযোগ নেই। তবে, এটা ঠিক, ম্যাডামের অবস্থা হচ্ছে, ‘নো নিউজ ইজ গুড নিউজ’।

দলের একাধিক নেতা জানান, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি নিয়ে এখনও সরকারের সঙ্গে বোঝাপড়া চলছে। তবে, শেষ পর্যন্ত তা কোনদিকে গড়াবে, এখনও অনিশ্চিত।