শয্যা সংকটে রোগী মৃত্যু আর কত?

দেশে এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে। আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ফলে দেশের হাসপাতালগুলো পড়ছে বাড়তি চাপের মুখে। বিশেষ করে দেশের সরকারি হাসপাতালগুলো রীতিমতো হিমশিম খাচ্ছে।

প্রতিদিন গণমাধ্যমের কল্যাণে দেখা যায় করোনায় আক্রান্ত রোগী এবং স্বজনদের অসহায়ত্বের করুন দৃশ্য। শয্যা সংকটের ফলে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটাছুটি করেও ঠাঁই হচ্ছে না কোথাও। সাধারণ শয্যা ও আইসিইউ যেন এখন ‘সোনার হরিণ’। রাজধানীসহ দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলো ধীরে ধীরে মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে। স্বজনদের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠছে চারপাশ।

নাগরিকদের জন্য চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব ও কর্তব্য। জনসংখ্যা অনুযায়ী চিকিৎসা ব্যবস্থার সুবিধা ও হাসপাতালের শয্যা সংখ্যা অপর্যাপ্ত। আবার সেবার মান নিয়ে প্রশ্ন এবং দায়িত্বে অবহেলার অভিযোগ তো রয়েছেই। তাছাড়া দেশের বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা করা সাধারণ মানুষের সাধ্যের বাইরে।

বর্তমান পরিস্থিতিতে হাসপাতালে শয্যা ও আইসিইউ সুবিধার অভাবে মৃত্যুবরণ করা দুঃখজনক। হাসপাতালে শয্যা সংকটে আর কত মানুষ মৃত্যুবরণ করবে। দেশের চিকিৎসা খাতের উন্নতি, পর্যাপ্ত আইসিইউ শয্যা স্থাপনসহ মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি। তাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখনই কার্যকর ও জোড়ালো পদক্ষেপ নেওয়ার অনুরোধ রইলো।

আরিফুল ইসলাম

বুধবার, ২৩ জুন ২০২১ , ৯ আষাঢ় ১৪২৮ ১১ জিলকদ ১৪৪২

শয্যা সংকটে রোগী মৃত্যু আর কত?

দেশে এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে। আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ফলে দেশের হাসপাতালগুলো পড়ছে বাড়তি চাপের মুখে। বিশেষ করে দেশের সরকারি হাসপাতালগুলো রীতিমতো হিমশিম খাচ্ছে।

প্রতিদিন গণমাধ্যমের কল্যাণে দেখা যায় করোনায় আক্রান্ত রোগী এবং স্বজনদের অসহায়ত্বের করুন দৃশ্য। শয্যা সংকটের ফলে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটাছুটি করেও ঠাঁই হচ্ছে না কোথাও। সাধারণ শয্যা ও আইসিইউ যেন এখন ‘সোনার হরিণ’। রাজধানীসহ দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলো ধীরে ধীরে মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে। স্বজনদের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠছে চারপাশ।

নাগরিকদের জন্য চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব ও কর্তব্য। জনসংখ্যা অনুযায়ী চিকিৎসা ব্যবস্থার সুবিধা ও হাসপাতালের শয্যা সংখ্যা অপর্যাপ্ত। আবার সেবার মান নিয়ে প্রশ্ন এবং দায়িত্বে অবহেলার অভিযোগ তো রয়েছেই। তাছাড়া দেশের বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা করা সাধারণ মানুষের সাধ্যের বাইরে।

বর্তমান পরিস্থিতিতে হাসপাতালে শয্যা ও আইসিইউ সুবিধার অভাবে মৃত্যুবরণ করা দুঃখজনক। হাসপাতালে শয্যা সংকটে আর কত মানুষ মৃত্যুবরণ করবে। দেশের চিকিৎসা খাতের উন্নতি, পর্যাপ্ত আইসিইউ শয্যা স্থাপনসহ মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি। তাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখনই কার্যকর ও জোড়ালো পদক্ষেপ নেওয়ার অনুরোধ রইলো।

আরিফুল ইসলাম