ট্রেনের টিকিট নিয়ে সিন্ডিকেট

করোনা মহামারীর কারণে বিধি-নিষেধ থাকার পর গত ২৪ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল শুরু হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সাধারণ মানুষ অনলাইনে টিকিট কাটতে গিয়ে সকাল থেকে রাত পর্যন্ত অপেক্ষা করেও পাচ্ছেন না।

কেউ কেউ ছুটে বেড়াচ্ছেন কাউন্টারেÑ একটি টিকিট পাবেন বলে। কিন্তু সেখানেও পাওয়া যাচ্ছে না। দালালদের কাছে উচ্চমূল্যে ঠিকই পাওয়া যাচ্ছে টিকিট।

শায়েস্তাগঞ্জ থেকে চট্টগ্রাম একটি টিকিটের দাম হচ্ছে ২৭০ টাকা। সেখানে কালোবাজারী করে দালালরা ভুক্তভোগী যাত্রীদের কাছে বিক্রি করছে ৭০০ থেকে ৮০০ টাকায়। যাত্রীরা নিরুপায় হয়ে তাদের কাছ থেকে টিকিট ক্রয় করছেন।

তাই ভুক্তভোগীদের প্রশ্ন টিকিট দালালেরা কীভাবে পাচ্ছে? তাদের কারা মদদ দিচ্ছে? এই সিন্ডিকেটের সঙ্গে কারা জড়িত আছে? সংশ্লিষ্টদের এগুলো খতিয়ে দেখতে হবে। আশাকরি রেলওয়ে কর্তৃপক্ষ জরুরিভিত্তিতে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

মোহাম্মদ এনামুল হক ফজলে রাব্বী

বুধবার, ২৩ জুন ২০২১ , ৯ আষাঢ় ১৪২৮ ১১ জিলকদ ১৪৪২

ট্রেনের টিকিট নিয়ে সিন্ডিকেট

করোনা মহামারীর কারণে বিধি-নিষেধ থাকার পর গত ২৪ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল শুরু হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সাধারণ মানুষ অনলাইনে টিকিট কাটতে গিয়ে সকাল থেকে রাত পর্যন্ত অপেক্ষা করেও পাচ্ছেন না।

কেউ কেউ ছুটে বেড়াচ্ছেন কাউন্টারেÑ একটি টিকিট পাবেন বলে। কিন্তু সেখানেও পাওয়া যাচ্ছে না। দালালদের কাছে উচ্চমূল্যে ঠিকই পাওয়া যাচ্ছে টিকিট।

শায়েস্তাগঞ্জ থেকে চট্টগ্রাম একটি টিকিটের দাম হচ্ছে ২৭০ টাকা। সেখানে কালোবাজারী করে দালালরা ভুক্তভোগী যাত্রীদের কাছে বিক্রি করছে ৭০০ থেকে ৮০০ টাকায়। যাত্রীরা নিরুপায় হয়ে তাদের কাছ থেকে টিকিট ক্রয় করছেন।

তাই ভুক্তভোগীদের প্রশ্ন টিকিট দালালেরা কীভাবে পাচ্ছে? তাদের কারা মদদ দিচ্ছে? এই সিন্ডিকেটের সঙ্গে কারা জড়িত আছে? সংশ্লিষ্টদের এগুলো খতিয়ে দেখতে হবে। আশাকরি রেলওয়ে কর্তৃপক্ষ জরুরিভিত্তিতে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

মোহাম্মদ এনামুল হক ফজলে রাব্বী