স্বেচ্ছায় রক্তদানের দৃষ্টান্ত গড়ল বরিশালের তন্ময়

৫০ ব্যাগ দিয়ে রেকর্ড

তন্ময় কুমার নাথ নামের বরিশালের এক যুবক অন্যকে প্রাণে বাঁচাতে স্বেচ্ছায় রক্ত দিয়ে এখন পর্যন্ত বরিশালে রেকর্ড সৃষ্টি করেছেন। এখন পর্যন্ত সে ২৫ লিটারেরও বেশি অর্থাৎ ৫০ ব্যাগ রক্ত দিয়েছেন। তার দাবি তিনি বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর সঙ্গে তার রক্ত দেয়াতেও সুবর্ণ জয়ন্তী হয়েছে। তন্ময়কে হাসপাতাল থেকে খবর দিলে বা কোন রোগী তাকে জানালে সম্ভব হলে তিনি নিজ খরচে হাসপাতালে যেয়ে মুুমূর্ষু রোগীর জন্য রক্ত দিয়ে আসছেন।

তন্ময় কুমার নাথ তার এই রক্ত দেয়াকে উৎসর্গ করেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের উদ্দেশ্যে। তার দাবি, যারা অকাতরে রক্ত ও প্রাণ দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এনেছে তাদের রক্তের ঋণ শোধ করার জন্যই তার এই উদ্যোগ।

২০০৫ সনের ১৬ অক্টোবর তিনি প্রথম বরিশাল মেডিকেল কলেজের ছাত্রদের দ্বারা পরিচালিত সন্ধানির রক্ত গ্রহণ কর্মসূচিতে প্রথম রক্ত দেন। এরপরও দুই একবার তিনি সন্ধানিতে রক্ত দিলেও এখন সরাসরি রোগীদের তিন মাস পরপর যে কোন রোগীর প্রাণ রক্ষার জন্য রক্ত দিচ্ছেন।

শনিবার, ০২ অক্টোবর ২০২১ , ১৭ আশ্বিন ১৪২৮ ২৩ সফর ১৪৪৩

স্বেচ্ছায় রক্তদানের দৃষ্টান্ত গড়ল বরিশালের তন্ময়

৫০ ব্যাগ দিয়ে রেকর্ড

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

তন্ময় কুমার নাথ নামের বরিশালের এক যুবক অন্যকে প্রাণে বাঁচাতে স্বেচ্ছায় রক্ত দিয়ে এখন পর্যন্ত বরিশালে রেকর্ড সৃষ্টি করেছেন। এখন পর্যন্ত সে ২৫ লিটারেরও বেশি অর্থাৎ ৫০ ব্যাগ রক্ত দিয়েছেন। তার দাবি তিনি বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর সঙ্গে তার রক্ত দেয়াতেও সুবর্ণ জয়ন্তী হয়েছে। তন্ময়কে হাসপাতাল থেকে খবর দিলে বা কোন রোগী তাকে জানালে সম্ভব হলে তিনি নিজ খরচে হাসপাতালে যেয়ে মুুমূর্ষু রোগীর জন্য রক্ত দিয়ে আসছেন।

তন্ময় কুমার নাথ তার এই রক্ত দেয়াকে উৎসর্গ করেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের উদ্দেশ্যে। তার দাবি, যারা অকাতরে রক্ত ও প্রাণ দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এনেছে তাদের রক্তের ঋণ শোধ করার জন্যই তার এই উদ্যোগ।

২০০৫ সনের ১৬ অক্টোবর তিনি প্রথম বরিশাল মেডিকেল কলেজের ছাত্রদের দ্বারা পরিচালিত সন্ধানির রক্ত গ্রহণ কর্মসূচিতে প্রথম রক্ত দেন। এরপরও দুই একবার তিনি সন্ধানিতে রক্ত দিলেও এখন সরাসরি রোগীদের তিন মাস পরপর যে কোন রোগীর প্রাণ রক্ষার জন্য রক্ত দিচ্ছেন।