মালদ্বীপকে বিদায় করে ফাইনালে সেশেলস

শ্রীলঙ্কায় চার জাতি ফুটবল প্রতিযোগিতায় ফেবারিট মালদ্বীপের কলম্বোর ফাইনালে যাওয়া হয়নি। আফ্রিকান ছোট্ট দেশ সেশেলসের সঙ্গে গতকাল (মঙ্গলবার) গোলশূন্য ড্র করে বিদায় নিয়েছে। সমান্তরালে ফাইনাল নিশ্চিত করেছে সেশেলসের।

রাউন্ড রবিন লীগে সেশেলস ৩ ম্যাচে ৫ পয়েন্ট অর্জন করেছে। সমান ম্যাচে মালদ্বীপ ২ পয়েন্ট পেয়েছে।

কলম্বোর রেসকোর্স মাঠে বৃষ্টির কারণে বল ঠিকঠাক পায়ে এসেছে কমই। কাদা মাঠে দুই দলের খেলতে সমস্যা হয়েছে। মালদ্বীপ আক্রমণ করেও গোল পায়নি। সেশেলসও চেষ্টা করেছে। কিন্তু গোল আসেনি।

বরং মাঝেমধ্যে দুই দলের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দ্বিতীয়ার্ধে যে কারণে দুই দলের একজন করে খেলোয়াড় লাল কার্ড দেখেছেন।

বুধবার, ১৭ নভেম্বর ২০২১ , ২ অগ্রহায়ণ ১৪২৮ ১১ রবিউস সানি ১৪৪৩

মালদ্বীপকে বিদায় করে ফাইনালে সেশেলস

সংবাদ স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কায় চার জাতি ফুটবল প্রতিযোগিতায় ফেবারিট মালদ্বীপের কলম্বোর ফাইনালে যাওয়া হয়নি। আফ্রিকান ছোট্ট দেশ সেশেলসের সঙ্গে গতকাল (মঙ্গলবার) গোলশূন্য ড্র করে বিদায় নিয়েছে। সমান্তরালে ফাইনাল নিশ্চিত করেছে সেশেলসের।

রাউন্ড রবিন লীগে সেশেলস ৩ ম্যাচে ৫ পয়েন্ট অর্জন করেছে। সমান ম্যাচে মালদ্বীপ ২ পয়েন্ট পেয়েছে।

কলম্বোর রেসকোর্স মাঠে বৃষ্টির কারণে বল ঠিকঠাক পায়ে এসেছে কমই। কাদা মাঠে দুই দলের খেলতে সমস্যা হয়েছে। মালদ্বীপ আক্রমণ করেও গোল পায়নি। সেশেলসও চেষ্টা করেছে। কিন্তু গোল আসেনি।

বরং মাঝেমধ্যে দুই দলের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দ্বিতীয়ার্ধে যে কারণে দুই দলের একজন করে খেলোয়াড় লাল কার্ড দেখেছেন।