গোলের রেকর্ড করে বিশ্বকাপে ইংল্যান্ড

শেষ ম্যাচে দুর্বল সান মারিনোকে ১০-০ গোল হারিয়ে কাতারের টিকিট পেয়েছে ইংল্যান্ড। বাছাইপর্বে এত গোলের জয় একটি রেকর্ড।

১৯৬৪ যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচের পর এই প্রথম প্রতিপক্ষের জালে ১০ গোল দিল ইংল্যান্ড। কোন প্রতিযোগিতামূলক ম্যাচে থ্রি লায়ন্সদের এটাই সবচেয়ে বড় জয়। ম্যাচে অধিনায়ক হ্যারি কেন হ্যাটট্রিকসহ করেছেন চার গোল। তিনি গোল করেন ২৭, ৩১, ৩৯ ও ৪২ মিনিটে। এর মধ্যে প্রথম ও তৃতীয় গোলটি করেন পেনাল্টিতে।

সান মারিনোর মাঠে ৬ মিনিটে ম্যাগুয়েরে, আত্মঘাতী গোলে ১৫ মিনিটে দ্বিতীয় গোল করার পর ইংলিশ অধিনায়ক কেন বিরতির আগেই একে একে চার গোল করে রেকর্ড বুকে নাম লেখান (৬-০)। ৫৮ মিনিটে এমিলে স্মিথ রো সপ্তম, ৬৯ মিনিটে টাইরন মিংস অষ্টম, ৭৮ মিনিটে টামি আব্রাহাম নবম গোলটি করার ৬০ সেকেন্ডের মধ্যে তরুণ বুকায়ো সাকা ইংল্যান্ডের রেকর্ড জয়ে স্কোরশিটে নাম লেখান।

২০২১ সালে ইংল্যান্ডের জার্সি গায়ে কেন এ পর্যন্ত ১৬ গোল করেছেন, থ্রি লায়ন্সদের হয়ে এক ক্যালেন্ডার বছরে যা সর্বোচ্চ। এর আগে ১৯০৮ সালে জর্জ হিলসডন ও ১৯২৭ সালে ডিক্সি ডিন ১২টি করে গোল করেছিলেন। ২৮ বছর বয়সী কেন এই গোলের মাধ্যমে গ্যারি লিনেকারের ৪৮ গোল স্পর্শ করেছেন। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছেন যথাক্রমে ওয়েইন রুনি (৫৩) ও ববি চার্লটন (৪৯)।

বাছাইপর্বে ১০ ম্যাচে অপরাজিত থেকে কাতারের টিকিট পেয়েছে ইংল্যান্ড।

এই গ্রুপে সোমবার আরেক ম্যাচে হাঙ্গেরির কাছে ২-১ গোলে পরাজিত হয়েও ইংল্যান্ডের থেকে ৬ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে পোল্যান্ড।

বুধবার, ১৭ নভেম্বর ২০২১ , ২ অগ্রহায়ণ ১৪২৮ ১১ রবিউস সানি ১৪৪৩

গোলের রেকর্ড করে বিশ্বকাপে ইংল্যান্ড

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

শেষ ম্যাচে দুর্বল সান মারিনোকে ১০-০ গোল হারিয়ে কাতারের টিকিট পেয়েছে ইংল্যান্ড। বাছাইপর্বে এত গোলের জয় একটি রেকর্ড।

১৯৬৪ যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচের পর এই প্রথম প্রতিপক্ষের জালে ১০ গোল দিল ইংল্যান্ড। কোন প্রতিযোগিতামূলক ম্যাচে থ্রি লায়ন্সদের এটাই সবচেয়ে বড় জয়। ম্যাচে অধিনায়ক হ্যারি কেন হ্যাটট্রিকসহ করেছেন চার গোল। তিনি গোল করেন ২৭, ৩১, ৩৯ ও ৪২ মিনিটে। এর মধ্যে প্রথম ও তৃতীয় গোলটি করেন পেনাল্টিতে।

সান মারিনোর মাঠে ৬ মিনিটে ম্যাগুয়েরে, আত্মঘাতী গোলে ১৫ মিনিটে দ্বিতীয় গোল করার পর ইংলিশ অধিনায়ক কেন বিরতির আগেই একে একে চার গোল করে রেকর্ড বুকে নাম লেখান (৬-০)। ৫৮ মিনিটে এমিলে স্মিথ রো সপ্তম, ৬৯ মিনিটে টাইরন মিংস অষ্টম, ৭৮ মিনিটে টামি আব্রাহাম নবম গোলটি করার ৬০ সেকেন্ডের মধ্যে তরুণ বুকায়ো সাকা ইংল্যান্ডের রেকর্ড জয়ে স্কোরশিটে নাম লেখান।

২০২১ সালে ইংল্যান্ডের জার্সি গায়ে কেন এ পর্যন্ত ১৬ গোল করেছেন, থ্রি লায়ন্সদের হয়ে এক ক্যালেন্ডার বছরে যা সর্বোচ্চ। এর আগে ১৯০৮ সালে জর্জ হিলসডন ও ১৯২৭ সালে ডিক্সি ডিন ১২টি করে গোল করেছিলেন। ২৮ বছর বয়সী কেন এই গোলের মাধ্যমে গ্যারি লিনেকারের ৪৮ গোল স্পর্শ করেছেন। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছেন যথাক্রমে ওয়েইন রুনি (৫৩) ও ববি চার্লটন (৪৯)।

বাছাইপর্বে ১০ ম্যাচে অপরাজিত থেকে কাতারের টিকিট পেয়েছে ইংল্যান্ড।

এই গ্রুপে সোমবার আরেক ম্যাচে হাঙ্গেরির কাছে ২-১ গোলে পরাজিত হয়েও ইংল্যান্ডের থেকে ৬ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে পোল্যান্ড।