পদ্মার খুশিতে যেমন ইচ্ছে চলমান লাল-সবুজে মাথায় বর্ণিল নৌকা

নাম তার মো. আলী। পরনে সবুজ রঙ্গের পায়জামা ও লাল সবুজ রঙ্গের পাঞ্জাবি। মাথায় নৌকা দিয়ে বানানো একটি মুকুট পরে হাতে আওয়ামী লীগ সরকারের পক্ষে একটি প্লাকার্ড নিয়ে পদ্মা সেতু জাজিরা প্রান্তের টোলপ্ল­াজা এলাকা থেকে বাংলাবাজার জনসমাবেশস্থল পর্যন্ত ঘুরে ঘুরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ সময় তিনি কাউকে বিরক্ত করার মতো কোন ধরনের আচরণ করছেন না। তার যখন যেখানে ইচ্ছে হচ্ছে প্লাকার্ডটি সামনে উঁচিয়ে ধরে ঠায় দাঁড়িয়ে থাকছে। আবার একটু পর হেঁটে চলেছে আনমনে। তবে কেউ ডাকলে সঙ্গে সঙ্গেই সাড়া দিচ্ছেন। এই প্রতিবেদক তেমনি কাছে গিয়ে ডাকতেই দাঁড়িয়ে পড়েন মো. আলী।

আজ সকাল ১০টায় পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার প্রস্তুতি হিসেবে সেতুর দুই প্রান্তে চলছে মহাকর্মযজ্ঞ। ব্যস্ত সময় কাটাচ্ছে সৌন্দর্য বর্ধনে নিয়োজিত শ্রমিকরা। উদ্বোধন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সরেজমিন ঘুরে শ্রমিকদের ব্যস্ততা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছাড়াও দেখা যাচ্ছে আরো কিছু ভিন্ন চিত্র। যার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে মো. আলীর প্রচারকা-।

মো. আলীর সঙ্গে কথা বলে জানা যায়, তিনি শরীয়তপুর জেলার সদর উপজেলার চিকন্দি ইউনিয়নের করম আলী সরদারের ছেলে। তবে ছোট থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে থাকেন। তিনি তেমন কোন স্থায়ী কর্মের সঙ্গে জড়িত নেই। পরিচিত নেতাকর্মীদের ছোট ছোট সহযোগিতা নিয়ে নিজের ভরণ পোষণ সম্পন্ন করে থাকেন। তার পরিবারে ২ সন্তান, স্ত্রী, মা ও বাবা আছেন। তার পিতা করম আলী সরদার ছোটখাটো একটি চাকরি করে সংসার চালান। মো. আলী দেশের যেকোন স্থানে আওয়ামী লীগের কর্মসূচিতে একাই দলীয় প্রচারণা করে বেড়ান। তিনি ১২ বছর বয়স থেকে প্রায় ২৫ বছর যাবৎ আওয়ামী লীগের এ প্রচারণা কর্মে লিপ্ত আছেন।

মো. আলী বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার লোক। আমাদের শেখ হাসিনা পদ্মা সেতু করেছেন। এখন দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গ বলতে কিছু নাই। সব এক সুতায় বাঁধা হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী দেশের যে উন্নয়ন করেছেন তা জানান দিতে আমি সবসময় রাজপথে এভাবে প্রচার করে বেড়াই।

শনিবার, ২৫ জুন ২০২২ , ১১ আষাড় ১৪২৮ ২৫ জিলকদ ১৪৪৩

পদ্মার খুশিতে যেমন ইচ্ছে চলমান লাল-সবুজে মাথায় বর্ণিল নৌকা

প্রতিনিধি, জাজিরা (শরীয়তপুর)

নাম তার মো. আলী। পরনে সবুজ রঙ্গের পায়জামা ও লাল সবুজ রঙ্গের পাঞ্জাবি। মাথায় নৌকা দিয়ে বানানো একটি মুকুট পরে হাতে আওয়ামী লীগ সরকারের পক্ষে একটি প্লাকার্ড নিয়ে পদ্মা সেতু জাজিরা প্রান্তের টোলপ্ল­াজা এলাকা থেকে বাংলাবাজার জনসমাবেশস্থল পর্যন্ত ঘুরে ঘুরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ সময় তিনি কাউকে বিরক্ত করার মতো কোন ধরনের আচরণ করছেন না। তার যখন যেখানে ইচ্ছে হচ্ছে প্লাকার্ডটি সামনে উঁচিয়ে ধরে ঠায় দাঁড়িয়ে থাকছে। আবার একটু পর হেঁটে চলেছে আনমনে। তবে কেউ ডাকলে সঙ্গে সঙ্গেই সাড়া দিচ্ছেন। এই প্রতিবেদক তেমনি কাছে গিয়ে ডাকতেই দাঁড়িয়ে পড়েন মো. আলী।

আজ সকাল ১০টায় পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার প্রস্তুতি হিসেবে সেতুর দুই প্রান্তে চলছে মহাকর্মযজ্ঞ। ব্যস্ত সময় কাটাচ্ছে সৌন্দর্য বর্ধনে নিয়োজিত শ্রমিকরা। উদ্বোধন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সরেজমিন ঘুরে শ্রমিকদের ব্যস্ততা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছাড়াও দেখা যাচ্ছে আরো কিছু ভিন্ন চিত্র। যার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে মো. আলীর প্রচারকা-।

মো. আলীর সঙ্গে কথা বলে জানা যায়, তিনি শরীয়তপুর জেলার সদর উপজেলার চিকন্দি ইউনিয়নের করম আলী সরদারের ছেলে। তবে ছোট থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে থাকেন। তিনি তেমন কোন স্থায়ী কর্মের সঙ্গে জড়িত নেই। পরিচিত নেতাকর্মীদের ছোট ছোট সহযোগিতা নিয়ে নিজের ভরণ পোষণ সম্পন্ন করে থাকেন। তার পরিবারে ২ সন্তান, স্ত্রী, মা ও বাবা আছেন। তার পিতা করম আলী সরদার ছোটখাটো একটি চাকরি করে সংসার চালান। মো. আলী দেশের যেকোন স্থানে আওয়ামী লীগের কর্মসূচিতে একাই দলীয় প্রচারণা করে বেড়ান। তিনি ১২ বছর বয়স থেকে প্রায় ২৫ বছর যাবৎ আওয়ামী লীগের এ প্রচারণা কর্মে লিপ্ত আছেন।

মো. আলী বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার লোক। আমাদের শেখ হাসিনা পদ্মা সেতু করেছেন। এখন দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গ বলতে কিছু নাই। সব এক সুতায় বাঁধা হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী দেশের যে উন্নয়ন করেছেন তা জানান দিতে আমি সবসময় রাজপথে এভাবে প্রচার করে বেড়াই।