আর্জেন্টিনা ভক্ত বাবার স্মৃতিতে আকাশি-সাদায় বসতঘর রঙিন

আগামী ২০ নভেম্বর শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ। ইতোমধ্যেই বিশ্বকাপ নিয়ে ফুটবল প্রেমিক ও সমর্থকদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। বিভিন্ন বাসা-বাড়ির ও বহুতল ভবনের ছাদে টানানো হচ্ছে প্রিয় দলের পতাকা। কার চেয়ে কে বড় পতাকা টানাবে এই প্রতিযোগিতাও শুরু হয়েছে। মৃত বাবার স্মৃতি ধরে রাখতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামে আর্জেন্টিনার পতাকার আদলে বসত ঘরের রঙ করেছেন তিন ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, উলচাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শেখ আনোয়ারুল ইসলাম ওরফে দারু মিয়া ছিলেন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি তার অনুরাগ গ্রামবাসী সবাই জানেন। ২০১৯ সালের জানুয়ারি মাসে মুক্তিযোদ্ধা দারু মিয়া মারা যান। আগামী ২০ নভেম্বর শুরু হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলে পিতার শূন্যতা অনুভব করছেন তার সন্তানেরা। তাই বাবার স্মৃতিকে ধরে রাখতে ও বাবার প্রতি ভালোবাসা থেকে এ বছর বিশ্বকাপ ফুটবল আসরকে সামনে রেখে আর্জেন্টিনার পতাকার রঙে নিজেদের বসতঘর রাঙিয়েছেন তারা।

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শেখ আনোয়ারুল ইসলাম দারু মিয়ার মোট ৯ ছেলে। জীবন-জীবিকার তাগিদে তারা দেশের বিভিন্ন স্থানে কর্মরত। বাড়িতে থাকেন ছোট তিন ছেলে শেখ তাজিম উদ্দিন আহমেদ (২৮), শেখ তারেক আহমেদ (২৬) ও শেখ রোহান উদ্দিন (২৩)। এই তিন ছেলেই আর্জেন্টিনার পতাকার আদলে তাদের ঘরের রঙ করেছেন।

শেখ তারেক আহমেদ জানান, আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি রয়েছে আমাদের পরিবারের সদস্যদের অগাদ ভালোবাসা। আমরা যখন ছোট ছিলাম, তখন বিশ্বকাপ খেলা আসলে আব্বা রাত ৩টায় আর্জেন্টিনার খেলা দেখতেন। খেলা দেখার জন্য আমাদেরকেও ঘুম থেকে ডেকে তুলতেন। তখন থেকেই দলটির প্রতি আমাদের ভালোবাসা সৃষ্টি হয়। এখন আব্বা নেই।

আব্বার প্রতি ভালোবাসা ও সম্মান জানিয়ে বাড়িতে থাকা আমরা তিন ভাই আর্জেন্টিনার পতাকার আদলে আমাদের বসতঘর রঙ করেছি। তিনি বলেন, আমাদের বসতঘরটিতে ৫টি কক্ষ আছে।

যার পরিমাণ ১০৮০ স্কয়ার ফিট হবে। গত এক সপ্তাহে ৮ জন মিস্ত্রিসহ আমরা তিন ভাই এই রঙের কাজ করেছি। এতে ব্যয় হয়েছে ২০ হাজার টাকা।

শনিবার, ১৯ নভেম্বর ২০২২ , ০৪ অগ্রহায়ণ ১৪২৯, ২৩ রবিউস সানি ১৪৪৪

আর্জেন্টিনা ভক্ত বাবার স্মৃতিতে আকাশি-সাদায় বসতঘর রঙিন

জেলা বার্তা পরিবেশক, ব্রাহ্মণবাড়িয়া

image

আগামী ২০ নভেম্বর শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ। ইতোমধ্যেই বিশ্বকাপ নিয়ে ফুটবল প্রেমিক ও সমর্থকদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। বিভিন্ন বাসা-বাড়ির ও বহুতল ভবনের ছাদে টানানো হচ্ছে প্রিয় দলের পতাকা। কার চেয়ে কে বড় পতাকা টানাবে এই প্রতিযোগিতাও শুরু হয়েছে। মৃত বাবার স্মৃতি ধরে রাখতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামে আর্জেন্টিনার পতাকার আদলে বসত ঘরের রঙ করেছেন তিন ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, উলচাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শেখ আনোয়ারুল ইসলাম ওরফে দারু মিয়া ছিলেন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি তার অনুরাগ গ্রামবাসী সবাই জানেন। ২০১৯ সালের জানুয়ারি মাসে মুক্তিযোদ্ধা দারু মিয়া মারা যান। আগামী ২০ নভেম্বর শুরু হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলে পিতার শূন্যতা অনুভব করছেন তার সন্তানেরা। তাই বাবার স্মৃতিকে ধরে রাখতে ও বাবার প্রতি ভালোবাসা থেকে এ বছর বিশ্বকাপ ফুটবল আসরকে সামনে রেখে আর্জেন্টিনার পতাকার রঙে নিজেদের বসতঘর রাঙিয়েছেন তারা।

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শেখ আনোয়ারুল ইসলাম দারু মিয়ার মোট ৯ ছেলে। জীবন-জীবিকার তাগিদে তারা দেশের বিভিন্ন স্থানে কর্মরত। বাড়িতে থাকেন ছোট তিন ছেলে শেখ তাজিম উদ্দিন আহমেদ (২৮), শেখ তারেক আহমেদ (২৬) ও শেখ রোহান উদ্দিন (২৩)। এই তিন ছেলেই আর্জেন্টিনার পতাকার আদলে তাদের ঘরের রঙ করেছেন।

শেখ তারেক আহমেদ জানান, আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি রয়েছে আমাদের পরিবারের সদস্যদের অগাদ ভালোবাসা। আমরা যখন ছোট ছিলাম, তখন বিশ্বকাপ খেলা আসলে আব্বা রাত ৩টায় আর্জেন্টিনার খেলা দেখতেন। খেলা দেখার জন্য আমাদেরকেও ঘুম থেকে ডেকে তুলতেন। তখন থেকেই দলটির প্রতি আমাদের ভালোবাসা সৃষ্টি হয়। এখন আব্বা নেই।

আব্বার প্রতি ভালোবাসা ও সম্মান জানিয়ে বাড়িতে থাকা আমরা তিন ভাই আর্জেন্টিনার পতাকার আদলে আমাদের বসতঘর রঙ করেছি। তিনি বলেন, আমাদের বসতঘরটিতে ৫টি কক্ষ আছে।

যার পরিমাণ ১০৮০ স্কয়ার ফিট হবে। গত এক সপ্তাহে ৮ জন মিস্ত্রিসহ আমরা তিন ভাই এই রঙের কাজ করেছি। এতে ব্যয় হয়েছে ২০ হাজার টাকা।