আজ ‘মাকসুদ-৪৫ ইয়ার্স ইন মিউজিক’

আজ ১৮ মার্চ ২০২৩, শনিবার সন্ধ্যা ৬.৩০টায় অনুষ্ঠিত হবে ‘মাকসুদ-৪৫ ইয়ার্স ইন মিউজিক’ কনসার্ট। বাংলাদেশের ব্যান্ডস্টার মাকসুদুল হক এর সংগীত জীবনের ৪৫ বছর পূর্তি আজ। এ উপলক্ষে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজের আয়োজনে রাজধানীর খামারবাাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে এই কনসার্ট। মাকসুদ ও’ ঢাকা এর পাশাপাশি ফিচারিং করবে- ব্যান্ডদল মাইলস, ফিডব্যাক, দলছুট এবং প্যান্টাগন। ‘মাকসুদ-৪৫ ইয়ার্স ইন মিউজিক’ কনসার্টের প্রধান উদ্যোক্তা এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, ‘বাংলা গানে তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে এবং বিদেশি সংস্কৃতির আগগ্রসন থেকে মুক্তি পেতে এ কনসার্ট অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। এ অনুষ্ঠানের মাধ্যমে মাকসুদুল হককে সম্মাননা প্রদান করব আমরা।’ এই আয়োজন প্রসঙ্গে মাকসুদ বলেন, ‘একজন শিল্পীর জীবনে তার কর্মজীবনের ৪৫ বছর খুব সহজে আসে না। কিন্তু আমার জীবনে এসেছে। ’৭৮ সালে আমি ফিডব্যাকে যোগ দিয়েছিলাম। সেই হিসেবে এই বছর আমার ৪৫ বছর হয়েছে। ডা. আশীষের সঙ্গে আমার পরিচয় তিন দশকেরও বেশি। তার কাছে আমার গানের ক্যারিয়ার নিয়ে এমন একটি আয়োজনের ইচ্ছেটা প্রকাশ করেছিলাম। আশীষ একজন সংগীতপ্রিয়, সংগীতপাগল ডাক্তার। তাকে এই প্রস্তাবটি বলার সঙ্গে সঙ্গে এই কনসার্টের দায়িত্ব নিলেন তিনি এবং তার ইউনিভার্সেল মেডিকেল কলেজ। আমার বিশ^াস বেশ ভালোভাবেই সংগীতে আমার পথচলাকে ঘিরে এই আয়োজন বেশ সফলতার মধ্য দিয়ে সম্পন্ন হবে।’ মাকসুদের কণ্ঠে জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ‘মেলায় যাইরে’, ‘মৌসুমী-কারে ভালোবাসো তুমি’, ‘তোমার ঐ নিটোল অধরে যে হাসি আমি দেখেছি’, ‘তোমাকে দেখলেই একবার মরিতে পারি শতবার’, ‘বাংলাদেশ’, ‘মনে পড়ে তোমায়’, ‘টেলিফোনে ফিসফিস’, ‘এমনই করে সবাই যাবে যেতে হবে’ ইত্যাদি।

শনিবার, ১৮ মার্চ ২০২৩ , ০৪ চৈত্র ১৪২৯, ২৫ শবান ১৪৪৪

আজ ‘মাকসুদ-৪৫ ইয়ার্স ইন মিউজিক’

বিনোদন প্রতিবেদক

image

আজ ১৮ মার্চ ২০২৩, শনিবার সন্ধ্যা ৬.৩০টায় অনুষ্ঠিত হবে ‘মাকসুদ-৪৫ ইয়ার্স ইন মিউজিক’ কনসার্ট। বাংলাদেশের ব্যান্ডস্টার মাকসুদুল হক এর সংগীত জীবনের ৪৫ বছর পূর্তি আজ। এ উপলক্ষে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজের আয়োজনে রাজধানীর খামারবাাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে এই কনসার্ট। মাকসুদ ও’ ঢাকা এর পাশাপাশি ফিচারিং করবে- ব্যান্ডদল মাইলস, ফিডব্যাক, দলছুট এবং প্যান্টাগন। ‘মাকসুদ-৪৫ ইয়ার্স ইন মিউজিক’ কনসার্টের প্রধান উদ্যোক্তা এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, ‘বাংলা গানে তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে এবং বিদেশি সংস্কৃতির আগগ্রসন থেকে মুক্তি পেতে এ কনসার্ট অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। এ অনুষ্ঠানের মাধ্যমে মাকসুদুল হককে সম্মাননা প্রদান করব আমরা।’ এই আয়োজন প্রসঙ্গে মাকসুদ বলেন, ‘একজন শিল্পীর জীবনে তার কর্মজীবনের ৪৫ বছর খুব সহজে আসে না। কিন্তু আমার জীবনে এসেছে। ’৭৮ সালে আমি ফিডব্যাকে যোগ দিয়েছিলাম। সেই হিসেবে এই বছর আমার ৪৫ বছর হয়েছে। ডা. আশীষের সঙ্গে আমার পরিচয় তিন দশকেরও বেশি। তার কাছে আমার গানের ক্যারিয়ার নিয়ে এমন একটি আয়োজনের ইচ্ছেটা প্রকাশ করেছিলাম। আশীষ একজন সংগীতপ্রিয়, সংগীতপাগল ডাক্তার। তাকে এই প্রস্তাবটি বলার সঙ্গে সঙ্গে এই কনসার্টের দায়িত্ব নিলেন তিনি এবং তার ইউনিভার্সেল মেডিকেল কলেজ। আমার বিশ^াস বেশ ভালোভাবেই সংগীতে আমার পথচলাকে ঘিরে এই আয়োজন বেশ সফলতার মধ্য দিয়ে সম্পন্ন হবে।’ মাকসুদের কণ্ঠে জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ‘মেলায় যাইরে’, ‘মৌসুমী-কারে ভালোবাসো তুমি’, ‘তোমার ঐ নিটোল অধরে যে হাসি আমি দেখেছি’, ‘তোমাকে দেখলেই একবার মরিতে পারি শতবার’, ‘বাংলাদেশ’, ‘মনে পড়ে তোমায়’, ‘টেলিফোনে ফিসফিস’, ‘এমনই করে সবাই যাবে যেতে হবে’ ইত্যাদি।