ডেঙ্গুর ওষুধ সরবরাহ নিশ্চিতে পদক্ষেপ

দাম বাড়ালে কঠোর ব্যবস্থা

ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত প্রয়োজনীয় ওষুধ পাওয়া নিশ্চিতে পদক্ষেপ নেয়া হয়েছে। আর বাড়তি টাকায় যাতে কেউ বিক্রি না করে সে জন্য কঠোর নির্দেশ ও মনিটরিংয়ের ব্যবস্থা নেয়া হয়েছে। এ নিয়ে গতকাল ওষুধ প্রশাসন অধিদফতরের সঙ্গে ওষুধ শিল্প সমিতি ও কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি, ডায়াগনস্টিক রিএজেন্ট ইকুইপমেন্ট ইম্পোটার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে ওষুধের সরবরাহ নিশ্চিত করা ও অতিরিক্ত মূল্যে যাতে বিক্রি না করা হয় তার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে। ওষুধ প্রশাসন অধিদফতরের পরিচালক রুহুল আমিনের (চলতি দায়িত্বে) স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। ডেঙ্গু রোগীর চিকিৎসায় প্যারাসিটামল জাতীয় ওষুধ, আইভি ফ্লুইড, ওআরএস, ডেঙ্গু শনাক্তকরণের কীট সরবরাহ নিশ্চিত ও নির্ধারিত মূলে বিক্রি করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে ওষুধ প্রশাসনের কর্মকর্তারা সর্বক্ষণ যোগাযোগ রাখছেন। আর ডেঙ্গু চিকিৎসার সব ওষুধ বাড়তি উৎপাদন ও বিতরণ করে। তার জন্য টেলিফোনে অনুরোধ জানানো হয়েছে। আর দাম যাতে না বাড়ানো হয় তার জন্য কড়াকড়ি আরোপ করা হয়েছে।

আরও খবর
ভেঙে পড়ছে হাসপাতালের সেবা ব্যবস্থাপনা
সমন্বিত প্রচেষ্টায় ডেঙ্গু ও বন্যার চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে : কাদের
মায়ানমারকে ২৫ হাজার রোহিঙ্গার নতুন তালিকা দিল বাংলাদেশ
‘ভুল মশার ওপর পরীক্ষায় ওষুধ কার্যকর হচ্ছে না’
বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামিম কবির আর নেই
বিভিন্ন সংগঠনের শোক
স্কয়ারসহ তিন হাসপাতাল কর্তৃপক্ষকে তলব
মিল্কভিটা দুধ বিপণনে বাধা নেই
পানির দরে দুধ খামারিরা বিপাকে
বাংলাদেশে সবচেয়ে কম মানুষ ডেঙ্গুতে আক্রান্ত
২৪ ঘণ্টায় আরও ১০৯৬ জন আক্রান্ত মৃত্যু ৩ মৃত্যু ৩
বিদেশি গুঁড়োদুধ যেন বাজার দখল করতে না পারে
আসেনি শৃঙ্খলা কমেনি দুর্ঘটনা
দুই আসামির যাবজ্জীবন
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
মামলা হয়নি হেলমেটধারী হামলাকারীদের বিরুদ্ধে

মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯ , ১৫ শ্রাবন ১৪২৫, ২৬ জিলকদ ১৪৪০

ডেঙ্গুর ওষুধ সরবরাহ নিশ্চিতে পদক্ষেপ

দাম বাড়ালে কঠোর ব্যবস্থা

নিজস্ব বার্তা পরিবেশক

ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত প্রয়োজনীয় ওষুধ পাওয়া নিশ্চিতে পদক্ষেপ নেয়া হয়েছে। আর বাড়তি টাকায় যাতে কেউ বিক্রি না করে সে জন্য কঠোর নির্দেশ ও মনিটরিংয়ের ব্যবস্থা নেয়া হয়েছে। এ নিয়ে গতকাল ওষুধ প্রশাসন অধিদফতরের সঙ্গে ওষুধ শিল্প সমিতি ও কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি, ডায়াগনস্টিক রিএজেন্ট ইকুইপমেন্ট ইম্পোটার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে ওষুধের সরবরাহ নিশ্চিত করা ও অতিরিক্ত মূল্যে যাতে বিক্রি না করা হয় তার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে। ওষুধ প্রশাসন অধিদফতরের পরিচালক রুহুল আমিনের (চলতি দায়িত্বে) স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। ডেঙ্গু রোগীর চিকিৎসায় প্যারাসিটামল জাতীয় ওষুধ, আইভি ফ্লুইড, ওআরএস, ডেঙ্গু শনাক্তকরণের কীট সরবরাহ নিশ্চিত ও নির্ধারিত মূলে বিক্রি করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে ওষুধ প্রশাসনের কর্মকর্তারা সর্বক্ষণ যোগাযোগ রাখছেন। আর ডেঙ্গু চিকিৎসার সব ওষুধ বাড়তি উৎপাদন ও বিতরণ করে। তার জন্য টেলিফোনে অনুরোধ জানানো হয়েছে। আর দাম যাতে না বাড়ানো হয় তার জন্য কড়াকড়ি আরোপ করা হয়েছে।