কেন্দ্রীয় গ্রন্থাগারে আজ ‘দীপু নাম্বার টু’

বাংলাদেশ চিলড্রেন্স ফিল্ম সোসাইটি আয়োজিত ১৩তম ঢাকা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের আজ ৬ষ্ঠ দিন। ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ প্রতিপাদ্যে গত ২৫ জানুয়ারি শুরু হয়েছে এ উৎসব। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। উৎসবের মূল ভেন্যু শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে প্রতিদিনই বাড়ছে রাজধানীর বিভিন্ন স্কুলের চলচ্চিত্রপ্রেমী শিশু-কিশোরদের আনাগোনা। অন্য ভেন্যুগুলোতেও দর্শনার্থীদের ভীড় পরিলক্ষিত হচ্ছে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের চলচ্চিত্রগুলো মোট পাঁচটি ভেন্যুতে প্রদর্শিত হয়েছে গত ৫ দিন। আজকের প্রদর্শনীগুলো হবে শুধুমাত্র জাতীয় গণগ্রন্থাগার এর শওকত ওসমান মিলনায়নে। উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে আজ বিকেল ৪টায় প্রদর্শিত হবে মুহাম্মদ জাফর ইকবাল এর কিশোর উপন্যাস ‘দীপু নাম্বার টু’ অবলম্বনে মোরশেদুল ইসলাম পরিচালিত আলোচিত পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘দীপু নাম্বার টু’। অন্য চলচ্চিত্রের মধ্যে বেলা ১১টায় প্রদর্শিত হবে-ইরানের ‘ইজ নট ওয়াটার’, ফ্রান্সের ‘গ্ল্যাস সেলিং’, ইন্দোনেশিয়ার ‘হার’ ও জার্মানির ‘আলফন্স জিটারবিট’। দুপুর ২টায় নেপারের ‘এ চাইল্ড টিচার’, ইন্দোনেশিয়ার ‘ফিফটিন পয়েন্ট সেভেন কেএম’ ও স্পেনের ‘মিশন এইচ টু জিরো’। ২টি বয়স ভিত্তিক ক্যাটাগরির মাধ্যমে নিবার্চিত শিশুতোষ চলচ্চিত্র রাখা হয়েছে এবারের উৎসবে। অনূর্ধ্ব ১৮ বছর বয়সের নির্মাতারা উন্মুক্ত ক্যাটাগরিতে এবং ১৮ থেকে ২৫ বছর বয়সের নিমার্তারা আন্তর্জাতিক ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছে। চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি আজ ‘লাইট ইন ফিল্ম’এর উপর একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। অর্থ মন্ত্রণালয়,তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, অলিয়স ফ্রঁসেস, গ্যোয়েটে ইন্সটিটিউট, হোটেল আমবালা ইন, বায়োস্কোপ, সময় টেলিভিশন, দীপ্ত টেলিভিশন, রেডিও ঢোল এবং এশিয়াটিক ইএক্সপি এর সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব।

আরও খবর
তাপমাত্রা বাড়লেও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে : প্রধানমন্ত্রী
বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে পরিকল্পনা নেয়া হয়েছে
গভীর সমুদ্রবন্দর হবে মাতারবাড়ি
সরস্বতী পূজা আজ
সমন্বিতভাবে করোনাভাইরাস প্রতিরোধের আহ্বান
প্রধানমন্ত্রী অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সংগ্রাম করে যাচ্ছেন
চালের দাম নিয়ন্ত্রণে বিশেষ মনিটরিং টিম
প্রতিবন্ধী ও শিশু ধর্ষণ ঘটনায় ২ জন গ্রেফতার
মেয়র আইভীর আমন্ত্রণে নারায়ণগঞ্জে জাপানের নারোতো সিটি মেয়র
জহির রায়হানের অন্তর্ধান দিবস আজ
হবিগঞ্জে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড আজ
সিটি নির্বাচন যেন প্রহসনে পরিণত না হয় মোশাররফ
এক মাসে ডেঙ্গুতে ১৯৩ জন আক্রান্ত
ভল্ট থেকে তিন কোটি টাকা চুরি করে জুয়া খেলল ব্যাংক কর্মকর্তা
আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি
হত্যা মামলায় মা-মামাসহ ৪ ভাইয়ের কারাদণ্ড

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০ , ১৬ মাঘ ১৪২৬, ৪ জমাদিউস সানি ১৪৪১

কেন্দ্রীয় গ্রন্থাগারে আজ ‘দীপু নাম্বার টু’

সাংস্কৃতিক বার্তা পরিবেশক |

বাংলাদেশ চিলড্রেন্স ফিল্ম সোসাইটি আয়োজিত ১৩তম ঢাকা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের আজ ৬ষ্ঠ দিন। ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ প্রতিপাদ্যে গত ২৫ জানুয়ারি শুরু হয়েছে এ উৎসব। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। উৎসবের মূল ভেন্যু শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে প্রতিদিনই বাড়ছে রাজধানীর বিভিন্ন স্কুলের চলচ্চিত্রপ্রেমী শিশু-কিশোরদের আনাগোনা। অন্য ভেন্যুগুলোতেও দর্শনার্থীদের ভীড় পরিলক্ষিত হচ্ছে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের চলচ্চিত্রগুলো মোট পাঁচটি ভেন্যুতে প্রদর্শিত হয়েছে গত ৫ দিন। আজকের প্রদর্শনীগুলো হবে শুধুমাত্র জাতীয় গণগ্রন্থাগার এর শওকত ওসমান মিলনায়নে। উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে আজ বিকেল ৪টায় প্রদর্শিত হবে মুহাম্মদ জাফর ইকবাল এর কিশোর উপন্যাস ‘দীপু নাম্বার টু’ অবলম্বনে মোরশেদুল ইসলাম পরিচালিত আলোচিত পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘দীপু নাম্বার টু’। অন্য চলচ্চিত্রের মধ্যে বেলা ১১টায় প্রদর্শিত হবে-ইরানের ‘ইজ নট ওয়াটার’, ফ্রান্সের ‘গ্ল্যাস সেলিং’, ইন্দোনেশিয়ার ‘হার’ ও জার্মানির ‘আলফন্স জিটারবিট’। দুপুর ২টায় নেপারের ‘এ চাইল্ড টিচার’, ইন্দোনেশিয়ার ‘ফিফটিন পয়েন্ট সেভেন কেএম’ ও স্পেনের ‘মিশন এইচ টু জিরো’। ২টি বয়স ভিত্তিক ক্যাটাগরির মাধ্যমে নিবার্চিত শিশুতোষ চলচ্চিত্র রাখা হয়েছে এবারের উৎসবে। অনূর্ধ্ব ১৮ বছর বয়সের নির্মাতারা উন্মুক্ত ক্যাটাগরিতে এবং ১৮ থেকে ২৫ বছর বয়সের নিমার্তারা আন্তর্জাতিক ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছে। চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি আজ ‘লাইট ইন ফিল্ম’এর উপর একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। অর্থ মন্ত্রণালয়,তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, অলিয়স ফ্রঁসেস, গ্যোয়েটে ইন্সটিটিউট, হোটেল আমবালা ইন, বায়োস্কোপ, সময় টেলিভিশন, দীপ্ত টেলিভিশন, রেডিও ঢোল এবং এশিয়াটিক ইএক্সপি এর সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব।