মানবিক বাংলাদেশ

নরসুন্দর শেফালী পেল জমি-ঘর

গণমাধ্যমে সংবাদ প্রচারের পর ঝালকাঠির কাঁঠালিয়ার জীবন সংগ্রামী জয়িতা নরসুন্দর শেফালী রানীকে জমি ও ঘর দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গত মঙ্গলবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি কাঁঠালিয়ার দোগনা গ্রামে গিয়ে শেফালী রানীর হাতে জমির দলিল তুলে দেন। তাকে চার শতাংশ জমিতে একটি একতলা ভবন করে দেয়া হবে। জমি ভবন নির্মাণের সুসংবাদ শুনে শেফালী রানী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, শেফালী রানীর দূরবস্থার কথা গণমাধ্যমে তুলে ধরায় বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এসেছে। তার নির্দেশে শেফালী রানীকে চার শতাংশ জমি ও একটি ভবন নির্মাণ করে দেয়া হচ্ছে। পরে দোগনা বাজারে সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুল রহমান। জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় দুঃখী মানুষের খোঁজ খবর রাখেন বলেই তিনি আজ মাদার অব হিউমেনিটি।

অন্যদের মধ্যে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালায়ের অতিরিক্ত সচিব মো. মোহসীন, ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ও কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমাদুল হক মনির ও শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহামুদুর রহমান রিপন। উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান ও গালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক কামাল। দুপুর একটায় প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ঝালকাঠি প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক মানিক রায় ও সহ-সভাপতি মো. আককাস সিকদার। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং প্রতিমন্ত্রীর সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন।

১৫ বছর আগে স্বামী নিরুদ্দেশ হওয়ার পর অসহায় হয়ে পড়েন শেফালী রানী শীল (৫০)। পাঁচ ছেলে মেয়ের লেখাপড়া ও সংসার চালানো দায় হয়ে পড়ে তার। বাধ্য হয়ে অন্যের বাড়িতে কাজ শুরু করেন। সেখান থেকে যে টাকা পাওয়া যেত, তা দিয়ে কোন রকমের খাবার ঝুটত। কখনও একবেলা খেয়ে পুরো দিন কাটতো ছয় সদস্যের এ পরিবারের। বাধ্য হয়ে স্বামীর পেশাকে বেছে নিলেন তিনি। সেই থেকে ১৫ বছর ধরে পুরুষের চুল দাড়ি কাটছেন ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার দোগনা গ্রামের শেফালী রানী। দোগনা বাজারে এক প্রবাসীর ঘরের বারান্দায় তিনি সেলুন দেন। এ কাজেই চলছে তার ছয় সদস্যের সংসার।

image
আরও খবর
যমুনার ভাঙন হুমকিতে আরিচাঘাট
মাকে বাচাতে গয়না বন্ধক ৩০ হাজার নিয়েও জেল হাজতে পাঠাল পুলিশ
চাঁদপুরে গৃহবধূ হত্যা মামলায় স্বামীসহ মৃত্যুদন্ড দুই
তালতলীতে রিফাত হত্যার বিচারে মানববন্ধন
সুনামগঞ্জে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ফরিদপুরে বুদ্ধিপ্রতিবন্ধী ধর্ষণ : আটক ১
লক্ষ্মীপুরে ফেরি বিকল ১৭ দিন শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে!
ইউএসটিসিতে শিক্ষকের গায়ে কেরোসিন ঢেলে লাঞ্ছনা : আটক ১
সিদ্ধিরগঞ্জের চার চাঁদাবাজ গ্রেফতার
চরফ্যাশনের নিখোঁজ ৬ জেলে উদ্ধার
বগুড়া ১১৪ মামলার আসামি যুবদল নেতা মাসুদ কারাগারে
লবণ সহনশীল বিনা চিনাবাদাম-৬ আবাদে বাম্পার ফলন : খুশি চাষি
বাগেরহাটে ট্রাক চাপায় শিশু হত
মাগুরায় অটোরিকশা চালকের মরদেহ
সিরাজগঞ্জে অপহরণ মামলায় যাবজ্জীবন ১

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০১৯ , ২০ আষাঢ় ১৪২৫, ৩০ শাওয়াল ১৪৪০

মানবিক বাংলাদেশ

নরসুন্দর শেফালী পেল জমি-ঘর

প্রতিনিধি, ঝালকাঠি

image

গণমাধ্যমে সংবাদ প্রচারের পর ঝালকাঠির কাঁঠালিয়ার জীবন সংগ্রামী জয়িতা নরসুন্দর শেফালী রানীকে জমি ও ঘর দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গত মঙ্গলবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি কাঁঠালিয়ার দোগনা গ্রামে গিয়ে শেফালী রানীর হাতে জমির দলিল তুলে দেন। তাকে চার শতাংশ জমিতে একটি একতলা ভবন করে দেয়া হবে। জমি ভবন নির্মাণের সুসংবাদ শুনে শেফালী রানী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, শেফালী রানীর দূরবস্থার কথা গণমাধ্যমে তুলে ধরায় বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এসেছে। তার নির্দেশে শেফালী রানীকে চার শতাংশ জমি ও একটি ভবন নির্মাণ করে দেয়া হচ্ছে। পরে দোগনা বাজারে সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুল রহমান। জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় দুঃখী মানুষের খোঁজ খবর রাখেন বলেই তিনি আজ মাদার অব হিউমেনিটি।

অন্যদের মধ্যে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালায়ের অতিরিক্ত সচিব মো. মোহসীন, ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ও কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমাদুল হক মনির ও শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহামুদুর রহমান রিপন। উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান ও গালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক কামাল। দুপুর একটায় প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ঝালকাঠি প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক মানিক রায় ও সহ-সভাপতি মো. আককাস সিকদার। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং প্রতিমন্ত্রীর সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন।

১৫ বছর আগে স্বামী নিরুদ্দেশ হওয়ার পর অসহায় হয়ে পড়েন শেফালী রানী শীল (৫০)। পাঁচ ছেলে মেয়ের লেখাপড়া ও সংসার চালানো দায় হয়ে পড়ে তার। বাধ্য হয়ে অন্যের বাড়িতে কাজ শুরু করেন। সেখান থেকে যে টাকা পাওয়া যেত, তা দিয়ে কোন রকমের খাবার ঝুটত। কখনও একবেলা খেয়ে পুরো দিন কাটতো ছয় সদস্যের এ পরিবারের। বাধ্য হয়ে স্বামীর পেশাকে বেছে নিলেন তিনি। সেই থেকে ১৫ বছর ধরে পুরুষের চুল দাড়ি কাটছেন ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার দোগনা গ্রামের শেফালী রানী। দোগনা বাজারে এক প্রবাসীর ঘরের বারান্দায় তিনি সেলুন দেন। এ কাজেই চলছে তার ছয় সদস্যের সংসার।