সংক্রমণ রোধে বিমানবন্দর ও স্থল বন্দরে পরীক্ষা জোরদার

চীন ফেরত যাত্রীদের অযথা উদ্বিগ্ন না হয়ে যে কোন প্রশ্নের উত্তরের জন্য আইইডিসিআর হটলাইনে ফোন করার অনুরোধ করা হয়েছে। অপর দিকে করোনাভাইরাস প্রতিরোধে দেশের নৌ-বিমানবন্দরে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার বিশেষজ্ঞ টিম আধুনিক যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন।

মহাখালী রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর-) পরিচালক প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সাংবাদিকদেরকে বলেন, সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা জোর দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। হাসপাতালে সংক্রমণ প্রতিরোধের জন্য গঠিত কমিটি আরও সক্রিয় করার জন্য আহ্বান জানান। এর পাশাপাশি জনগণকে ব্যক্তিগত সুরক্ষার জন্য পরিচ্ছন্নতার স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানান তিনি। তিনি সামরিক হাসপাতালে আইসোলেশন ইউনিটে রাখা ১১ জন এবং আশাকোনা কোয়ারান্টাইন কেন্দ্রে উহান ফেরত ৩০১ যাত্রীরা সুস্থ আছেন।

স্বাস্থ্য উপদেশ : যারা সুস্থ আছেন তাদের মাস্ক পরা দরকার নেই। যারা সর্দি-কাশিতে ভুগছেন শুধু তারাই ঘরের বাইরে বের হলে মাস্ক পরবেন। তবে ঘরে ফেরার আগে ব্যবহৃত মাস্কটি মুখঢাকা বিনে ফেলবেন, যেন কেউ কুড়িয়ে আবার তুলে নিতে না পারে।

মহাখালী স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমাজেন্সি ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও নতুন করে সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরের বাহির থেকে আসা লোকজনকে পরীক্ষা করা হচ্ছে। এছাড়াও নৌবন্দরগুলোতে পরীক্ষা-নিরীক্ষা জোরদার করা হয়েছে। নতুন করে স্থল বন্দরগুলোতে যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা করা। যাত্রীদের পরিসংখ্যা, জ্বর পরীক্ষা, অন্যসব উপসর্গ আছে কি না তাও দেখা হচ্ছে। এসব বিষয় সর্বক্ষণিকভাবে স্বাস্থ্য অধিদফতর থেকে মনিটরিং করা হচ্ছে।

রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২০ , ২৬ মাঘ ১৪২৬, ১৪ জমাদিউল সানি ১৪৪১

করোনাভাইরাস

সংক্রমণ রোধে বিমানবন্দর ও স্থল বন্দরে পরীক্ষা জোরদার

নিজস্ব বার্তা পরিবেশক |

চীন ফেরত যাত্রীদের অযথা উদ্বিগ্ন না হয়ে যে কোন প্রশ্নের উত্তরের জন্য আইইডিসিআর হটলাইনে ফোন করার অনুরোধ করা হয়েছে। অপর দিকে করোনাভাইরাস প্রতিরোধে দেশের নৌ-বিমানবন্দরে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার বিশেষজ্ঞ টিম আধুনিক যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন।

মহাখালী রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর-) পরিচালক প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সাংবাদিকদেরকে বলেন, সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা জোর দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। হাসপাতালে সংক্রমণ প্রতিরোধের জন্য গঠিত কমিটি আরও সক্রিয় করার জন্য আহ্বান জানান। এর পাশাপাশি জনগণকে ব্যক্তিগত সুরক্ষার জন্য পরিচ্ছন্নতার স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানান তিনি। তিনি সামরিক হাসপাতালে আইসোলেশন ইউনিটে রাখা ১১ জন এবং আশাকোনা কোয়ারান্টাইন কেন্দ্রে উহান ফেরত ৩০১ যাত্রীরা সুস্থ আছেন।

স্বাস্থ্য উপদেশ : যারা সুস্থ আছেন তাদের মাস্ক পরা দরকার নেই। যারা সর্দি-কাশিতে ভুগছেন শুধু তারাই ঘরের বাইরে বের হলে মাস্ক পরবেন। তবে ঘরে ফেরার আগে ব্যবহৃত মাস্কটি মুখঢাকা বিনে ফেলবেন, যেন কেউ কুড়িয়ে আবার তুলে নিতে না পারে।

মহাখালী স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমাজেন্সি ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও নতুন করে সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরের বাহির থেকে আসা লোকজনকে পরীক্ষা করা হচ্ছে। এছাড়াও নৌবন্দরগুলোতে পরীক্ষা-নিরীক্ষা জোরদার করা হয়েছে। নতুন করে স্থল বন্দরগুলোতে যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা করা। যাত্রীদের পরিসংখ্যা, জ্বর পরীক্ষা, অন্যসব উপসর্গ আছে কি না তাও দেখা হচ্ছে। এসব বিষয় সর্বক্ষণিকভাবে স্বাস্থ্য অধিদফতর থেকে মনিটরিং করা হচ্ছে।