সভা নয় ঐক্যবদ্ধ আন্দোলন চাই ড. কামাল

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, এই ধরনের সভা নয়, এখন আমরা ঐক্যবদ্ধ আন্দোলনকে সামনে রেখে মাঠে নামব। এটা অর্জনে জনগণকে অনুপ্রাণিত করতে আমরা চলুন সবাই ভূমিকা রাখি। সরকার পদত্যাগ না করলে হাত ধরে টেনে রাস্তায় নামিয়ে দিতে হবে।

গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঐক্যফ্রন্ট আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনুষ্ঠিত সভায় জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির আবদুল মঈন খান, গণফোরামের সুব্রত চৌধুরী, মহসিন রশিদ, জগলুল হায়দার আফ্রিক, মোশতাক হোসেন, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, মমিনুল ইসলাম, জেএসডির শাহ আকম আনিসুর রহমান খান, বিকল্পধারার নুরুল আমিন ব্যাপারী, শাহ আহমেদ বাদল, গণদলের গোলাম মাওলা চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

ড. কামাল বলেন, স্বাধীনতা থেকে বঞ্চিত হলে দুর্নীতির শিকার হতে হয়, লুটপাটের শিকার হতে হয়, উন্নয়নের নামে লুটপাট হয়। এগুলো থেকে মুক্ত হতে হলে দেশের মালিককে মালিক হিসেবে দাঁড়াতে হবে। সত্যিকার অর্থে অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন করতে হবে। নির্বাচনের নামে প্রহসন সহ্য করতে হচ্ছে। যারা নির্বাচিত না, তারা রাষ্ট্র ক্ষমতাকে জোর দখল করে চালিয়ে যাচ্ছে। এটা জনগণ মেনে নেবে না। ঐক্যবদ্ধ হয়ে নিজের অধিকার কেড়ে আনতে হবে।

গণফোরাম সভাপতি বলেন, স্বাধীনতার ৪৮ বছর পরে রাজবন্দী শুনতে কেমন লাগে। বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য সভা করতে হবে, দাবি করতে হবে এটা অকল্পনীয়। এখন আর এই ধরনের সভা না। ঐক্যবদ্ধ আন্দোলনকে সামনে রেখে মাঠে নামব। আজকে যারা স্বৈরশাসন চালিয়ে যাচ্ছেন, তাদের ইতিহাসের দিকে তাকিয়ে দেখা দরকার, বাঙালি জাতি কোন সময়ে স্বৈরাচারকে মেনে নেয়নি।

আবদুর রব বলেন, আমি সরকার প্রধানকে বলব, আপনি শান্তিপূর্ণভাবে যেতে চান না অন্যভাবে যেতে চান? যদি শান্তিপূর্ণভাবে যেতে চান, তাহলে খালেদা জিয়াকে মুক্তি দিন। আর যদি শান্তিপূর্ণভাবে না যেতে চান, তাহলে দুই সিটি করপোরেশনে জনগণ ভোটকেন্দ্রে না গিয়ে যেভাবে অনাস্থা দিয়েছে, সেজন্য অপেক্ষা করুন।

মাহমুদুর রহমান বলেন, পুতু পুতু করে কাজ হবে না। স্পষ্ট করে বলেন, এই সরকারকে আমরা চাই না একদিনের জন্যও। তার জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে চাই। আমি মনে করি, ঐক্যফ্রন্ট নিজের সিদ্ধান্ত নেয়ার দরকার। বিএনপির কাছে একই প্রশ্ন, আপনাদেরও সিদ্ধান্ত নেয়ার দরকার যদি সত্যি সত্যি এই স্বৈরাচার, দুরাচার, অপশাসন, দুঃশাসন থেকে মুক্তি চান, তাহলে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে।

রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২০ , ২৬ মাঘ ১৪২৬, ১৪ জমাদিউল সানি ১৪৪১

সভা নয় ঐক্যবদ্ধ আন্দোলন চাই ড. কামাল

নিজস্ব বার্তা পরিবেশক |

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, এই ধরনের সভা নয়, এখন আমরা ঐক্যবদ্ধ আন্দোলনকে সামনে রেখে মাঠে নামব। এটা অর্জনে জনগণকে অনুপ্রাণিত করতে আমরা চলুন সবাই ভূমিকা রাখি। সরকার পদত্যাগ না করলে হাত ধরে টেনে রাস্তায় নামিয়ে দিতে হবে।

গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঐক্যফ্রন্ট আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনুষ্ঠিত সভায় জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির আবদুল মঈন খান, গণফোরামের সুব্রত চৌধুরী, মহসিন রশিদ, জগলুল হায়দার আফ্রিক, মোশতাক হোসেন, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, মমিনুল ইসলাম, জেএসডির শাহ আকম আনিসুর রহমান খান, বিকল্পধারার নুরুল আমিন ব্যাপারী, শাহ আহমেদ বাদল, গণদলের গোলাম মাওলা চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

ড. কামাল বলেন, স্বাধীনতা থেকে বঞ্চিত হলে দুর্নীতির শিকার হতে হয়, লুটপাটের শিকার হতে হয়, উন্নয়নের নামে লুটপাট হয়। এগুলো থেকে মুক্ত হতে হলে দেশের মালিককে মালিক হিসেবে দাঁড়াতে হবে। সত্যিকার অর্থে অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন করতে হবে। নির্বাচনের নামে প্রহসন সহ্য করতে হচ্ছে। যারা নির্বাচিত না, তারা রাষ্ট্র ক্ষমতাকে জোর দখল করে চালিয়ে যাচ্ছে। এটা জনগণ মেনে নেবে না। ঐক্যবদ্ধ হয়ে নিজের অধিকার কেড়ে আনতে হবে।

গণফোরাম সভাপতি বলেন, স্বাধীনতার ৪৮ বছর পরে রাজবন্দী শুনতে কেমন লাগে। বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য সভা করতে হবে, দাবি করতে হবে এটা অকল্পনীয়। এখন আর এই ধরনের সভা না। ঐক্যবদ্ধ আন্দোলনকে সামনে রেখে মাঠে নামব। আজকে যারা স্বৈরশাসন চালিয়ে যাচ্ছেন, তাদের ইতিহাসের দিকে তাকিয়ে দেখা দরকার, বাঙালি জাতি কোন সময়ে স্বৈরাচারকে মেনে নেয়নি।

আবদুর রব বলেন, আমি সরকার প্রধানকে বলব, আপনি শান্তিপূর্ণভাবে যেতে চান না অন্যভাবে যেতে চান? যদি শান্তিপূর্ণভাবে যেতে চান, তাহলে খালেদা জিয়াকে মুক্তি দিন। আর যদি শান্তিপূর্ণভাবে না যেতে চান, তাহলে দুই সিটি করপোরেশনে জনগণ ভোটকেন্দ্রে না গিয়ে যেভাবে অনাস্থা দিয়েছে, সেজন্য অপেক্ষা করুন।

মাহমুদুর রহমান বলেন, পুতু পুতু করে কাজ হবে না। স্পষ্ট করে বলেন, এই সরকারকে আমরা চাই না একদিনের জন্যও। তার জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে চাই। আমি মনে করি, ঐক্যফ্রন্ট নিজের সিদ্ধান্ত নেয়ার দরকার। বিএনপির কাছে একই প্রশ্ন, আপনাদেরও সিদ্ধান্ত নেয়ার দরকার যদি সত্যি সত্যি এই স্বৈরাচার, দুরাচার, অপশাসন, দুঃশাসন থেকে মুক্তি চান, তাহলে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে।