ক্ষণগণনা : আর ৩৬ দিন

মুজিববর্ষের আর ৩৬ দিন বাকি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে নাটোরের ন্যাশনাল ইন্সটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজিতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে। গতকাল বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। জেলা প্রশাসক বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার মহান স্থপতি। কৃতজ্ঞ জাতি সারাবছর ধরে তার জন্মশতবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে হবে; স্বাধীনতার জন্যে বঙ্গবন্ধুর অসামান্য আত্মদানকে জানাতে হবে, শিক্ষার্থীদের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাই প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করতে পারলে ওই লক্ষ্য অর্জন ত্বরান্বিত হবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিঘাপতিয়া এমকে অনার্স কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক, স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাইফ’ এর সভাপতি অনিক ওবায়দুর ও সহ-সভাপতি ডা. সাইফুল ইসলাম ও নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন ।

ন্যাশনাল ইন্সটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টুটুল জানান, বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আলোকচিত্র, বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক দেয়ালিকা এবং মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ওপর শতাধিক বই স্থান পেয়েছে।

বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনের আগে জেলা প্রশাসক মো. শাহরিয়াজ ন্যাশনাল ইন্সটিটিউট অ্যান্ড টেকনোলজি মিলনায়তনে ‘লাইফ’ এর উদ্যোগে শতাধিক দুস্থ নারী-পুরুষের মাঝে চাদর বিতরণ করেন।

আগামী ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছরব্যাপী ‘মুজিববর্ষ’ পালন করবে সরকার। দলীয়ভাবে আওয়ামী লীগও মুজিববর্ষ পালন করবে।

image
আরও খবর
৩৬ কোটি পাঠ্যপুস্তক সংরক্ষণের জায়গা নেই
যুব বিশ্বকাপের ফাইনালে আজ বাংলাদেশের সামনে ভারত
চীনে বাংলাদেশিদের খাবার ও পানি দেয়া হচ্ছে
সংক্রমণ রোধে বিমানবন্দর ও স্থল বন্দরে পরীক্ষা জোরদার
চীন ফেরত শিক্ষার্থীকে করোনাভাইরাস সন্দেহে রংপুর হাসপাতালে ভর্তি
ক্যান্টিনের খাবারে বিষ
ছাত্রী ও পার্লার কর্মী ধর্ষণের শিকার
সরকারকে বাধ্য করা হবে খালেদাকে মুক্তি দিতে
সভা নয় ঐক্যবদ্ধ আন্দোলন চাই ড. কামাল
আন্দোলনের নামে সন্ত্রাস করলে দাঁতভাঙা জবাব : কাদের
উন্মত্ত সৈন্যের গুলিতে ১২ জন নিহত
কেজরিওয়ালই থাকছেন দিল্লিতে
নিঃস্ব বস্তিবাসীর চোখে শুধু অন্ধকার
আ-মরি বাংলা ভাষা

রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২০ , ২৬ মাঘ ১৪২৬, ১৪ জমাদিউল সানি ১৪৪১

ক্ষণগণনা : আর ৩৬ দিন

নিজস্ব বার্তা পরিবেশক |

image

মুজিববর্ষের আর ৩৬ দিন বাকি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে নাটোরের ন্যাশনাল ইন্সটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজিতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে। গতকাল বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। জেলা প্রশাসক বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার মহান স্থপতি। কৃতজ্ঞ জাতি সারাবছর ধরে তার জন্মশতবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে হবে; স্বাধীনতার জন্যে বঙ্গবন্ধুর অসামান্য আত্মদানকে জানাতে হবে, শিক্ষার্থীদের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাই প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করতে পারলে ওই লক্ষ্য অর্জন ত্বরান্বিত হবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিঘাপতিয়া এমকে অনার্স কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক, স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাইফ’ এর সভাপতি অনিক ওবায়দুর ও সহ-সভাপতি ডা. সাইফুল ইসলাম ও নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন ।

ন্যাশনাল ইন্সটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টুটুল জানান, বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আলোকচিত্র, বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক দেয়ালিকা এবং মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ওপর শতাধিক বই স্থান পেয়েছে।

বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনের আগে জেলা প্রশাসক মো. শাহরিয়াজ ন্যাশনাল ইন্সটিটিউট অ্যান্ড টেকনোলজি মিলনায়তনে ‘লাইফ’ এর উদ্যোগে শতাধিক দুস্থ নারী-পুরুষের মাঝে চাদর বিতরণ করেন।

আগামী ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছরব্যাপী ‘মুজিববর্ষ’ পালন করবে সরকার। দলীয়ভাবে আওয়ামী লীগও মুজিববর্ষ পালন করবে।