রাজউক পরিচালককে দুদকের জিজ্ঞাসাবাদ

বিপুল অর্থ, মাদক ও স্বর্ণসহ গ্রেফতার মনির হোসেনের (গোল্ডেন মনির) অবৈধ সম্পদ ও প্লট জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে রাজউকের পরিচালক শেখ শাহিনুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল কমিশনের উপ-পরিচালক সামছুল আলমের নেতৃত্বে রাজউকের এই পরিচালককে জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদক সূত্র জানায়, গত ৯ ডিসেম্বর শেখ শাহিনুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে হাজির হতে বলা হলেও তিনি সে সময় আসেননি। এরপর সময় চেয়ে আবেদন করলে রাজউকের এই পরিচালককে ২৩ ডিসেম্বর সময় দেয় দুদক। গোল্ডেন মনির সংশ্লিষ্টতার অভিযোগে গত ৯ ডিসেম্বর গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসুকে ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করে দুদক। তার আগের দিন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সিবিএ নেতা আবদুল জলিল ও নিম্নমান সহকারী সিবিএ সাবেক নেতা মো. ওবায়দুল্লাহ হককে জিজ্ঞাসাবাদ করে দুদক। গত ২৬ নভেম্বর গোল্ডেন মনির ও তার স্ত্রী রওশন আক্তারের সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুদক।

আরও খবর
রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সম্পৃক্ততার আহ্বান প্রধানমন্ত্রীর
গণপরিবহনে শৃঙ্খলার জন্য ১১১ সুপারিশ বাস্তবায়ন হবে স্বরাষ্ট্রমন্ত্রী
তিস্তার পানিবণ্টন অচিরেই সীমান্ত হত্যাও শূন্যে আসবে
সমরাস্ত্র বিনিয়োগে আগ্রহী তুরস্ক
কাশ্মীরের স্থানীয় নির্বাচনে মোদিবিরোধী জোটের সংখ্যাগরিষ্ঠতা
দুদকের নজরদারিতে পিকে হালদারের এক বান্ধবী
রেলে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের সুপারিশ
পঞ্চাশ বছর ধরে ফসলের শত্রু ইঁদুর নিধন করেন
রাজধানীর উপকণ্ঠে হবে আন্তঃজেলা বাস টার্মিনাল দুই মেয়র
‘অস্তিত্ব নেই’ এমন এক বিশ্ববিদ্যালয়ের বিষয়ে সতর্কতা জারি
নির্যাতনে প্রতিবন্ধী হত্যার প্রতিবাদে বিক্ষোভ সড়ক অবরোধ

বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০ , ০৮ অগ্রহায়ণ ১৪২৭, ০৮ রবিউস সানি ১৪৪২

গোল্ডেন মনির সংশ্লিষ্টতা

রাজউক পরিচালককে দুদকের জিজ্ঞাসাবাদ

নিজস্ব বার্তা পরিবেশক |

বিপুল অর্থ, মাদক ও স্বর্ণসহ গ্রেফতার মনির হোসেনের (গোল্ডেন মনির) অবৈধ সম্পদ ও প্লট জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে রাজউকের পরিচালক শেখ শাহিনুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল কমিশনের উপ-পরিচালক সামছুল আলমের নেতৃত্বে রাজউকের এই পরিচালককে জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদক সূত্র জানায়, গত ৯ ডিসেম্বর শেখ শাহিনুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে হাজির হতে বলা হলেও তিনি সে সময় আসেননি। এরপর সময় চেয়ে আবেদন করলে রাজউকের এই পরিচালককে ২৩ ডিসেম্বর সময় দেয় দুদক। গোল্ডেন মনির সংশ্লিষ্টতার অভিযোগে গত ৯ ডিসেম্বর গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসুকে ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করে দুদক। তার আগের দিন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সিবিএ নেতা আবদুল জলিল ও নিম্নমান সহকারী সিবিএ সাবেক নেতা মো. ওবায়দুল্লাহ হককে জিজ্ঞাসাবাদ করে দুদক। গত ২৬ নভেম্বর গোল্ডেন মনির ও তার স্ত্রী রওশন আক্তারের সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুদক।