কে হচ্ছেন রাবি উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবির) উপাচার্য অধ্যাপক ড. আবদুস সোবহানের মেয়াদ শেষ হওয়ার পর দুর্নীতির রেশ কাটতে না কাটতেই আলোচনায় কে হচ্ছেন পরবর্তী উপাচার্য। এর আগে অধ্যাপক আবদুস সোবহান প্রথম ও দ্বিতীয় মেয়াদে অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে নিজেকে বিতর্কিত করেছেন। উপাচার্য পদে এ ঘটনার পুনরাবৃত্তি চান না বিশ্ববিদ্যালয়ে সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা। স্বচ্ছ ও নীতিবান কেউ উপাচার্যের দায়িত্ব গ্রহণ করুক এমনটাই প্রত্যাশা সবার।

জানা গেছে, উপাচার্য পদে তিনজনের নাম প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। গত রোববার শিক্ষা মন্ত্রণালয় তিনজনের নাম চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায়। এরা হলেন রাবির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী সারওয়ার জাহান, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শহীদুল্লাহ এবং সাবেক লাইব্রেরি প্রশাসক ও বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী। এদের মধ্য থেকে যে কোন একজনকে উপাচার্য পদে নিয়োগ দিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রাষ্ট্রপতির দপ্তরে পঠানো হবে।

সূত্রমতে, এর আগে আলোচনায় আরও অনেকের নাম শোনা গেলেও সর্বশেষ তিনজনের নাম চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এদের মধ্যে আলোচনার শীর্ষে সাবেক উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহানের কথা জানা গেছে। তার বাড়ি রাজশাহী নগরের টিকাপাড়া এলাকায়। উপ-উপাচার্যের দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন।

এদিকে হঠাতই নতুন যে নাম উপাচার্য পদে উঠে এসেছে তিনি হলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শহীদুল্লাহ। তার বাড়ি পাবনার নওদা গ্রামে। অন্যদিকে, রাবির আগামী উপাচার্য পদের জন্য বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদীর নামও রয়েছে সর্বশেষ তালিকায়। তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়। তার লেখাপাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।

কেমন উপাচার্য চান? এমন প্রশ্নের জবাবে বিশ^বিদ্যালয়ের সাবেক বর্তমান একাধিক শিক্ষার্থী জানান, ‘বিশ^বিদ্যালয় হলো জ্ঞানচর্চার জায়গা। কিন্তু বিগত কয়েক মেয়াদে দায়িত্বে আসা উপাচার্যরা বিশ^বিদ্যালয়ের মূল লক্ষ্য থেকে সরে এসে শিক্ষক রাজনীতি এবং দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে। এতে বিশ^বিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার গুণগত মান নষ্ট হয়েছে। আমরা এমন উপাচার্য চাই যিনি শিক্ষা ও গবেষণায় গুরুত্ব দেবেন, শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব যুগোপযোগী সিদ্ধান্ত নেবেন। একই সঙ্গে বিশ^বিদ্যালয়ের সম্মান রক্ষার্থে কাজ করে যাবেন।’

এই সময়ে কেমন ভিসি দরকার জানতে চাইলে রাবির সাবেক উপাচার্য ও প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক ড. আবদুল খালেক মনে করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার তিনটি মানদ-কে প্রাধান্য দেয়া উচিত। পা-িত্য, নেতৃত্ব ও ব্যক্তিত্ব। প-িত আর নেতৃত্ব বলতে বিশ্ববিদ্যালয়ে ডিন, সিন্ডকেট, শিক্ষক সমিতি, দলীয় স্টিয়ারিংয়ে সফলভাবে দায়িত্ব পালন করা শিক্ষক। আর ব্যক্তিত্ব হচ্ছে ব্যক্তির সামগ্রিক বৈশিষ্ট্য, যা তার সততার মাধ্যমে পরিস্ফুটিত হবে। এক কথায় এসব গুণ যার মধ্যে বিদ্যমান, তিনি এ পদের জন্য যোগ্য হবেন।

মঙ্গলবার, ১৮ মে ২০২১ , ৪ জ্যৈষ্ঠ ১৪২৮ ৫ শাওয়াল ১৪৪২

কে হচ্ছেন রাবি উপাচার্য

প্রতিনিধি, রাবি

image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবির) উপাচার্য অধ্যাপক ড. আবদুস সোবহানের মেয়াদ শেষ হওয়ার পর দুর্নীতির রেশ কাটতে না কাটতেই আলোচনায় কে হচ্ছেন পরবর্তী উপাচার্য। এর আগে অধ্যাপক আবদুস সোবহান প্রথম ও দ্বিতীয় মেয়াদে অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে নিজেকে বিতর্কিত করেছেন। উপাচার্য পদে এ ঘটনার পুনরাবৃত্তি চান না বিশ্ববিদ্যালয়ে সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা। স্বচ্ছ ও নীতিবান কেউ উপাচার্যের দায়িত্ব গ্রহণ করুক এমনটাই প্রত্যাশা সবার।

জানা গেছে, উপাচার্য পদে তিনজনের নাম প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। গত রোববার শিক্ষা মন্ত্রণালয় তিনজনের নাম চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায়। এরা হলেন রাবির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী সারওয়ার জাহান, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শহীদুল্লাহ এবং সাবেক লাইব্রেরি প্রশাসক ও বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী। এদের মধ্য থেকে যে কোন একজনকে উপাচার্য পদে নিয়োগ দিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রাষ্ট্রপতির দপ্তরে পঠানো হবে।

সূত্রমতে, এর আগে আলোচনায় আরও অনেকের নাম শোনা গেলেও সর্বশেষ তিনজনের নাম চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এদের মধ্যে আলোচনার শীর্ষে সাবেক উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহানের কথা জানা গেছে। তার বাড়ি রাজশাহী নগরের টিকাপাড়া এলাকায়। উপ-উপাচার্যের দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন।

এদিকে হঠাতই নতুন যে নাম উপাচার্য পদে উঠে এসেছে তিনি হলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শহীদুল্লাহ। তার বাড়ি পাবনার নওদা গ্রামে। অন্যদিকে, রাবির আগামী উপাচার্য পদের জন্য বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদীর নামও রয়েছে সর্বশেষ তালিকায়। তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়। তার লেখাপাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।

কেমন উপাচার্য চান? এমন প্রশ্নের জবাবে বিশ^বিদ্যালয়ের সাবেক বর্তমান একাধিক শিক্ষার্থী জানান, ‘বিশ^বিদ্যালয় হলো জ্ঞানচর্চার জায়গা। কিন্তু বিগত কয়েক মেয়াদে দায়িত্বে আসা উপাচার্যরা বিশ^বিদ্যালয়ের মূল লক্ষ্য থেকে সরে এসে শিক্ষক রাজনীতি এবং দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে। এতে বিশ^বিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার গুণগত মান নষ্ট হয়েছে। আমরা এমন উপাচার্য চাই যিনি শিক্ষা ও গবেষণায় গুরুত্ব দেবেন, শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব যুগোপযোগী সিদ্ধান্ত নেবেন। একই সঙ্গে বিশ^বিদ্যালয়ের সম্মান রক্ষার্থে কাজ করে যাবেন।’

এই সময়ে কেমন ভিসি দরকার জানতে চাইলে রাবির সাবেক উপাচার্য ও প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক ড. আবদুল খালেক মনে করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার তিনটি মানদ-কে প্রাধান্য দেয়া উচিত। পা-িত্য, নেতৃত্ব ও ব্যক্তিত্ব। প-িত আর নেতৃত্ব বলতে বিশ্ববিদ্যালয়ে ডিন, সিন্ডকেট, শিক্ষক সমিতি, দলীয় স্টিয়ারিংয়ে সফলভাবে দায়িত্ব পালন করা শিক্ষক। আর ব্যক্তিত্ব হচ্ছে ব্যক্তির সামগ্রিক বৈশিষ্ট্য, যা তার সততার মাধ্যমে পরিস্ফুটিত হবে। এক কথায় এসব গুণ যার মধ্যে বিদ্যমান, তিনি এ পদের জন্য যোগ্য হবেন।