কিশোরদের চিন্তার জগৎ

শৈশব থেকে যখন কিশোর বয়সে উপনীত হয় তখন তার মধ্য অনেক রকম চিন্তা কাজ করে। নিজেকে নিয়ে কল্পনায় বিচরণ করে, পুরো পৃথিবীটাই তার কাছে রঙিন বলে মনে হয। বর্তমানে কিশোর বয়সে কোন কিছু বুঝে ওঠার আগেই তার হাতে স্মার্ট ফোন দেওয়া হচ্ছে। তারা অনলাইন দুনিয়ায় অবাধ বিচরণ করে।

ফলে সমাজে কিশোর গ্যাং তৈরি হচ্ছে। এইসব গ্যাংকে সমাজের স্থানীয় রাজনীতিবিদরা নিজেদের প্রয়োজনে ব্যবহার করছে। আর বর্তমানে করোন মহামারির কারণে কদিকে যেমন পড়া-শোনার চাপ নেই, অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে নৈতিক শিক্ষা থেকে দূরে অবস্থান করছে। ফলে তার নানা অপকর্ম করে বেড়াচ্ছে। তারা মানুষ খুন করতেও দ্বিধাবোধ করে না। কিশোরদের এমন বেপরোয়া জীবন-যাপন এই সমাজকে মারাত্মক ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। তআি অচিরেই এ ব্যপারে পরিবার সমাজ এবং রাষ্ট্র দৃষ্টি দেবেন বলে প্রত্যাশা করি।

জাফরুল ইসলাম

বুধবার, ০৯ জুন ২০২১ , ২৬ জ্যৈষ্ঠ ১৪২৮ ২৭ শাওয়াল ১৪৪২

কিশোরদের চিন্তার জগৎ

শৈশব থেকে যখন কিশোর বয়সে উপনীত হয় তখন তার মধ্য অনেক রকম চিন্তা কাজ করে। নিজেকে নিয়ে কল্পনায় বিচরণ করে, পুরো পৃথিবীটাই তার কাছে রঙিন বলে মনে হয। বর্তমানে কিশোর বয়সে কোন কিছু বুঝে ওঠার আগেই তার হাতে স্মার্ট ফোন দেওয়া হচ্ছে। তারা অনলাইন দুনিয়ায় অবাধ বিচরণ করে।

ফলে সমাজে কিশোর গ্যাং তৈরি হচ্ছে। এইসব গ্যাংকে সমাজের স্থানীয় রাজনীতিবিদরা নিজেদের প্রয়োজনে ব্যবহার করছে। আর বর্তমানে করোন মহামারির কারণে কদিকে যেমন পড়া-শোনার চাপ নেই, অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে নৈতিক শিক্ষা থেকে দূরে অবস্থান করছে। ফলে তার নানা অপকর্ম করে বেড়াচ্ছে। তারা মানুষ খুন করতেও দ্বিধাবোধ করে না। কিশোরদের এমন বেপরোয়া জীবন-যাপন এই সমাজকে মারাত্মক ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। তআি অচিরেই এ ব্যপারে পরিবার সমাজ এবং রাষ্ট্র দৃষ্টি দেবেন বলে প্রত্যাশা করি।

জাফরুল ইসলাম