জ্বলুক সম্প্রীতির আলো

পৃথিবীতে বিদ্যমান উপাদানগুলোর মধ্যে ফুল সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর। কোন কিছুর সঙ্গে তুলনামূলক হিসেবে তাই বলা হয় ফুলের মতো নিষ্পাপ বা পবিত্র। বিশেষত শিশুদের ক্ষেতে এটি উপমাটি সবেেয় বোশি ব্যবহৃত হয়।

বাস্তবিকভাবেই শিশুরা হয় অবুজ, নিষ্পাপ। কিন্তু হানাহানির এ জগতে শিশুরাও রেহাই পাচ্ছে না নৃশংসতা থেকে। নিষ্পাপ শিশুরা স্বার্থের বলি হচ্ছে মানুষের মনুষ্যত্বহীন কর্মের কাছে।

বিশ্বে সংঘটিত বড় বড় যুদ্ধেই শিশুদের সহিংসতার শিকার হবার তথ্য পাওয়া যায়। আন্তর্জাতিক আইন অনুযায়ী, যুদ্ধ সামরিক সদস্যদের মধ্যে সীমাবদ্ধ থাকার কথা, নারী-শিশু বা সাধারণ যেকোন নাগরিক থাকবে যুদ্ধের আওতামুক্ত। কালো অক্ষরের এই লেখা কোনদিন পূর্ণতা পায়নি।

সাম্প্রতিক সময়ে ইসরায়েলি আক্রমণের দিকে চোখ রাখলে দুরবস্থা দেখা যায়। সুন্দর আগামীর প্রত্যাশায় শিশুদের সুরক্ষার কথা ভাবা উচিত আমাদের। এখন সময় আছে সমৃদ্ধ আগামীর প্রত্যাশায় শিশুদের সুরক্ষায় সবার ঐক্যবদ্ধ হওয়ার। অন্তত শিশুরা থাকুক ভালো, পৃথিবীজুড়ে জ্বলুক সম্প্রীতির আলো।

অনন্য প্রতীক রাউত

বুধবার, ০৯ জুন ২০২১ , ২৬ জ্যৈষ্ঠ ১৪২৮ ২৭ শাওয়াল ১৪৪২

জ্বলুক সম্প্রীতির আলো

পৃথিবীতে বিদ্যমান উপাদানগুলোর মধ্যে ফুল সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর। কোন কিছুর সঙ্গে তুলনামূলক হিসেবে তাই বলা হয় ফুলের মতো নিষ্পাপ বা পবিত্র। বিশেষত শিশুদের ক্ষেতে এটি উপমাটি সবেেয় বোশি ব্যবহৃত হয়।

বাস্তবিকভাবেই শিশুরা হয় অবুজ, নিষ্পাপ। কিন্তু হানাহানির এ জগতে শিশুরাও রেহাই পাচ্ছে না নৃশংসতা থেকে। নিষ্পাপ শিশুরা স্বার্থের বলি হচ্ছে মানুষের মনুষ্যত্বহীন কর্মের কাছে।

বিশ্বে সংঘটিত বড় বড় যুদ্ধেই শিশুদের সহিংসতার শিকার হবার তথ্য পাওয়া যায়। আন্তর্জাতিক আইন অনুযায়ী, যুদ্ধ সামরিক সদস্যদের মধ্যে সীমাবদ্ধ থাকার কথা, নারী-শিশু বা সাধারণ যেকোন নাগরিক থাকবে যুদ্ধের আওতামুক্ত। কালো অক্ষরের এই লেখা কোনদিন পূর্ণতা পায়নি।

সাম্প্রতিক সময়ে ইসরায়েলি আক্রমণের দিকে চোখ রাখলে দুরবস্থা দেখা যায়। সুন্দর আগামীর প্রত্যাশায় শিশুদের সুরক্ষার কথা ভাবা উচিত আমাদের। এখন সময় আছে সমৃদ্ধ আগামীর প্রত্যাশায় শিশুদের সুরক্ষায় সবার ঐক্যবদ্ধ হওয়ার। অন্তত শিশুরা থাকুক ভালো, পৃথিবীজুড়ে জ্বলুক সম্প্রীতির আলো।

অনন্য প্রতীক রাউত