এই নৃশংসতার শেষ কোথায়?

আমরা যতই আধুনিক হচ্ছি ততই কি অসভ্য ও বর্বর হয়ে যাচ্ছি। অথচ হওয়ার কথা ছিল এর উল্টো। আমাদের মন থেকে মায়া, মমতা, ভালোবাসা দিন দিন লোপ পাচ্ছে বলে মনে হয়। সাম্প্রতিক সময়ের ঘটে যাওয়া লোমহর্ষক কিছু হত্যাকাণ্ড দেথে এমনটাই মনে হচ্ছে। রাজধানীর বিভিন্ন জায়ায়গায় যে নৃশংস হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে সেগুলো জেনে অন্তত তাই মনে হচ্ছে।

সম্প্রতি মহাখালীতে স্ত্রী তার স্বামীকে পারিবারিক কলহের জেরে হত্যা করে ছয় টুকরো করে। আমাদের দেশের ও সমাজের এ নৃশংসতার শেষ কোথায়? এসব হত্যাকাণ্ডের মূলে রয়েছে পারস্পরিক বোঝাপড়ার অভাব, সহনশীলতার ঘাটতি ও মূল্যবোধের অভাব। আর এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ, রাষ্ট্রের উপর পড়বে। এক্ষতে আমি মনে করি, আইনশৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হতে হবে। পাশাপাশি শিক্ষিত তরুণ, সমাজ সচেতন ব্যক্তিবর্গসহ সব স্তরের মানুষকে সচেতন হতে হবে।

আবদিম মুনিব

বুধবার, ০৯ জুন ২০২১ , ২৬ জ্যৈষ্ঠ ১৪২৮ ২৭ শাওয়াল ১৪৪২

এই নৃশংসতার শেষ কোথায়?

আমরা যতই আধুনিক হচ্ছি ততই কি অসভ্য ও বর্বর হয়ে যাচ্ছি। অথচ হওয়ার কথা ছিল এর উল্টো। আমাদের মন থেকে মায়া, মমতা, ভালোবাসা দিন দিন লোপ পাচ্ছে বলে মনে হয়। সাম্প্রতিক সময়ের ঘটে যাওয়া লোমহর্ষক কিছু হত্যাকাণ্ড দেথে এমনটাই মনে হচ্ছে। রাজধানীর বিভিন্ন জায়ায়গায় যে নৃশংস হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে সেগুলো জেনে অন্তত তাই মনে হচ্ছে।

সম্প্রতি মহাখালীতে স্ত্রী তার স্বামীকে পারিবারিক কলহের জেরে হত্যা করে ছয় টুকরো করে। আমাদের দেশের ও সমাজের এ নৃশংসতার শেষ কোথায়? এসব হত্যাকাণ্ডের মূলে রয়েছে পারস্পরিক বোঝাপড়ার অভাব, সহনশীলতার ঘাটতি ও মূল্যবোধের অভাব। আর এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ, রাষ্ট্রের উপর পড়বে। এক্ষতে আমি মনে করি, আইনশৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হতে হবে। পাশাপাশি শিক্ষিত তরুণ, সমাজ সচেতন ব্যক্তিবর্গসহ সব স্তরের মানুষকে সচেতন হতে হবে।

আবদিম মুনিব