মা ও পোনা মাছ নিধন বন্ধ করতে হবে

বর্ষায় যখন বৃষ্টি শুরু হয় তখন খাল-বিল, নদী- নালা, হাওর- বাঁওড় ও বিভিন্ন জলাশয়ে পানি জমতে থাকে এবং মা মাছ তাদের প্রজন্ম রক্ষার্থে ডিম ও পোনা উৎপাদন করে থাকে। আমর সারা বছর আমাদের আমিষের চাহিদা মিটিয়ে থাকি।

কিন্তু দুঃখের বিষয় হলোÑকিছু বিকৃত বুদ্ধি, অসাধু ও অসচেতন মানুষ এ-ই ডিমওয়ালা মা ও পোনা মাছের ঝাঁক (দল) নিধন করছে। বিভিন্ন রকমের নিষিদ্ধ জাল ব্যবহার করে প্রকাশ্যে চলছে এ হত্যাযজ্ঞ এবং বাজারে চড়া দামে বিক্রিও হচ্ছে।

তারা দেশের দেশের ক্ষতি দশের ক্ষতি করছে। আসুন, মাছের প্রজন্ম রক্ষার্থে আমরা সচেতন হই। সংশ্লিষ্ট সবার সচেতনতা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আবদুল করিম

বুধবার, ০৯ জুন ২০২১ , ২৬ জ্যৈষ্ঠ ১৪২৮ ২৭ শাওয়াল ১৪৪২

মা ও পোনা মাছ নিধন বন্ধ করতে হবে

image

বর্ষায় যখন বৃষ্টি শুরু হয় তখন খাল-বিল, নদী- নালা, হাওর- বাঁওড় ও বিভিন্ন জলাশয়ে পানি জমতে থাকে এবং মা মাছ তাদের প্রজন্ম রক্ষার্থে ডিম ও পোনা উৎপাদন করে থাকে। আমর সারা বছর আমাদের আমিষের চাহিদা মিটিয়ে থাকি।

কিন্তু দুঃখের বিষয় হলোÑকিছু বিকৃত বুদ্ধি, অসাধু ও অসচেতন মানুষ এ-ই ডিমওয়ালা মা ও পোনা মাছের ঝাঁক (দল) নিধন করছে। বিভিন্ন রকমের নিষিদ্ধ জাল ব্যবহার করে প্রকাশ্যে চলছে এ হত্যাযজ্ঞ এবং বাজারে চড়া দামে বিক্রিও হচ্ছে।

তারা দেশের দেশের ক্ষতি দশের ক্ষতি করছে। আসুন, মাছের প্রজন্ম রক্ষার্থে আমরা সচেতন হই। সংশ্লিষ্ট সবার সচেতনতা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আবদুল করিম