বার বার স্কুপ শটে শেষ পাকিস্তান

২০০৭ সালের পর ২০২১ সাল। ১৪ বছর পরে সেই স্কুপ শটই শেষ করে দিল পাকিস্তানের বিশ্বজয়ের স্বপ্ন।

প্রথমটি ছিল টি-২০ বিশ্বকাপের ফাইনাল। এটি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল। সেবার ছিল একটি স্কুপ শট। এবার দুটি।

২০০৭ সালের টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। সেবার মিসবা উল হকের স্কুপ শট শেষ করে দিয়েছিল পাকিস্তানের বিশ্বকাপ জেতার সম্ভাবনা। এবার ম্যাথু ওয়েডের দুটি স্কুপ শট সেই টি-২০ বিশ্বকাপে হারিয়ে দিল পাকিস্তানকে।

বৃহস্পতিবার বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের সামনে ছিল অস্ট্রেলিয়া। শেষ দুই ওভারে ২২ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার। ১৯তম ওভারের তৃতীয় বলে ওয়েডের ক্যাচ ফেলেন হাসান আলী। শাহিন আফ্রিদি পরের বলটি ইয়র্কার দিতে গিয়েছিলেন। বল ইয়র্কার লেংথের একটু আগে পড়ে। ওয়েড শর্ট ফাইন লেগের উপর দিয়ে ছয় মারেন। পরের বলে মিড উইকেটের উপর দিয়ে ছয় মারেন ওয়েড। এরপর আরও একটি ইয়র্কার দিতে যান আফ্রিদি। ওয়েড এই বলটিও স্কুপ করে উইকেটরক্ষক রিজওয়ানের মাথার উপর দিয়ে ছয় মারেন। এক ওভার বাকি থাকতে ৫ উইকেটে হেরে যায় পাকিস্তান।

২০০৭ সালে মিসবার একটি এবং ওয়েডের দুটি স্কুপ শটে পাকিস্তানের বিশ্বজয়ের স্বপ্ন আরও একবার শেষ হয়ে গেল।

শনিবার, ১৩ নভেম্বর ২০২১ , ২৮ কার্তিক ১৪২৮ ৭ রবিউস সানি ১৪৪৩

বার বার স্কুপ শটে শেষ পাকিস্তান

সংবাদ স্পোর্টস ডেস্ক

২০০৭ সালের পর ২০২১ সাল। ১৪ বছর পরে সেই স্কুপ শটই শেষ করে দিল পাকিস্তানের বিশ্বজয়ের স্বপ্ন।

প্রথমটি ছিল টি-২০ বিশ্বকাপের ফাইনাল। এটি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল। সেবার ছিল একটি স্কুপ শট। এবার দুটি।

২০০৭ সালের টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। সেবার মিসবা উল হকের স্কুপ শট শেষ করে দিয়েছিল পাকিস্তানের বিশ্বকাপ জেতার সম্ভাবনা। এবার ম্যাথু ওয়েডের দুটি স্কুপ শট সেই টি-২০ বিশ্বকাপে হারিয়ে দিল পাকিস্তানকে।

বৃহস্পতিবার বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের সামনে ছিল অস্ট্রেলিয়া। শেষ দুই ওভারে ২২ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার। ১৯তম ওভারের তৃতীয় বলে ওয়েডের ক্যাচ ফেলেন হাসান আলী। শাহিন আফ্রিদি পরের বলটি ইয়র্কার দিতে গিয়েছিলেন। বল ইয়র্কার লেংথের একটু আগে পড়ে। ওয়েড শর্ট ফাইন লেগের উপর দিয়ে ছয় মারেন। পরের বলে মিড উইকেটের উপর দিয়ে ছয় মারেন ওয়েড। এরপর আরও একটি ইয়র্কার দিতে যান আফ্রিদি। ওয়েড এই বলটিও স্কুপ করে উইকেটরক্ষক রিজওয়ানের মাথার উপর দিয়ে ছয় মারেন। এক ওভার বাকি থাকতে ৫ উইকেটে হেরে যায় পাকিস্তান।

২০০৭ সালে মিসবার একটি এবং ওয়েডের দুটি স্কুপ শটে পাকিস্তানের বিশ্বজয়ের স্বপ্ন আরও একবার শেষ হয়ে গেল।